খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু

- আপডেট: ০৩:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৪০ জন মারা গেছেন। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের।
শনিবার (১৭ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।শুক্রবার খুলনা বিভাগে করোনায় মারা যান ৩২ জন। সেদিন ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। বর্তমানে খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনা ও যশোর জেলায় ১০ জন করে মারা গেছে। এছাড়া কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন রোগী মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৩১ জনের। মারা গেছেন ৪৮৭ জন ও সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন ও সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৩ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৪০ জন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮৪৬ জন।আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৩ জন ও সুস্থ হয়েছেন ১০ হাজার ১১৩ জন। ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও করোনা শনাক্ত হয়নি। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬২ জন ও সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৪৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৫ জন। নড়াইলে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৭৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭০ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৬১ জনের। আক্রান্ত মারা গেছেন ৩৯৫ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৭০৮ জন। চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২০৯ জন। আক্রান্ত মারা গেছেন ১৩৭ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪৪ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৩০ জনের। এ জেলায় শনাক্ত হয়েছে ২ হাজার ৯৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন ও সুস্থ হয়েছেন ২ হাজার ৫৯ জন।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- নিয়ম না মেনে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা
- ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- কঠোর স্বাস্থ্যবিধি নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু
- ঈদের পর ১৪ দিন কঠোর লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ইভ্যালির চেয়ারম্যান-এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ঢল, নেই স্বাস্থ্যবিধির বালাই
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- আজ যেসব এলাকায় ব্যাংক খোলা
- সাপ্তাহিক দর কমার শীর্ষে মিথুন নিটিং
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও বেড়েছে
- সাপ্তাহিক রিটার্নে পুঁজিবাজারে এগিয়ে সিরামিক, লেনদেনে বস্ত্রখাত
- সপ্তাহজুড়ে ১৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারে ফিরেছে আট হাজার কোটি টাকা
- বীমা খাত থেকে বিনিয়োগ প্রত্যাহার করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা