০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আলিয়া-বানসালির বিরুদ্ধে আদালতের সমন জারি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • / ৪১৭৪ বার দেখা হয়েছে

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিনেত্রী আলিয়া ভাট ও ছবির দুই লেখকের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে তাদের সমন পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মানহানির মামলা দায়ের হয়েছে। ২১ মে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাবুরাওজি শাহ নামের ৭৪ বছর বয়সী এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেছেন। নিজেকে তিনি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির দত্তক ছেলে দাবি করে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন অফ মুম্বাই’ অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। বাবুরাওজির অভিযোগ, বইয়ে তথা সিনেমায় গাঙ্গুবাঈকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে যা তার মায়ের খ্যাতি কলঙ্কিত করে। এছাড়া এটি বাবুরাওজির মৃত মায়ের গোপনীয়তা এবং আত্ম-সম্মানের অধিকারের লঙ্ঘন করে বলেও অভিযোগ করেন তিনি।

বাবুরাওজি অভিযোগে আরও বলেন, তার মা সবসময় যৌনকর্মীদের অধিকার এবং মানবপাচার রোধে কাজ করেছেন। কিন্তু বইয়ে ভিন্নভাবে তাকে তুলে ধরা হয়েছে।

মুম্বাইয়ের কুখ্যাত রেডলাইড এলাকা কামাথিপুরার ম্যাডামজি হিসাবে পরিচিত ছিলেন গঙ্গুবাই। এক সাধারণ কিশোরী ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যৌনকর্মীদের সর্দারনি হয়ে উঠার কাহিনি ফুটে উঠেছে এই ছবিতে। আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ। আগামী ৩০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজনেসজার্নাল/ঢাকা/এসআই

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ নিয়ে আলিয়া-বানসালির বিরুদ্ধে আদালতের সমন জারি

আপডেট: ০৪:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ ছবির জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালি, অভিনেত্রী আলিয়া ভাট ও ছবির দুই লেখকের বিরুদ্ধে আদালত সমন জারি করেছে। মুম্বাইয়ের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে তাদের সমন পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মানহানির মামলা দায়ের হয়েছে। ২১ মে তাদেরকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাবুরাওজি শাহ নামের ৭৪ বছর বয়সী এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেছেন। নিজেকে তিনি গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ির দত্তক ছেলে দাবি করে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন অফ মুম্বাই’ অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। বাবুরাওজির অভিযোগ, বইয়ে তথা সিনেমায় গাঙ্গুবাঈকে যৌনকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে যা তার মায়ের খ্যাতি কলঙ্কিত করে। এছাড়া এটি বাবুরাওজির মৃত মায়ের গোপনীয়তা এবং আত্ম-সম্মানের অধিকারের লঙ্ঘন করে বলেও অভিযোগ করেন তিনি।

বাবুরাওজি অভিযোগে আরও বলেন, তার মা সবসময় যৌনকর্মীদের অধিকার এবং মানবপাচার রোধে কাজ করেছেন। কিন্তু বইয়ে ভিন্নভাবে তাকে তুলে ধরা হয়েছে।

মুম্বাইয়ের কুখ্যাত রেডলাইড এলাকা কামাথিপুরার ম্যাডামজি হিসাবে পরিচিত ছিলেন গঙ্গুবাই। এক সাধারণ কিশোরী ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে যৌনকর্মীদের সর্দারনি হয়ে উঠার কাহিনি ফুটে উঠেছে এই ছবিতে। আলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ। আগামী ৩০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজনেসজার্নাল/ঢাকা/এসআই

 

আরও পড়ুন: