০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা সরিয়েছে রাশিয়া: পেন্টাগন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলে, ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। বুধবার (৬ এপ্রিল) পেন্টাগনের ওই কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলে। খবর বিবিসির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

পেন্টাগনের ওই কর্মকর্তা বলে, পুনরায় একত্রিত এবং কার্যক্ষম করে তোলার জন্য কিয়েভের আশপাশ ও চেরনিহিভ থেকে রুশ সেনাদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। পরে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলে, আমরা কিয়েভ এবং চেরনিহিভের ভেতরে ও বাইরে রুশ সেনাদের দেখছি না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত অর্জন শূন্য’।

তিনি আরো বলে, পুতিন ছোট্ট জনসংখ্যার কেন্দ্র দখলে নিচ্ছে… তারা খারকিভের নিয়ন্ত্রণ নেয়নি। রাশিয়া দোনবাসকে নিজেদের লক্ষ্য বানানোর কথা ঘোষণার কয়েকদিন পর এ বক্তব্য এলো। পেন্টাগনের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলে, রাশিয়ার সেনারা আবার কিয়েভে ফিরতে পারে। তবে আদৌ ফিরবে কিনা তা স্পষ্ট নয়।

কর্মকর্তারা জানায়, ইউক্রেনে রাশিয়ার ১৩০টি ব্যাটালিয়ান পাঠানো হয়েছিল। সেখানে এখনও ৮০ ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরিয়ে নেওয়া রুশ সেনার সংখ্যা অন্তত ২৪ হাজার।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৩ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ পালিয়েছে। 

লড়াই বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো সমাধান আসেনি। সম্প্রতি রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনায় এগোচ্ছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

কিয়েভ ও চেরনিহিভ থেকে সেনা সরিয়েছে রাশিয়া: পেন্টাগন

আপডেট: ১২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলে, ইউক্রেনের কিয়েভ ও চেরনিহিভ থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। বুধবার (৬ এপ্রিল) পেন্টাগনের ওই কর্মকর্তা সাংবাদিকদের এ কথা বলে। খবর বিবিসির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

পেন্টাগনের ওই কর্মকর্তা বলে, পুনরায় একত্রিত এবং কার্যক্ষম করে তোলার জন্য কিয়েভের আশপাশ ও চেরনিহিভ থেকে রুশ সেনাদের রাশিয়া ও বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। পরে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলে, আমরা কিয়েভ এবং চেরনিহিভের ভেতরে ও বাইরে রুশ সেনাদের দেখছি না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কৌশলগত অর্জন শূন্য’।

তিনি আরো বলে, পুতিন ছোট্ট জনসংখ্যার কেন্দ্র দখলে নিচ্ছে… তারা খারকিভের নিয়ন্ত্রণ নেয়নি। রাশিয়া দোনবাসকে নিজেদের লক্ষ্য বানানোর কথা ঘোষণার কয়েকদিন পর এ বক্তব্য এলো। পেন্টাগনের এক জেষ্ঠ্য কর্মকর্তা বলে, রাশিয়ার সেনারা আবার কিয়েভে ফিরতে পারে। তবে আদৌ ফিরবে কিনা তা স্পষ্ট নয়।

কর্মকর্তারা জানায়, ইউক্রেনে রাশিয়ার ১৩০টি ব্যাটালিয়ান পাঠানো হয়েছিল। সেখানে এখনও ৮০ ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরিয়ে নেওয়া রুশ সেনার সংখ্যা অন্তত ২৪ হাজার।

ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৩ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে লাখ লাখ মানুষ পালিয়েছে। 

লড়াই বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনও কোনো সমাধান আসেনি। সম্প্রতি রাশিয়া তাদের লক্ষ্য পরিবর্তনের কথা জানায়। এখন মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনায় এগোচ্ছে।

ঢাকা/এসএ