০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ঘরের মাঠে ট্রাম্পের কাছে ধরাশায়ী নিকি হ্যালি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১০৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে নিজের জন্মস্থান সাউথ ক্যারোলিনাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। এর ফলে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন সাবেক এই প্রেসিডেন্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৩ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছেন ৬০ শতাংশ আর নিকি হ্যালি পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। ট্রাম্প ২২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে অন্য অঙ্গরাজ্যে ট্রাম্পকে হারিয়ে প্রার্থিতা অর্জনে দৃঢ়তা দেখিয়েছেন নিকি হ্যালি।

স্থানীয় সময় শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে নিকি হ্যালিকে সহজেই পর্যদস্ত করেন হেভিওয়েট ট্রাম্প।

ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী বাবা-মায়ের ৫১-বছর বয়সী এই কন্যা বলেছেন এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। নির্বাচনে জো বাইডেনকে পরাজিত করতে ট্রাম্পের চেয়ে নিজেকে বেশি যোগ্য দাবি করছেন নিকি হ্যালি। ট্রাম্প ছ’বছর আগে নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত পদে নিয়োগ দিয়েছিলেন।

আরও পড়ুন: গ্রিসে বৈধতা পেলেন তিন হাজার ৪০৫ বাংলাদেশি

গতকাল ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সাতটায়। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন যেমন আছে, আমি কখনোই তেমন ঐক্যবদ্ধ দেখিনি।’ ৩০ মিনিট ধরে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প একবারও হ্যালির নাম উল্লেখ করেননি। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও এখন হ্যালির নিজের অঙ্গরাজ্যেও ট্রাম্প এভাবে আধিপত্য বিস্তার করলেন।

৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x
English Version

ঘরের মাঠে ট্রাম্পের কাছে ধরাশায়ী নিকি হ্যালি

আপডেট: ১২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতার দৌড়ে নিজের জন্মস্থান সাউথ ক্যারোলিনাতেও ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। এর ফলে আগামী ৫ নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন সাবেক এই প্রেসিডেন্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৩ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছেন ৬০ শতাংশ আর নিকি হ্যালি পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। ট্রাম্প ২২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে অন্য অঙ্গরাজ্যে ট্রাম্পকে হারিয়ে প্রার্থিতা অর্জনে দৃঢ়তা দেখিয়েছেন নিকি হ্যালি।

স্থানীয় সময় শনিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে নিকি হ্যালিকে সহজেই পর্যদস্ত করেন হেভিওয়েট ট্রাম্প।

ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী বাবা-মায়ের ৫১-বছর বয়সী এই কন্যা বলেছেন এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের। নির্বাচনে জো বাইডেনকে পরাজিত করতে ট্রাম্পের চেয়ে নিজেকে বেশি যোগ্য দাবি করছেন নিকি হ্যালি। ট্রাম্প ছ’বছর আগে নিকি হ্যালিকে জাতিসংঘে মার্কিন দূত পদে নিয়োগ দিয়েছিলেন।

আরও পড়ুন: গ্রিসে বৈধতা পেলেন তিন হাজার ৪০৫ বাংলাদেশি

গতকাল ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা সাতটায়। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকান পার্টি এখন যেমন আছে, আমি কখনোই তেমন ঐক্যবদ্ধ দেখিনি।’ ৩০ মিনিট ধরে দেয়া ওই বক্তব্যে ট্রাম্প একবারও হ্যালির নাম উল্লেখ করেননি। আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডস ও এখন হ্যালির নিজের অঙ্গরাজ্যেও ট্রাম্প এভাবে আধিপত্য বিস্তার করলেন।

৫ মার্চ সুপার টিউসডের প্রাথমিক লড়াইয়ে অংশ নেবেন ট্রাম্প ও হ্যালি। সেখানে ১৫ অঙ্গরাজ্যের রিপাবলিকান নেতারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

ঢাকা/এসএইচ