১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

উবারচালককে হেলিকপ্টারে চড়িয়ে চমকে দিলেন যাত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • / ৪২৬০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: উবারে চড়ে বিমানবন্দরে পৌঁছানোর পর উবারচালককে নিজের হেলিকপ্টারে আকাশে ঘোরালেন এক যাত্রী।

অস্ট্রেলিয়ান ইউটিউবার ড্যারেন লেভি কিছু দিন ধরে উবারের জন্য খণ্ডকালীন ড্রাইভার হিসেবে কাজ করেন। তার সঙ্গেই ঘটেছে ব্যতিক্রমী এ ঘটনা। আনন্দে আপ্লুত ড্যারেন লেভি নিজেই টুইট করে সে ঘটনা ও তার হেলিকপ্টারে ওড়ার ভিডিও শেয়ার করেছেন।

ড্যারেন জানান, এড নামে এক যাত্রী তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সকাল ৬টার দিকে গাড়িতে উঠেন। উঠেই নানা ধরনের গল্প শুরু করেন তিনি। জানতে চান, ড্যারেনের কোনো হেলিকপ্টার আছে কিনা অথবা তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েছেন কিনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড্যারেন তাকে জানান, তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েননি। তবে চড়ার খুব শখ আছে। এ সময় ওই যাত্রী জানান, তার একটি হেলিকপ্টার আছে। ততক্ষণে বিমানবন্দরে এডকে নিয়ে পৌঁছে দিয়েছেন ড্যারেন। 
বিল মিটিয়ে উবার থেকে নেমেই ড্যারেনকে এড বলেন, ‘আপনিও নেমে পডুন। চলুন আজ আপনাকে হেলিকপ্টারে ঘুরিয়ে আনি’।

এসব কথা বলার ফাঁকেই নিরাপত্তারক্ষীরা এসে ড্যারেনের দেহ তল্লাশি শুরু করেন। তার পর এডের সঙ্গে বিমানবন্দরে ঢুকে যান ড্যারেন। কিছুক্ষণের মধ্যেই ড্যারেনকে নিয়ে তার হেলিকপ্টারে চড়ে বসেন এড। 

২৫ জুন আপলোড হওয়া ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত তিন লাখ ৬০ হাজার মানুষ দেখেছেন। বিষয়টির প্রশংসা করেছেন নেটিজেনরা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

উবারচালককে হেলিকপ্টারে চড়িয়ে চমকে দিলেন যাত্রী

আপডেট: ০৭:৫৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

বিজনেস জার্নাল ডেস্ক: উবারে চড়ে বিমানবন্দরে পৌঁছানোর পর উবারচালককে নিজের হেলিকপ্টারে আকাশে ঘোরালেন এক যাত্রী।

অস্ট্রেলিয়ান ইউটিউবার ড্যারেন লেভি কিছু দিন ধরে উবারের জন্য খণ্ডকালীন ড্রাইভার হিসেবে কাজ করেন। তার সঙ্গেই ঘটেছে ব্যতিক্রমী এ ঘটনা। আনন্দে আপ্লুত ড্যারেন লেভি নিজেই টুইট করে সে ঘটনা ও তার হেলিকপ্টারে ওড়ার ভিডিও শেয়ার করেছেন।

ড্যারেন জানান, এড নামে এক যাত্রী তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য সকাল ৬টার দিকে গাড়িতে উঠেন। উঠেই নানা ধরনের গল্প শুরু করেন তিনি। জানতে চান, ড্যারেনের কোনো হেলিকপ্টার আছে কিনা অথবা তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েছেন কিনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড্যারেন তাকে জানান, তিনি কোনো দিন হেলিকপ্টারে চড়েননি। তবে চড়ার খুব শখ আছে। এ সময় ওই যাত্রী জানান, তার একটি হেলিকপ্টার আছে। ততক্ষণে বিমানবন্দরে এডকে নিয়ে পৌঁছে দিয়েছেন ড্যারেন। 
বিল মিটিয়ে উবার থেকে নেমেই ড্যারেনকে এড বলেন, ‘আপনিও নেমে পডুন। চলুন আজ আপনাকে হেলিকপ্টারে ঘুরিয়ে আনি’।

এসব কথা বলার ফাঁকেই নিরাপত্তারক্ষীরা এসে ড্যারেনের দেহ তল্লাশি শুরু করেন। তার পর এডের সঙ্গে বিমানবন্দরে ঢুকে যান ড্যারেন। কিছুক্ষণের মধ্যেই ড্যারেনকে নিয়ে তার হেলিকপ্টারে চড়ে বসেন এড। 

২৫ জুন আপলোড হওয়া ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত তিন লাখ ৬০ হাজার মানুষ দেখেছেন। বিষয়টির প্রশংসা করেছেন নেটিজেনরা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: