০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

বাজেটে সঠিক সময়ের পরিসংখ্যান প্রয়োজন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • / ৪১৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক পুরনো তথ্য-পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। কিন্তু সঠিক তথ্য না থাকলে সঠিক নীতি কৌশল প্রণয়ন করা অসম্ভব। যে কারণে কার্যকরী নীতি কৌশলের জন্য বাজেটে সঠিক সময়ের পরিসংখ্যান প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গতকালের এক ওয়েবিনারে এসব কথা বলেন তারা।

‘বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?’ শীর্ষক এ ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে সেরা অর্থমন্ত্রীও সেরা বাজেট দিতে পারেন না। তবে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির যে মডেলে আমরা এগোচ্ছি, তাতে উই আর রাইট অন দ্য মিডল অব দ্য রাইট ট্র্যাক। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আট লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিগত বছরগুলোতে একটা টার্গেটেড কিছু লোকের সুযোগ-সুবিধার জন্য বাজেট করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভাপতির বক্তব্যে ড. মনজুর আহমেদ চৌধুরী অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্বে মাত্র ৮-১০টি দেশ আছে, যেখানে জুলাই-জুন বাজেট সিস্টেম চালু আছে। আর ১৩০-১৪০টি দেশেই বাজেট দেয়া হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বরে। বড় বড় বৈশ্বিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডও কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেট যেহেতু জনগণের জন্য, তাই তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে বাজেট প্রণয়ন করতে হবে। কিন্তু তারা তা করছেন বলে আমরা দেখিনি। আমরা দেখেছি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানকার প্রস্তাবনাগুলোরও বাজেটে প্রতিফলন দেখা যায় না।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ, বিসিআইয়ের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শাহেদুল ইসলাম হেলাল, বারভিডার প্রেসিডেন্ট ও ঢাকাস্থ জাপানিজ ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের বিশেষ উপদেষ্টা আব্দুল হক, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। সূত্র:বণিকবার্তা

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বাজেটে সঠিক সময়ের পরিসংখ্যান প্রয়োজন

আপডেট: ০১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক পুরনো তথ্য-পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। কিন্তু সঠিক তথ্য না থাকলে সঠিক নীতি কৌশল প্রণয়ন করা অসম্ভব। যে কারণে কার্যকরী নীতি কৌশলের জন্য বাজেটে সঠিক সময়ের পরিসংখ্যান প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গতকালের এক ওয়েবিনারে এসব কথা বলেন তারা।

‘বাংলাদেশ কি বৈষম্যমূলক পুনরুদ্ধারের পথে?’ শীর্ষক এ ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সিজিএসের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ওয়েবিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে সেরা অর্থমন্ত্রীও সেরা বাজেট দিতে পারেন না। তবে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির যে মডেলে আমরা এগোচ্ছি, তাতে উই আর রাইট অন দ্য মিডল অব দ্য রাইট ট্র্যাক। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আট লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিগত বছরগুলোতে একটা টার্গেটেড কিছু লোকের সুযোগ-সুবিধার জন্য বাজেট করা হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সভাপতির বক্তব্যে ড. মনজুর আহমেদ চৌধুরী অর্থবছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্বে মাত্র ৮-১০টি দেশ আছে, যেখানে জুলাই-জুন বাজেট সিস্টেম চালু আছে। আর ১৩০-১৪০টি দেশেই বাজেট দেয়া হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বরে। বড় বড় বৈশ্বিক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডও কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বাজেট যেহেতু জনগণের জন্য, তাই তাদের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে বাজেট প্রণয়ন করতে হবে। কিন্তু তারা তা করছেন বলে আমরা দেখিনি। আমরা দেখেছি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানকার প্রস্তাবনাগুলোরও বাজেটে প্রতিফলন দেখা যায় না।

সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ, বিসিআইয়ের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শাহেদুল ইসলাম হেলাল, বারভিডার প্রেসিডেন্ট ও ঢাকাস্থ জাপানিজ ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের বিশেষ উপদেষ্টা আব্দুল হক, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। সূত্র:বণিকবার্তা

ঢাকা/এনইউ

আরও পড়ুন: