০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

করোনায় ২৪ ঘন্টার ব্যবধানে রামেকে দিগুন মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / ১০২৭৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় সাতজন, করোনা উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এক দিন আগে রোববার হাসপাতালের এই ইউনিটে সাতজন মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে নাটোরের তিনজন, রাজশাহীর দুজন, নওগাঁর একজন এবং মেহেরপুরের একজন মারা গেছেন। 

আর করোনা সংক্রমণের উপসর্গে নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের দুজন করে ছয়জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন পাবনার একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। ২৯/৩০ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন করে এবং ১ নম্বর ওয়ার্ডে দুজন মারা গেছেন। 

পরিচালক আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ৪১৮ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৬১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৭৬ জন।

বর্তমানে রাজশাহীর ৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ১৮ জন, নওগাঁর ১২ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের তিনজন এবং সিরাজগঞ্জের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন।

এর আগে রোববার (২৯ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৭ জনের নমুনায়। 

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮৩ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১২ দশমিক ৮৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৬ দশমিক ৬৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে। 

প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৬৯ জন। এর মধ্যে করোনায় ১৫২ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৩ জনের মৃত্যু হয়।

এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন। 

এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আরও কমেছে

জেনে নিন সোমবারের রাশিফল

৩০ আগস্ট: ইতিহাসের এই দিনে

আজ ব্যাংক বন্ধ

আজ যে কারণে পুঁজিবাজার বন্ধ

ট্যাগঃ

শেয়ার করুন

x

করোনায় ২৪ ঘন্টার ব্যবধানে রামেকে দিগুন মৃত্যু

আপডেট: ১১:০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় সাতজন, করোনা উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার (৩০ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এক দিন আগে রোববার হাসপাতালের এই ইউনিটে সাতজন মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে নাটোরের তিনজন, রাজশাহীর দুজন, নওগাঁর একজন এবং মেহেরপুরের একজন মারা গেছেন। 

আর করোনা সংক্রমণের উপসর্গে নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের দুজন করে ছয়জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন পাবনার একজন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয়জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। ২৯/৩০ ও ৩ নম্বর ওয়ার্ডে তিনজন করে এবং ১ নম্বর ওয়ার্ডে দুজন মারা গেছেন। 

পরিচালক আরও জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত ৪১৮ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৬১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৭৬ জন।

বর্তমানে রাজশাহীর ৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৭ জন, নাটোরের ১৮ জন, নওগাঁর ১২ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের তিনজন এবং সিরাজগঞ্জের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন।

এর আগে রোববার (২৯ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৭ জনের নমুনায়। 

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮৩ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১২ দশমিক ৮৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৬ দশমিক ৬৬ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে। 

প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৬৯ জন। এর মধ্যে করোনায় ১৫২ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৩ জনের মৃত্যু হয়।

এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন। 

এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আরও কমেছে

জেনে নিন সোমবারের রাশিফল

৩০ আগস্ট: ইতিহাসের এই দিনে

আজ ব্যাংক বন্ধ

আজ যে কারণে পুঁজিবাজার বন্ধ