১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

টগর হত্যা: ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / ১০৪১৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নওগাঁর বদলগাছিতে প্রায় ২৭ বছর আগে ১৯৯৪ সালের চাঞ্চল্যকর টগর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামিসহ ১৮ জনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার (০৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চ এই রায় দেন।

রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
তাদের কেন খালাস দেওয়া হয়েছে তার তথ্য রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আদালতে আসামি পক্ষে ছিলেন আব্দুর রেজ্জাক খান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। তখন মামলায় আসামি ছিল ১৯ জন। এরপর ১৯ আসামির মধ্যে ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর আদালত মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বাকি ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এরপর ২০২০ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন। বাকি ১৮ জনের সাজাও বহাল থাকে। এর মধ্যে মূল আসামি নুরুল ইসলাম মারা যান। পরে মামলাটি চলে আসে আপিল বিভাগে। সবশেষ শুনানি নিয়ে সেই মামলার সব আসামিকে ২৭ বছর পর খালাস দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

টগর হত্যা: ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস

আপডেট: ০২:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: নওগাঁর বদলগাছিতে প্রায় ২৭ বছর আগে ১৯৯৪ সালের চাঞ্চল্যকর টগর হত্যাকাণ্ডের ঘটনায় মামলার মূল আসামিসহ ১৮ জনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বুধবার (০৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চ্যুয়াল বেঞ্চ এই রায় দেন।

রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
তাদের কেন খালাস দেওয়া হয়েছে তার তথ্য রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আদালতে আসামি পক্ষে ছিলেন আব্দুর রেজ্জাক খান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। তখন মামলায় আসামি ছিল ১৯ জন। এরপর ১৯ আসামির মধ্যে ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর আদালত মূল আসামি ডা. নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বাকি ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এরপর ২০২০ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট নুরুলের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেন। বাকি ১৮ জনের সাজাও বহাল থাকে। এর মধ্যে মূল আসামি নুরুল ইসলাম মারা যান। পরে মামলাটি চলে আসে আপিল বিভাগে। সবশেষ শুনানি নিয়ে সেই মামলার সব আসামিকে ২৭ বছর পর খালাস দিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: