০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

ডেঙ্গু প্রতিরোধে বেক্সিমকো ফার্মার নতুন পণ্য নোমস’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • / ৪১৫২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকভুক্ত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে বাজারে এনেছে নতুন মসকিটো রিপেল্যান্ট ক্রিম নোমস’।

ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা, চিকুনগুনিয়া ও জিকার বিরুদ্ধে প্রায় ৯৯ শতাংশ কার্যকর জার্মানি থেকে উৎপাদিত এই নোমস ক্রিম। এই ক্রিম একবার ব্যবহার করলে ৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষিত থাকা যাবে। পরিবেশবান্ধব এই ক্রিমটি মশা ছাড়াও মাছি, ডাঁশ, ছারপোকা, উকুন, ভিমরুলসহ বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে সুরক্ষা দিবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং ইউএস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি (ইপিএ) অনুমোদিত নোমস ক্রিমে প্রকৃতি থেকে অনুপ্রাণিত উপাদান ইথাইল বুটিলেসমিনোপ্রপিওনেট বা
আইআর৩৫৩৫’ ব্যবহার করা হয়েছে। এ উপাদানটি বিশ্বব্যাপী ত্রিশ বছরেরও বেশি সময় ধরে দুর্দান্ত সুরক্ষার রেকর্ড বজায় রেখে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া প্রচলিত মসকিটো রিপেল্যান্ট ক্রিমে ব্যবহৃত ডিট’ এবং অ্যালকোহল নোমসে ব্যবহার করা হয়নি। ফলে দুই মাসের শিশু থেকে শুরু করে সব বয়সীদের ব্যবহারের জন্য নোমস নিরাপদ।

শেয়ার করুন

x
English Version

ডেঙ্গু প্রতিরোধে বেক্সিমকো ফার্মার নতুন পণ্য নোমস’

আপডেট: ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

পুঁজিবাজারে তালিকভুক্ত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে বাজারে এনেছে নতুন মসকিটো রিপেল্যান্ট ক্রিম নোমস’।

ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা, চিকুনগুনিয়া ও জিকার বিরুদ্ধে প্রায় ৯৯ শতাংশ কার্যকর জার্মানি থেকে উৎপাদিত এই নোমস ক্রিম। এই ক্রিম একবার ব্যবহার করলে ৮ ঘণ্টা পর্যন্ত সুরক্ষিত থাকা যাবে। পরিবেশবান্ধব এই ক্রিমটি মশা ছাড়াও মাছি, ডাঁশ, ছারপোকা, উকুন, ভিমরুলসহ বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে সুরক্ষা দিবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এবং ইউএস এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি (ইপিএ) অনুমোদিত নোমস ক্রিমে প্রকৃতি থেকে অনুপ্রাণিত উপাদান ইথাইল বুটিলেসমিনোপ্রপিওনেট বা
আইআর৩৫৩৫’ ব্যবহার করা হয়েছে। এ উপাদানটি বিশ্বব্যাপী ত্রিশ বছরেরও বেশি সময় ধরে দুর্দান্ত সুরক্ষার রেকর্ড বজায় রেখে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া প্রচলিত মসকিটো রিপেল্যান্ট ক্রিমে ব্যবহৃত ডিট’ এবং অ্যালকোহল নোমসে ব্যবহার করা হয়নি। ফলে দুই মাসের শিশু থেকে শুরু করে সব বয়সীদের ব্যবহারের জন্য নোমস নিরাপদ।