০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ৪১৮৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শনিবার, ১৬ জুলাই ২০২২। ১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। নানা প্রয়োজনে ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। তাই ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

ঘটনাবলি:
১৬৬১ –  স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৮৫৬ –  (কারো মতে ২৬ জুলাই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
১৯০৫ –  খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯১৮ –  বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রীসহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
১৯৩২ –  ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত।
১৯৪৫ –  দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতারা উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানির পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
১৯৪৫ –  নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৬৫ –  ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
১৯৬৮ –  মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯ –  মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩ –  আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যুত করে দেশে প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেন।
১৯৭৯ –  হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
১৯৮১ –  ডা. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০ –  ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।
১৯৯৭ –  মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
২০০৭ –  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্ম:
১৮৬০ –  অটো ইয়েসপার্সেন, একজন ডেনিশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ।
১৮৭২ –  প্রথমবার দক্ষিণ মেরুতে পৌঁছানো নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন।
১৮৮৮ –  নোবেলজয়ী (১৯৫৩) ডাচ পদার্থবিদ ফিৎস জার্নিক।
১৯৭৩ –  দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার শন পোলক।
১৯৮১ –  মেহের জেইন, লেবানন বংশোদ্ভূত সুইডিশ রক অ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সংগীত নির্মাতা।
১৯৮৯ – শায়লা শারমিন, বাংলাদেশি প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু:
১৭৪৭ –  ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসি।
১৮৬৮ –  বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
১৯৮৫ –  নোবেলজয়ী (১৯৭২) জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
১৯৮৫ –  চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুর।
২০০০ –  সাংবাদিক শামছুর রহমান।
২০১৩-  কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত। 
২০২১ – সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

শেয়ার করুন

x

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল

আপডেট: ১০:৪৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: শনিবার, ১৬ জুলাই ২০২২। ১ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। নানা প্রয়োজনে ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ববহন করে। তাই ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

ঘটনাবলি:
১৬৬১ –  স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
১৮৫৬ –  (কারো মতে ২৬ জুলাই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
১৯০৫ –  খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
১৯১৮ –  বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রীসহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
১৯৩২ –  ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত।
১৯৪৫ –  দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতারা উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানির পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
১৯৪৫ –  নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
১৯৬৫ –  ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
১৯৬৮ –  মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
১৯৬৯ –  মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
১৯৭৩ –  আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যুত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যুত করে দেশে প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা চালু করেন।
১৯৭৯ –  হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
১৯৮১ –  ডা. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৯০ –  ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।
১৯৯৭ –  মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
২০০৭ –  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জন্ম:
১৮৬০ –  অটো ইয়েসপার্সেন, একজন ডেনিশ ভাষাবিজ্ঞানী এবং ইংরেজি ব্যাকরণ বিশেষজ্ঞ।
১৮৭২ –  প্রথমবার দক্ষিণ মেরুতে পৌঁছানো নরওয়েজিয়ান অভিযাত্রী রোল্ড আমুন্ডসেন।
১৮৮৮ –  নোবেলজয়ী (১৯৫৩) ডাচ পদার্থবিদ ফিৎস জার্নিক।
১৯৭৩ –  দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার শন পোলক।
১৯৮১ –  মেহের জেইন, লেবানন বংশোদ্ভূত সুইডিশ রক অ্যান্ড বোল্ড গায়ক, গীতিকার এবং সংগীত নির্মাতা।
১৯৮৯ – শায়লা শারমিন, বাংলাদেশি প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু:
১৭৪৭ –  ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসি।
১৮৬৮ –  বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
১৯৮৫ –  নোবেলজয়ী (১৯৭২) জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
১৯৮৫ –  চিত্রকর, কবি ও চিত্র সংগ্রাহক শুভো ঠাকুর।
২০০০ –  সাংবাদিক শামছুর রহমান।
২০১৩-  কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত। 
২০২১ – সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।