০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / ৪১৭৫ বার দেখা হয়েছে

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ সোমবার ২৩ জানুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

চলুন, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে জেনে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনাবলি:

১৫৫৬ – চীনের সানসি প্রদেশে বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।
১৯১৩ – তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন ও শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯১৯ – মুসোলিনি ইতালির ফ্যাসিস্ত পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯২০ – ভারতীয় উপমহাদেশের বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয়।
১৯২২ – কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেওয়া হয়।

১৯৪৩ – ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
১৯৫০ – ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দেসকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছিল।
১৯৬৪ – ইন্দোনেশিয়া-মালয়েশিয়া যুদ্ধ বিরতিতে সম্মতি প্রকাশ করে।
১৯৬৭ – সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৬৮ – নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ জব্দ হয়।

১৯৭৯ – ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার ইরানের বিমান বন্দরগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।
১৯৮৯ – সোভিয়েত তাজিস্তানে ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – এল সালভেদরের পার্লামেন্টে গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা করে বিল পাস করে।
১৯৯৬ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।
১৯৯৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অব স্ট্যাট নিযুক্ত হন।

২০০১ – বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।
২০০২ – পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীকালে নিহত হন।

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জন্ম:

১৭১৯ – ইংরেজ গণিতবিদ ও তাত্ত্বিক জন লান্ডেন জন্মগ্রহণ করেন।
১৭৫২ – ইতালিয়ান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক মুযিও ক্লেমেন্টি জন্মগ্রহণ করেন।
১৭৮৩ – ফরাসি লেখক স্তাঁদাল জন্মগ্রহণ করেন।
১৮২৩ – শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা প্যারীচরণ সরকার জন্মগ্রহণ করেন।
১৮৬২ – জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট জন্মগ্রহণ করেন।

১৮৭৬ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস জন্মগ্রহণ করেন।
১৮৯১ – ইতালীয় মার্ক্সবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসি জন্মগ্রহণ করেন।
১৮৯৭ – ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন।
১৮৯৮ – সোভিয়েত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইন জন্মগ্রহণ করেন।
১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া জন্মগ্রহণ করেন।

১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস জন্মগ্রহণ করেন।
১৯১৮ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও ফার্মাকোলজিস্ট গারট্রুড বি. এলিওন জন্মগ্রহণ করেন।
১৯২৯ – নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিজ্ঞানী জন চার্লস পোলানি জন্মগ্রহণ করেন।
১৯৩০ – নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার ডেরেক এলটন ওয়ালকট জন্মগ্রহণ করেন।
১৯৪২ – বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক নায়ক রাজ রাজ্জাক জন্মগ্রহণ করেন।

১৯৪৭ – ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী জন্মগ্রহণ করেন।
১৯৫২ – দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওমর হেনরী জন্মগ্রহণ করেন ।
১৯৫০ – আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সুরকার রিচার্ড ডিন অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন।
১৯৬৪ – গায়ানার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট ভারাট জাগডেও জন্মগ্রহণ করেন।
১৯৭১ – নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট) এডাম প্যারোরে জন্মগ্রহণ করেন।

১৯৭৭ – পাঞ্জাবি গায়ক ও সংগীতশিল্পী কমল হীর জন্মগ্রহণ করেন।
১৯৮৪ – ওলন্দাজ ফুটবল খেলোয়াড় আর্ইয়েন রবেন জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি ভালো রাখার প্রাকৃতিক উপায়

মৃত্যু:
১০০২ – রোমান সম্রাট তৃতীয় অটো মৃত্যুবরণ করেন।
১৮০৬ – ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিট মৃত্যুবরণ করেন।
১৮৫৯ – কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।
১৯০৯ – বাংলা সাহিত্যের কবি নবীনচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।
১৯৪৪ – রাশিয়ান কবি ভিক্টর গুসেভ মৃত্যুবরণ করেন।

১৯৫৬ – হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও প্রযোজক আলেকজান্ডার কোর্ডা মৃত্যুবরণ করেন।
১৯৭৬ – মার্কিন কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন মৃত্যুবরণ করেন।
১৯৮৩ – ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক মৃত্যুবরণ করেন।
১৯৮৯ – স্পেনীয় চিত্রকর সালভাদর দালি মৃত্যুবরণ করেন।
২০০৩ – মার্কিন অভিনেত্রী ও গায়ক নিল কার্টার মৃত্যুবরণ করেন।

২০১২ – বাংলাদেশের চলচ্চিত্র জগতের অভিনেতা অমল বোস মৃত্যুবরণ করেন।
২০১৫ – সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মৃত্যুবরণ করেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আপডেট: ১০:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। আজ সোমবার ২৩ জানুয়ারি ২০২৩। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

চলুন, ইতিহাসের দিকে চোখ বুলিয়ে জেনে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঘটনাবলি:

১৫৫৬ – চীনের সানসি প্রদেশে বিশ্বের ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।
১৯১৩ – তুরস্কে অভ্যুত্থানে নাজিম পাশা নিহত হন ও শেবকেত পাশা নতুন মন্ত্রিসভা গঠন করেন।
১৯১৯ – মুসোলিনি ইতালির ফ্যাসিস্ত পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
১৯২০ – ভারতীয় উপমহাদেশের বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয়।
১৯২২ – কানাডার টরেন্টো জেনারেল হাসপাতালে প্রথম ডায়াবেটিস বা বহুমুত্রে আক্রান্ত এক রোগীকে কৃত্রিম ইনস্যুলিন দেওয়া হয়।

১৯৪৩ – ব্রিটিশ বাহিনী ত্রিপোলি অধিকার করে নেয়।
১৯৫০ – ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেট মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দেসকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছিল।
১৯৬৪ – ইন্দোনেশিয়া-মালয়েশিয়া যুদ্ধ বিরতিতে সম্মতি প্রকাশ করে।
১৯৬৭ – সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।
১৯৬৮ – নিজ জলসীমায় গোয়েন্দাগিরির অভিযোগে উত্তর কোরিয়া কর্তৃক ইউএসএস পিউব্লো (এজিইআর-২) জাহাজ জব্দ হয়।

১৯৭৯ – ইরানের শাহ সরকারের শেষ প্রধানমন্ত্রী শাপুর বখতিয়ার ইরানের বিমান বন্দরগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।
১৯৮৯ – সোভিয়েত তাজিস্তানে ভূমিকম্পে চৌদ্দ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ – এল সালভেদরের পার্লামেন্টে গৃহযুদ্ধে জড়িত গেরিলাদের সাধারণ ক্ষমা করে বিল পাস করে।
১৯৯৬ – ইসরাইলের প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যার পর আদালতে ইগল আমির স্বীকাররোক্তি দেন।
১৯৯৭ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট সেক্রেটারি অব স্ট্যাট নিযুক্ত হন।

২০০১ – বাংলাদেশে চতুর্থ আদমশুমারি শুরু হয়।
২০০২ – পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরবর্তীকালে নিহত হন।

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

জন্ম:

১৭১৯ – ইংরেজ গণিতবিদ ও তাত্ত্বিক জন লান্ডেন জন্মগ্রহণ করেন।
১৭৫২ – ইতালিয়ান পিয়ানোবাদক, সুরকার ও পথপ্রদর্শক মুযিও ক্লেমেন্টি জন্মগ্রহণ করেন।
১৭৮৩ – ফরাসি লেখক স্তাঁদাল জন্মগ্রহণ করেন।
১৮২৩ – শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা প্যারীচরণ সরকার জন্মগ্রহণ করেন।
১৮৬২ – জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্ট জন্মগ্রহণ করেন।

১৮৭৬ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ অটো ডিলস জন্মগ্রহণ করেন।
১৮৯১ – ইতালীয় মার্ক্সবাদী তাত্ত্বিক আন্তোনিও গ্রামসি জন্মগ্রহণ করেন।
১৮৯৭ – ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন।
১৮৯৮ – সোভিয়েত চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইন জন্মগ্রহণ করেন।
১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী হিদেকি ইউকাওয়া জন্মগ্রহণ করেন।

১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম আর্থার লিউইস জন্মগ্রহণ করেন।
১৯১৮ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও ফার্মাকোলজিস্ট গারট্রুড বি. এলিওন জন্মগ্রহণ করেন।
১৯২৯ – নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিজ্ঞানী জন চার্লস পোলানি জন্মগ্রহণ করেন।
১৯৩০ – নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার ডেরেক এলটন ওয়ালকট জন্মগ্রহণ করেন।
১৯৪২ – বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক নায়ক রাজ রাজ্জাক জন্মগ্রহণ করেন।

১৯৪৭ – ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রী জন্মগ্রহণ করেন।
১৯৫২ – দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওমর হেনরী জন্মগ্রহণ করেন ।
১৯৫০ – আমেরিকান অভিনেতা, প্রযোজক ও সুরকার রিচার্ড ডিন অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন।
১৯৬৪ – গায়ানার অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৭ম প্রেসিডেন্ট ভারাট জাগডেও জন্মগ্রহণ করেন।
১৯৭১ – নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট) এডাম প্যারোরে জন্মগ্রহণ করেন।

১৯৭৭ – পাঞ্জাবি গায়ক ও সংগীতশিল্পী কমল হীর জন্মগ্রহণ করেন।
১৯৮৪ – ওলন্দাজ ফুটবল খেলোয়াড় আর্ইয়েন রবেন জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন: দৃষ্টিশক্তি ভালো রাখার প্রাকৃতিক উপায়

মৃত্যু:
১০০২ – রোমান সম্রাট তৃতীয় অটো মৃত্যুবরণ করেন।
১৮০৬ – ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী উইলিয়াম পিট মৃত্যুবরণ করেন।
১৮৫৯ – কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন।
১৯০৯ – বাংলা সাহিত্যের কবি নবীনচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।
১৯৪৪ – রাশিয়ান কবি ভিক্টর গুসেভ মৃত্যুবরণ করেন।

১৯৫৬ – হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইংরেজ পরিচালক ও প্রযোজক আলেকজান্ডার কোর্ডা মৃত্যুবরণ করেন।
১৯৭৬ – মার্কিন কৃষ্ণাঙ্গ সংগ্রামী শিল্পী ও গায়ক পল রোবসন মৃত্যুবরণ করেন।
১৯৮৩ – ইংরেজ ক্রিকেটার ফ্লপি ডিস্ক মৃত্যুবরণ করেন।
১৯৮৯ – স্পেনীয় চিত্রকর সালভাদর দালি মৃত্যুবরণ করেন।
২০০৩ – মার্কিন অভিনেত্রী ও গায়ক নিল কার্টার মৃত্যুবরণ করেন।

২০১২ – বাংলাদেশের চলচ্চিত্র জগতের অভিনেতা অমল বোস মৃত্যুবরণ করেন।
২০১৫ – সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ মৃত্যুবরণ করেন।

ঢাকা/এসএম