কপারটেকের আইপিও ফান্ডে ক্রয়কৃত মেশিন বাণিজ্যিক উৎপাদনে প্রস্তুত
- আপডেট: ১২:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩৯০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ফান্ডের অর্থ দিয়ে ক্রয় করা মেশিন বাণিজ্যিক উৎপাদন শুরু করার জন্য প্রস্তুত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, কোম্পানিটি আইপিও ফান্ড ব্যবহার করে কন্টিনিউয়াস কাস্টিং অ্যান্ড রোলিং (সিসিআর) মেশিন ক্রয় করে সফলভাবে স্থাপন সম্পন্ন করেছে। এখন মেশিনগুলো দিয়ে পুরোদমে বাণিজ্যিক উৎপাদন শুরু করায় প্রস্তুত।
সিসিআর মেশিন থেকে বছরে কোম্পানিটির ১ হাজার ২০০ টন উৎপাদন হবে। যার আনুমানিক মূল্য ১১০ কোটি টাকা। বছরে কোম্পানিটি উৎপাদিত পর্ণ ১৮০ কোটি টাকার কাছাকাছি বিক্রি করতে পারবে। অর্থাৎ কোম্পানিটির বিক্রি ১৬০ শতাংশ বৃদ্ধি পাবে।



































