১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

এরিকসেনের জন্য পৃথিবীর ৯৯ ভাগ মানুষ সমর্থন দেবে ডেনমার্ককে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / ১০৩৭৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজকের নকআউটে আসারই কথা ছিল না ডেনমার্কের। প্রথম দুই ম্যাচ হারের পর কেইবা আশা করে গ্রুপ পর্ব পেরোবার? শেষ দিনের নাটকে সেই ডেনমার্ক অবশ্য পেরিয়েছে ‘এ’ গ্রুপের বৈতরণী, চলে এসেছে শেষ ষোলয়। এবার তারা মুখোমুখি গেলবারের সেমিফাইনালিস্ট ওয়েলসের। এর আগে প্রতিপক্ষ ওয়েলস ডিফেন্ডার কনর রবার্টস জানালেন, এরিকসেন অনুপ্রেরণা তো আছেই, তাদের সঙ্গে আছে গোটা বিশ্বের সমর্থনও।

ইউরোর দ্বিতীয় দিনে বিশ্বকে নাড়িয়ে দেয় মাঠেই ক্রিশ্চিয়ান এরিকসেনের জ্ঞান হারানোর ঘটনা। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে ডেনমার্কের এই তারকা হৃদরোগে আক্রান্ত হন। তবে চিকিৎসক ও সতীর্থদের তাৎক্ষনিক তৎপরতায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন তিনি।

সেই ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারে এরিকসেনের ডেনমার্ক। তবে শেষ ম্যাচে জিতে তারা তৃতীয় সেরা চার দলের একটি হয়ে উঠে আসে নকআউটে। এর আগেই অবশ্য এরিকসেনের সুবাদে বড় সমর্থনই পেয়েছে দলটি। সে সমর্থন অব্যহত থাকবে নকআউটেও, মনে করছেন ওয়েলশম্যান রবার্টস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সে কারণেই ডেনমার্কের বিপক্ষে ওয়েলসের ম্যাচটা কঠিন হবে, তা মানতে দ্বিধা নেই রবার্টসের। ডেনমার্কের কাজটা সহজ করে দেবে ‘গোটা বিশ্বের সমর্থন’। বললেন, ‘খেলাটা সত্যিই কঠিন হতে যাচ্ছে, তবে জেতার বিষয়ে আমরা আশাবাদী। আমার মনে হচ্ছে, বিশ্বের ৯৯ ভাগ মানুষই সমর্থন দেবে ডেনমার্ককেই।’

তবে নিজের দল নিয়ে আশাবাদী রবার্টস। বললেন, ‘আমরা ভালো এক দল পেয়েছি। দলে ভালো ভালো কিছু খেলোয়াড় আছেন, আমরা ভালো কিছু পারফরম্যান্সও উপহার দিয়েছি। ডেনমার্কও দল হিসেবে বেশ ভালো, সমর্থন তো থাকছেই। তবে আমরা যখন মাঠে নামব, তখন সর্বোচ্চ চেষ্টাটাই করব জয়ের জন্য।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

এরিকসেনের জন্য পৃথিবীর ৯৯ ভাগ মানুষ সমর্থন দেবে ডেনমার্ককে

আপডেট: ০৭:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজকের নকআউটে আসারই কথা ছিল না ডেনমার্কের। প্রথম দুই ম্যাচ হারের পর কেইবা আশা করে গ্রুপ পর্ব পেরোবার? শেষ দিনের নাটকে সেই ডেনমার্ক অবশ্য পেরিয়েছে ‘এ’ গ্রুপের বৈতরণী, চলে এসেছে শেষ ষোলয়। এবার তারা মুখোমুখি গেলবারের সেমিফাইনালিস্ট ওয়েলসের। এর আগে প্রতিপক্ষ ওয়েলস ডিফেন্ডার কনর রবার্টস জানালেন, এরিকসেন অনুপ্রেরণা তো আছেই, তাদের সঙ্গে আছে গোটা বিশ্বের সমর্থনও।

ইউরোর দ্বিতীয় দিনে বিশ্বকে নাড়িয়ে দেয় মাঠেই ক্রিশ্চিয়ান এরিকসেনের জ্ঞান হারানোর ঘটনা। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে ডেনমার্কের এই তারকা হৃদরোগে আক্রান্ত হন। তবে চিকিৎসক ও সতীর্থদের তাৎক্ষনিক তৎপরতায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন তিনি।

সেই ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারে এরিকসেনের ডেনমার্ক। তবে শেষ ম্যাচে জিতে তারা তৃতীয় সেরা চার দলের একটি হয়ে উঠে আসে নকআউটে। এর আগেই অবশ্য এরিকসেনের সুবাদে বড় সমর্থনই পেয়েছে দলটি। সে সমর্থন অব্যহত থাকবে নকআউটেও, মনে করছেন ওয়েলশম্যান রবার্টস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সে কারণেই ডেনমার্কের বিপক্ষে ওয়েলসের ম্যাচটা কঠিন হবে, তা মানতে দ্বিধা নেই রবার্টসের। ডেনমার্কের কাজটা সহজ করে দেবে ‘গোটা বিশ্বের সমর্থন’। বললেন, ‘খেলাটা সত্যিই কঠিন হতে যাচ্ছে, তবে জেতার বিষয়ে আমরা আশাবাদী। আমার মনে হচ্ছে, বিশ্বের ৯৯ ভাগ মানুষই সমর্থন দেবে ডেনমার্ককেই।’

তবে নিজের দল নিয়ে আশাবাদী রবার্টস। বললেন, ‘আমরা ভালো এক দল পেয়েছি। দলে ভালো ভালো কিছু খেলোয়াড় আছেন, আমরা ভালো কিছু পারফরম্যান্সও উপহার দিয়েছি। ডেনমার্কও দল হিসেবে বেশ ভালো, সমর্থন তো থাকছেই। তবে আমরা যখন মাঠে নামব, তখন সর্বোচ্চ চেষ্টাটাই করব জয়ের জন্য।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: