১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুলাই ২০২৪

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / ১০২৯০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানী বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তার জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল সময় নিউজকে এই তথ্য নিশ্চিত করে জানান, স্যারের অবস্থা অপরিবর্তিত। তবে গতকাল বুধবার রাতে ব্লাড পেশারের কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান দেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এ হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।

চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

বিদেশ থেকে ফেরত আসা পণ্য পুনঃরফতানিতে ১০ নির্দেশনা

`সূচক দ্বিগুণ হলেও আমরা এখনও সন্তোষজনক লেভেলে আছি’

স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

লন্ডনে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্যাগঃ

শেয়ার করুন

x

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন

আপডেট: ১২:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানী বেসরকারি হাসপাতাল এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে তার জুনিয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান দুলাল সময় নিউজকে এই তথ্য নিশ্চিত করে জানান, স্যারের অবস্থা অপরিবর্তিত। তবে গতকাল বুধবার রাতে ব্লাড পেশারের কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে তার তিন সন্তান দেশে এসেছেন। স্ত্রী ড. ফারহাত হোসেন হাসপাতালে অবস্থান করছেন। খন্দকার মাহবুব হোসেনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার।

গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিকেলে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।

গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে এ হাসপাতালে ভর্তি করা হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। এরপর একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের সময় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এ আইনজীবী।

চারবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন খন্দকার মাহবুব হোসেন। ৫৪ বছরের আইন পেশায় দেশের প্রথম সারির সব রাজনীতিবিদের মামলা পরিচালনা করেছেন এ আইনজীবী। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

বিদেশ থেকে ফেরত আসা পণ্য পুনঃরফতানিতে ১০ নির্দেশনা

`সূচক দ্বিগুণ হলেও আমরা এখনও সন্তোষজনক লেভেলে আছি’

স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স

লন্ডনে রোড শো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী