০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক রিটার্নে পুঁজিবাজারে এগিয়ে সিরামিক, লেনদেনে বস্ত্রখাত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / ৪১৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে সপ্তাহজুড়ে রিটার্নে এগিয়ে রয়েছে সিরামিক খাত। আর লেনদেনে এগিয়ে রয়েছে বস্ত্রখাত। সপ্তাহটিতে সিরামিক খাত রিটার্ন দিয়েছে ৯ শতাংশ আর বস্ত্রখাত লেনদেন করেছে মোট লেনদেনের ১৪.৪০ শতাংশ।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রিটার্নে এগিয়ে থাকা খাত গুলোর মধ্যে রয়েছে ট্রভেল, পেপার অ্যান্ড প্রিন্টিং, সেবা ও আবাসন এবং চামড়া খাত। এই সপ্তাহে বিমা খাত ছাড়া সবগুলো খাতেই রিটার্ন বেড়েছে। অন্যদিকে লেনদেনে বস্ত্র খাতের পরেই অবস্থান করছে ফার্মা খাত। এর পরে রয়েছে বিবিধ, প্রকৌশল এবং ব্যাংক খাত।

গেলো সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৮ হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯৫ কোটি ৭৮ লাখ ৫২১ টাকা বা পাঁচ শতাংশ বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টির বা ৭০.৮২ শতাংশের, কমেছে ৯৪টির বা ২৪.৯৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৮.৬০ পয়েন্টে। যা সপ্তাহ শেষেও ১৮.৮১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২১ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৬৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৬.০৫ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৭.৮৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.৫৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৯৪ পয়েন্টে, বীমা খাতের ২৪.৭৬ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.২৮ পয়েন্টে, খাদ্য খাতের ২০.৪২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৩৭ শতাংশ, চামড়া খাতের ৯২.৬৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ১৮.৭৯ পয়েন্টে, আর্থিক খাতের ৪৪.৮৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৯.১১ পয়েন্টে, পেপার খাতের ৪৫.০৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৬৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৪.২৫ পয়েন্টে, সিরামিক খাতের ৩০.১২ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৭.৮১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

সাপ্তাহিক রিটার্নে পুঁজিবাজারে এগিয়ে সিরামিক, লেনদেনে বস্ত্রখাত

আপডেট: ১১:৪৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে সপ্তাহজুড়ে রিটার্নে এগিয়ে রয়েছে সিরামিক খাত। আর লেনদেনে এগিয়ে রয়েছে বস্ত্রখাত। সপ্তাহটিতে সিরামিক খাত রিটার্ন দিয়েছে ৯ শতাংশ আর বস্ত্রখাত লেনদেন করেছে মোট লেনদেনের ১৪.৪০ শতাংশ।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রিটার্নে এগিয়ে থাকা খাত গুলোর মধ্যে রয়েছে ট্রভেল, পেপার অ্যান্ড প্রিন্টিং, সেবা ও আবাসন এবং চামড়া খাত। এই সপ্তাহে বিমা খাত ছাড়া সবগুলো খাতেই রিটার্ন বেড়েছে। অন্যদিকে লেনদেনে বস্ত্র খাতের পরেই অবস্থান করছে ফার্মা খাত। এর পরে রয়েছে বিবিধ, প্রকৌশল এবং ব্যাংক খাত।

গেলো সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ৮ হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা বাজার মূলধন ফিরেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৯ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ছয় হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার ৩৮৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯৫ কোটি ৭৮ লাখ ৫২১ টাকা বা পাঁচ শতাংশ বেড়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৭টির বা ৭০.৮২ শতাংশের, কমেছে ৯৪টির বা ২৪.৯৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৮.৬০ পয়েন্টে। যা সপ্তাহ শেষেও ১৮.৮১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২১ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৬৯ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৬.০৫ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৭.৮৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.৫৯ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৩.৯৪ পয়েন্টে, বীমা খাতের ২৪.৭৬ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.২৮ পয়েন্টে, খাদ্য খাতের ২০.৪২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১১.৩৭ শতাংশ, চামড়া খাতের ৯২.৬৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ১৮.৭৯ পয়েন্টে, আর্থিক খাতের ৪৪.৮৮ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৯.১১ পয়েন্টে, পেপার খাতের ৪৫.০৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৬৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৪.২৫ পয়েন্টে, সিরামিক খাতের ৩০.১২ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৭.৮১ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: