০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

থামছে না ওটিসি ফেরত চার কোম্পানির দাপট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • / ৪১৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুর্বল আর্থিক অবস্থার কারণে দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পড়ে থাকা চারটি প্রতিষ্ঠান মূল বাজারে ফিরেই গেল কয়েক সপ্তাহ ধরে দাপট দেখাচ্ছে। শেয়ারবাজারে নতুন করে দাপট দেখানো এই চার কোম্পানি হলো- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং মুন্নু ফেব্রিকস।

দীর্ঘদিন ওটিসি মার্কেটে পড়ে থাকার পর সম্প্রতি এই চার কোম্পানিকে মূল বাজারে নিয়ে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আর এসেই চমক দেখাতে শুরু করেছে দুর্বল আর্থিক অবস্থার এই চার কোম্পানি।

প্রতিদিন এই চার কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েই চলেছে। গেল সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে এই চার কোম্পানি। গত ১৩ জুন মূল বাজারে ফেরার পর টানা তিন সপ্তাহ কোম্পানি চারটির শেয়ার দাম বাড়ল।

এতে তিন সপ্তাহেই কোম্পানিগুলোর শেয়ার দাম বেড়ে প্রায় তিনগুণ হয়ে গেছে। এমনকি ডিএসইতে গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দুটি স্থানও দখল করেছে ‘জেড’ গ্রুপের এই চার প্রতিষ্ঠানের দুটি।

এর মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৫ দশমিক ৭২ শতাংশ। আগের দুই সপ্তাহে যথাক্রমে বাড়ে ৫৯ দশমিক ৭৭ শতাংশ এবং ১১৩ দশমিক ৩৩ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরের স্থানটিতে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৫ দশমিক ৪২ শতাংশ। আগের দুই সপ্তাহে যথাক্রমে বাড়ে ৬০ দশমিক ২১ শতাংশ এবং ৬৩ দশমিক ২৫ শতাংশ।

ওটিসি থেকে ফেরা আরও এক কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম গত সপ্তাহ বেড়েছে ২৪ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের দুই সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৬০ দশমিক ৭০ শতাংশ এবং ৫৮ দশমিক ৮৯ শতাংশ।

আর মুন্নু ফেব্রিকসের শেয়ার দাম গেল সপ্তাহজুড়ে বেড়েছে ১৯ দশমিক ৫৩ শতাংশ। আগের দুই সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৬০ শতাংশ এবং ৪৮ দশমিক ১৫ শতাংশ।

দুর্বল এই চার কোম্পানির সঙ্গে গেল সপ্তাহে দাম বাড়ার তালিকায় দাপট দেখিয়েছে বেশিরভাগ ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। দাম বাড়ার শীর্ষ তালিকায় ভালো বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান আছে মাত্র ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। অবশ্য এই কোম্পানিটির শেয়ার দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেল সপ্তাহে এই জীবন বীমা কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৩ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের ৪৪ দশমিক ৬৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ৪৩ দশমিক ৭৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ২৮ দশমিক শূন্য ২ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ২৪ দশমিক ৫০ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ২৪ দশমিক ৩১ শতাংশ এবং জুট স্পিনার্সের ২৪ দশমিক ১৩ শতাংশ দাম বেড়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

থামছে না ওটিসি ফেরত চার কোম্পানির দাপট

আপডেট: ১০:৫১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দুর্বল আর্থিক অবস্থার কারণে দীর্ঘদিন ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে পড়ে থাকা চারটি প্রতিষ্ঠান মূল বাজারে ফিরেই গেল কয়েক সপ্তাহ ধরে দাপট দেখাচ্ছে। শেয়ারবাজারে নতুন করে দাপট দেখানো এই চার কোম্পানি হলো- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং মুন্নু ফেব্রিকস।

দীর্ঘদিন ওটিসি মার্কেটে পড়ে থাকার পর সম্প্রতি এই চার কোম্পানিকে মূল বাজারে নিয়ে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আর এসেই চমক দেখাতে শুরু করেছে দুর্বল আর্থিক অবস্থার এই চার কোম্পানি।

প্রতিদিন এই চার কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক হারে বেড়েই চলেছে। গেল সপ্তাহেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে এই চার কোম্পানি। গত ১৩ জুন মূল বাজারে ফেরার পর টানা তিন সপ্তাহ কোম্পানি চারটির শেয়ার দাম বাড়ল।

এতে তিন সপ্তাহেই কোম্পানিগুলোর শেয়ার দাম বেড়ে প্রায় তিনগুণ হয়ে গেছে। এমনকি ডিএসইতে গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ দুটি স্থানও দখল করেছে ‘জেড’ গ্রুপের এই চার প্রতিষ্ঠানের দুটি।

এর মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। গেল সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৫ দশমিক ৭২ শতাংশ। আগের দুই সপ্তাহে যথাক্রমে বাড়ে ৫৯ দশমিক ৭৭ শতাংশ এবং ১১৩ দশমিক ৩৩ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পরের স্থানটিতে রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৫ দশমিক ৪২ শতাংশ। আগের দুই সপ্তাহে যথাক্রমে বাড়ে ৬০ দশমিক ২১ শতাংশ এবং ৬৩ দশমিক ২৫ শতাংশ।

ওটিসি থেকে ফেরা আরও এক কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দাম গত সপ্তাহ বেড়েছে ২৪ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের দুই সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৬০ দশমিক ৭০ শতাংশ এবং ৫৮ দশমিক ৮৯ শতাংশ।

আর মুন্নু ফেব্রিকসের শেয়ার দাম গেল সপ্তাহজুড়ে বেড়েছে ১৯ দশমিক ৫৩ শতাংশ। আগের দুই সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বাড়ে ৬০ শতাংশ এবং ৪৮ দশমিক ১৫ শতাংশ।

দুর্বল এই চার কোম্পানির সঙ্গে গেল সপ্তাহে দাম বাড়ার তালিকায় দাপট দেখিয়েছে বেশিরভাগ ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান। দাম বাড়ার শীর্ষ তালিকায় ভালো বা ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান আছে মাত্র ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। অবশ্য এই কোম্পানিটির শেয়ার দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেল সপ্তাহে এই জীবন বীমা কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৪৩ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অলিম্পিক এক্সেসরিজের ৪৪ দশমিক ৬৬ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ৪৩ দশমিক ৭৫ শতাংশ, জিল বাংলা সুগার মিলের ২৮ দশমিক শূন্য ২ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ২৪ দশমিক ৫০ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ২৪ দশমিক ৩১ শতাংশ এবং জুট স্পিনার্সের ২৪ দশমিক ১৩ শতাংশ দাম বেড়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: