০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

চলমান যুদ্ধে ৫০০০ এর বেশি রাশিয়ান সৈন্য নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের প্রথম চার দিনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২৮ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে। সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, লড়াইয়ে প্রায় পাঁচ হাজার ৩০০ রুশ সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়াও তাদের ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করে দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে তাদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে, সংঘাতের প্রাথমিক পর্যায়ে মারাত্মক হতাহতের মুখোমুখি হয়েছে রুশ বাহিনী।

এদিকে রোববার প্রথমবারের মতো যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও রুশ সেনাদের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ তারা করেনি।

জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন, লড়াইয়ের প্রথম দিনগুলোতে ৯৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে সেখানে মারাত্মক মানবিক সংকটের দেখা দিয়েছে। এছাড়া প্রাণহানির সংখ্যা অনেক বেশি হতে পারে।

এছাড়া রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীর প্রত্যাহার ও অস্ত্রবিরতি দাবি করেছে ইউক্রেনের প্রতিনিধিরা। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তাদের প্রতিনিধিরা বর্তমানে ইউক্রেন-বেলারুশের সীমান্তে পৌঁছে গেছে।

প্রতিনিধিদের মধ্যে সাতজন উচ্চ পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে বৈঠকে উপস্থিত হননি।

ঢাকা/এমআর

শেয়ার করুন

x

চলমান যুদ্ধে ৫০০০ এর বেশি রাশিয়ান সৈন্য নিহত

আপডেট: ০৫:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধের প্রথম চার দিনে পাঁচ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছেন। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (২৮ ফেব্রুয়ারি) এমন দাবি করেছে। সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছে, লড়াইয়ে প্রায় পাঁচ হাজার ৩০০ রুশ সেনার প্রাণহানি ঘটেছে। এছাড়াও তাদের ১৯১টি ট্যাংক, ২৯টি যুদ্ধবিমান ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করে দেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তবে তাদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে, সংঘাতের প্রাথমিক পর্যায়ে মারাত্মক হতাহতের মুখোমুখি হয়েছে রুশ বাহিনী।

এদিকে রোববার প্রথমবারের মতো যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও রুশ সেনাদের হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ তারা করেনি।

জাতিসংঘের পর্যবেক্ষকরা বলছেন, লড়াইয়ের প্রথম দিনগুলোতে ৯৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে সেখানে মারাত্মক মানবিক সংকটের দেখা দিয়েছে। এছাড়া প্রাণহানির সংখ্যা অনেক বেশি হতে পারে।

এছাড়া রাশিয়ার সঙ্গে বৈঠকের আগে তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীর প্রত্যাহার ও অস্ত্রবিরতি দাবি করেছে ইউক্রেনের প্রতিনিধিরা। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তাদের প্রতিনিধিরা বর্তমানে ইউক্রেন-বেলারুশের সীমান্তে পৌঁছে গেছে।

প্রতিনিধিদের মধ্যে সাতজন উচ্চ পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে বৈঠকে উপস্থিত হননি।

ঢাকা/এমআর