০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

গ্রামাঞ্চলে ঋণ বিতরণ কমেছে ৩১ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৭৪ বার দেখা হয়েছে

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামাঞ্চলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩৫ কোটি টাকা। আগের প্রান্তিকের একই সময়ের তুলনায় যার পরিমাণ ৫৩ হাজার ৯৪৭ কোটি টাকা বা ৩১ শতাংশ কমেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ১২৬ কোটি টাকা। এই তিন মাসে সামগ্রিকভাবে ঋণ বেড়েছে ২৭ হাজার ৫৩ কোটি টাকা বা ১ দশমিক ৮৭ শতাংশ। তবে এর মধ্যে উলটো চিত্র দেখা গেছে গ্রামাঞ্চলে। কারণ অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রামে ব্যাংকগুলোর ঋণ বিতরণ দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩৫ কোটি টাকা। আগের প্রান্তিকের তুলনায় যার পরিমাণ কমেছে ৫৩ হাজার ৯৪৭ কোটি টাকা বা ৩১ শতাংশ।

অপরদিকে শহরাঞ্চলে ঋণ বিতরণ বাড়িয়েছে ব্যাংকগুলো। জুলাই-সেপ্টেম্বর সময় পর্যন্ত শহরে ঋণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ২৯০ কোটি টাকা। আলোচ্য এই প্রান্তিকে শহরাঞ্চলে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৮২ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৩৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর প্রান্তিক শেষে ঢাকা বিভাগে ঋণ দাঁড়িয়েছে ৯ লাখ ৯৬ হাজার ৯০৮ কোটি টাকা। এর মধ্যে শহরে ৯ লাখ ৬০ হাজার ৫১৭ কোটি টাকা। আর গ্রামে রয়েছে ৩৬ হাজার ৩৯০ কোটি টাকা। একই সময়ে চিটাগং বিভাগের শহরে ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৮০ কোটি টাকা, আর গ্রামে ২৫ হাজার ২৬৫ কোটি টাকা। খুলনা বিভাগের শহরে ব্যাংক ঋণ রয়েছে ৪৩ হাজার ৬১০ কোটি টাকা, গ্রামে রয়েছে ১৪ হাজার ২৭১ কোটি টাকার ঋণ।

আরও পড়ুন: বাংলাদেশে মূল্যস্ফীতি কমবে, বাড়বে রিজার্ভ: আইএমএফ

এদিকে রাজশাহী বিভাগে মোট ব্যাংক ঋণ আছে ৬১ হাজার ৩২০ কোটি টাকা। এরমধ্যে শহরাঞ্চলে ব্যাংকগুলো বিতরণ করেছে ৫০ হাজার ৪৫৮ কোটি টাকার ঋণ। আর গ্রামে বিতরণ করেছে ১০ হাজার ৮৬২ কোটি টাকার ঋণ। বরিশাল বিভাগের ১১ হাজার ৬১৪ কোটি টাকার ঋণ শহরে, আর গ্রামে ৬ হাজার ২১৬ কোটি টাকার ঋণ।

এছাড়া সিলেট বিভাগে ঋণ রয়েছে ১৯ হাজার ৭৫ কোটি টাকা। এর মধ্যে শহরে ১৩ হাজার ১৯৮ কোটি এবং গ্রামে ৫ হাজার ৮৭৭ কোটি টাকা। রংপুর বিভাগের শহরে ব্যাংক ঋণ ২৪ হাজার ৭৬০ কোটি টাকা এবং গ্রামে ১২ হাজার ৭২৬ কোটি টাকার ঋণ। ময়মনসিংহ বিভাগে ঋণ রয়েছে ২০ হাজার ৫৭৭ কোটি টাকা। এর মধ্যে শহরে ১২ হাজার ৩৫১ কোটি টাকার এবং গ্রামঞ্চলে ৮ হাজার ২২৬ কোটি টাকার ঋণ।

তথ্য বলছে, সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত সময়ে সবচেয়ে কম ঋণ পেয়েছে বরিশাল বিভাগের ঋণগ্রহীতারা। এসময় তাদের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৩০ কোটি টাকা। দেশের অন্যান্য বিভাগে বিতরণ করা ঋণের চেয়ে যার পরিমাণ অনেক কম। এছাড়া বরিশাল বিভাগের গ্রামগুলোতে সেপ্টেম্বর প্রান্তিক ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে প্রায় ৬৬১ কোটি টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ আলোচ্য এই প্রান্তিক শেষে দক্ষিণের এই বিভাগটির গ্রামে ঋণ বিতরণ দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬ কোটি টাকায়।

ব্যাংক ঋণ কম পাওয়ার তালিকায় এরপরেই রয়েছে সিলেট বিভাগ। সেপ্টেম্বর প্রান্তিক শেষে এই বিভাগে ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫ কোটি টাকা। এরপর তৃতীয় তালিকায় থাকা ময়মনসিংহে ঋণ বিতরণ করা হয়েছে ২০ হাজার ৫৭৭ কোটি টাকার। আর সবচেয়ে বেশি ঋণ রয়েছে ঢাকা বিভাগে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

গ্রামাঞ্চলে ঋণ বিতরণ কমেছে ৩১ শতাংশ

আপডেট: ০৭:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামাঞ্চলে ব্যাংকগুলোর ঋণ বিতরণ দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩৫ কোটি টাকা। আগের প্রান্তিকের একই সময়ের তুলনায় যার পরিমাণ ৫৩ হাজার ৯৪৭ কোটি টাকা বা ৩১ শতাংশ কমেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ১২৬ কোটি টাকা। এই তিন মাসে সামগ্রিকভাবে ঋণ বেড়েছে ২৭ হাজার ৫৩ কোটি টাকা বা ১ দশমিক ৮৭ শতাংশ। তবে এর মধ্যে উলটো চিত্র দেখা গেছে গ্রামাঞ্চলে। কারণ অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রামে ব্যাংকগুলোর ঋণ বিতরণ দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৩৫ কোটি টাকা। আগের প্রান্তিকের তুলনায় যার পরিমাণ কমেছে ৫৩ হাজার ৯৪৭ কোটি টাকা বা ৩১ শতাংশ।

অপরদিকে শহরাঞ্চলে ঋণ বিতরণ বাড়িয়েছে ব্যাংকগুলো। জুলাই-সেপ্টেম্বর সময় পর্যন্ত শহরে ঋণ দাঁড়িয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ২৯০ কোটি টাকা। আলোচ্য এই প্রান্তিকে শহরাঞ্চলে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৮২ হাজার কোটি টাকা বা ৬ দশমিক ৩৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর প্রান্তিক শেষে ঢাকা বিভাগে ঋণ দাঁড়িয়েছে ৯ লাখ ৯৬ হাজার ৯০৮ কোটি টাকা। এর মধ্যে শহরে ৯ লাখ ৬০ হাজার ৫১৭ কোটি টাকা। আর গ্রামে রয়েছে ৩৬ হাজার ৩৯০ কোটি টাকা। একই সময়ে চিটাগং বিভাগের শহরে ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৮০ কোটি টাকা, আর গ্রামে ২৫ হাজার ২৬৫ কোটি টাকা। খুলনা বিভাগের শহরে ব্যাংক ঋণ রয়েছে ৪৩ হাজার ৬১০ কোটি টাকা, গ্রামে রয়েছে ১৪ হাজার ২৭১ কোটি টাকার ঋণ।

আরও পড়ুন: বাংলাদেশে মূল্যস্ফীতি কমবে, বাড়বে রিজার্ভ: আইএমএফ

এদিকে রাজশাহী বিভাগে মোট ব্যাংক ঋণ আছে ৬১ হাজার ৩২০ কোটি টাকা। এরমধ্যে শহরাঞ্চলে ব্যাংকগুলো বিতরণ করেছে ৫০ হাজার ৪৫৮ কোটি টাকার ঋণ। আর গ্রামে বিতরণ করেছে ১০ হাজার ৮৬২ কোটি টাকার ঋণ। বরিশাল বিভাগের ১১ হাজার ৬১৪ কোটি টাকার ঋণ শহরে, আর গ্রামে ৬ হাজার ২১৬ কোটি টাকার ঋণ।

এছাড়া সিলেট বিভাগে ঋণ রয়েছে ১৯ হাজার ৭৫ কোটি টাকা। এর মধ্যে শহরে ১৩ হাজার ১৯৮ কোটি এবং গ্রামে ৫ হাজার ৮৭৭ কোটি টাকা। রংপুর বিভাগের শহরে ব্যাংক ঋণ ২৪ হাজার ৭৬০ কোটি টাকা এবং গ্রামে ১২ হাজার ৭২৬ কোটি টাকার ঋণ। ময়মনসিংহ বিভাগে ঋণ রয়েছে ২০ হাজার ৫৭৭ কোটি টাকা। এর মধ্যে শহরে ১২ হাজার ৩৫১ কোটি টাকার এবং গ্রামঞ্চলে ৮ হাজার ২২৬ কোটি টাকার ঋণ।

তথ্য বলছে, সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত সময়ে সবচেয়ে কম ঋণ পেয়েছে বরিশাল বিভাগের ঋণগ্রহীতারা। এসময় তাদের ব্যাংক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৩০ কোটি টাকা। দেশের অন্যান্য বিভাগে বিতরণ করা ঋণের চেয়ে যার পরিমাণ অনেক কম। এছাড়া বরিশাল বিভাগের গ্রামগুলোতে সেপ্টেম্বর প্রান্তিক ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমেছে প্রায় ৬৬১ কোটি টাকা বা ৯ দশমিক ৬১ শতাংশ। অর্থাৎ আলোচ্য এই প্রান্তিক শেষে দক্ষিণের এই বিভাগটির গ্রামে ঋণ বিতরণ দাঁড়িয়েছে ৬ হাজার ২১৬ কোটি টাকায়।

ব্যাংক ঋণ কম পাওয়ার তালিকায় এরপরেই রয়েছে সিলেট বিভাগ। সেপ্টেম্বর প্রান্তিক শেষে এই বিভাগে ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫ কোটি টাকা। এরপর তৃতীয় তালিকায় থাকা ময়মনসিংহে ঋণ বিতরণ করা হয়েছে ২০ হাজার ৫৭৭ কোটি টাকার। আর সবচেয়ে বেশি ঋণ রয়েছে ঢাকা বিভাগে।

ঢাকা/এসএ