০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের মুখোমুখি বাইডেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
  • / ৪১২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেছেন এবং তিনি এ হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী বলে মনে করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাইডেন বলেন, ‘বৈঠকের শুরুতেই আমি খাশোগি হত্যাকাণ্ডের কথা তুলেছি, ওই সময় এ বিষয়ে আমি কী ভাবতাম আর এখন কী ভাবি তা পরিষ্কার করেছি। আমি সোজাসাপটা এবং সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত সোজাসাপটাভাবে বলেছি, মানবাধিকারের একটি ইস্যুতে একজন আমেরিকান প্রেসিডেন্টের নিশ্চুপ থাকাটা অসঙ্গতিপূর্ণ।’ শুক্রবার সৌদি আরব সফরের প্রথমদিন বাইডেন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। খবর বিবিসির। 

বৈঠক শেষে বাইডেন জানান, সৌদি যুবরাজ (এমবিএস হিসেবে পরিচিত) খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। আর তিনি বলেন, দায়ীদের জবাবদিহিতার জন্য আটক করেছেন। বাইডেন এমবিএসের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ এবং বাদশা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে করমর্দন করেছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের মুখোমুখি বাইডেন

আপডেট: ১২:১৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেছেন এবং তিনি এ হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী বলে মনে করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাইডেন বলেন, ‘বৈঠকের শুরুতেই আমি খাশোগি হত্যাকাণ্ডের কথা তুলেছি, ওই সময় এ বিষয়ে আমি কী ভাবতাম আর এখন কী ভাবি তা পরিষ্কার করেছি। আমি সোজাসাপটা এবং সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছি।

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত সোজাসাপটাভাবে বলেছি, মানবাধিকারের একটি ইস্যুতে একজন আমেরিকান প্রেসিডেন্টের নিশ্চুপ থাকাটা অসঙ্গতিপূর্ণ।’ শুক্রবার সৌদি আরব সফরের প্রথমদিন বাইডেন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। খবর বিবিসির। 

বৈঠক শেষে বাইডেন জানান, সৌদি যুবরাজ (এমবিএস হিসেবে পরিচিত) খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। আর তিনি বলেন, দায়ীদের জবাবদিহিতার জন্য আটক করেছেন। বাইডেন এমবিএসের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ এবং বাদশা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে করমর্দন করেছেন।

ঢাকা/এসএ