০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এক সপ্তাহে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভারতের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ৪১৩০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এখন ভারতের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪৯ হাজার জন; আর রোগটিতে আক্রান্ত হয়ে এই সময়সীমার মধ্যে দেশটিতে মারা গেছেন ১৬ হাজার ২৫৭ জন।

এর আগে এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এছাড়া করোনায় দৈনিক সংক্রমণ ও ‍মৃত্যুতেও বর্তমানে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন; আর এই সময়সীমার মধ্যে দেশটিতে মারা গেছেন ২ হাজার ৮০৭ জন।বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা সম্পর্কিত হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনায় মৃত্যুহার প্রায় দ্বিগুণ হয়েছে। এক কর্মকর্তা ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে জানান, গত ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হার বেড়েছে ৮৯ শতাংশ। গত ১৮ এপ্রিল দেখা গিয়েছিল, দেশটিতে করোনায় মৃত্যুহার ৪৭ শতাংশ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়সীমার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৯১ জন, মারা গেছেন ৮৩২ জন।

একদিনে আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরই আছে উত্তরপ্রদেশ ও কর্ণাটক। এই দুটি রাজ্যেই গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে রয়েছে।

একদিনে মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি, তৃতীয় অবস্থানে উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫০ জন, উত্তর প্রদেশে ২০৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতের আরো যেসব রাজ্যে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেছে সেগুলো হলো কেরালা, ছত্তিশগড়, গুজরাট ও ঝাড়খণ্ড।

করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন; আর এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

x
English Version

এক সপ্তাহে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভারতের

আপডেট: ০২:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক সপ্তাহে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এখন ভারতের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪৯ হাজার জন; আর রোগটিতে আক্রান্ত হয়ে এই সময়সীমার মধ্যে দেশটিতে মারা গেছেন ১৬ হাজার ২৫৭ জন।

এর আগে এই রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। গত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১৭ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এছাড়া করোনায় দৈনিক সংক্রমণ ও ‍মৃত্যুতেও বর্তমানে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন; আর এই সময়সীমার মধ্যে দেশটিতে মারা গেছেন ২ হাজার ৮০৭ জন।বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যা সম্পর্কিত হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনায় মৃত্যুহার প্রায় দ্বিগুণ হয়েছে। এক কর্মকর্তা ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে জানান, গত ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু হার বেড়েছে ৮৯ শতাংশ। গত ১৮ এপ্রিল দেখা গিয়েছিল, দেশটিতে করোনায় মৃত্যুহার ৪৭ শতাংশ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়সীমার মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ১৯১ জন, মারা গেছেন ৮৩২ জন।

একদিনে আক্রান্তের তালিকায় মহারাষ্ট্রের পরই আছে উত্তরপ্রদেশ ও কর্ণাটক। এই দুটি রাজ্যেই গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার থেকে ৪০ হাজারের মধ্যে রয়েছে।

একদিনে মৃত্যুর হিসেবে মহারাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি, তৃতীয় অবস্থানে উত্তরপ্রদেশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গেছেন ৩৫০ জন, উত্তর প্রদেশে ২০৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতের আরো যেসব রাজ্যে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেছে সেগুলো হলো কেরালা, ছত্তিশগড়, গুজরাট ও ঝাড়খণ্ড।

করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৩০০ জন; আর এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ১১৬ জন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া