০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নামেই ভাইরাল বোল্টের যমজ পুত্র

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / ১০৩৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এতদিন গতির ঝড় তুলে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। এবার খোদ নিজেই চমকালেন উসাইন বোল্ট। তার ঘরে এসেছে নতুন অতিথি। একজন নয়, দুজন। যমজ পুত্র সন্তানের বাবা হলেন সর্বকালের সেরা এই দ্রুততম মানব। রোববার স্ত্রী কাসি বেনেট সোশাল মিডিয়ায় সুখবরটা দিলেন। ছবি পোস্ট করে সন্তানদের নাম জানাতেই রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জ্যামাইকান এই গতিমানব তার সন্তানদের নামও রাখলেন অভিনব। একজনের নাম ‘থান্ডার বোল্ট’ অন্যজন ‘সেন্ট লিয়ো বোল্ট’। বাবা দিবস উপলক্ষে কাসি এই ছবি পোস্ট করে বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই আমাদের এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে ভালবাসি তোমাকে।’

থান্ডার মানে মেঘের গর্জন আর লাইটনিংয়ের অর্থ বজ্রপাত। বোল্টের সন্তানদের এমন নাম দেখে মজা পেলেন বোল্টের ভক্তরা। একজন লিখেছেন, ‘লাইটনিং আর থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে যাচ্ছে?’ আবার আরেকজন লিখল, ‘আপনার নাম বোল্ট আর আপনি বিশ্বের দ্রুততম মানব। এমন নামই তো আপনার পুত্রদের জন্য মানানসই।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

নামেই ভাইরাল বোল্টের যমজ পুত্র

আপডেট: ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: এতদিন গতির ঝড় তুলে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি। এবার খোদ নিজেই চমকালেন উসাইন বোল্ট। তার ঘরে এসেছে নতুন অতিথি। একজন নয়, দুজন। যমজ পুত্র সন্তানের বাবা হলেন সর্বকালের সেরা এই দ্রুততম মানব। রোববার স্ত্রী কাসি বেনেট সোশাল মিডিয়ায় সুখবরটা দিলেন। ছবি পোস্ট করে সন্তানদের নাম জানাতেই রীতিমতো ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জ্যামাইকান এই গতিমানব তার সন্তানদের নামও রাখলেন অভিনব। একজনের নাম ‘থান্ডার বোল্ট’ অন্যজন ‘সেন্ট লিয়ো বোল্ট’। বাবা দিবস উপলক্ষে কাসি এই ছবি পোস্ট করে বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই আমাদের এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে ভালবাসি তোমাকে।’

থান্ডার মানে মেঘের গর্জন আর লাইটনিংয়ের অর্থ বজ্রপাত। বোল্টের সন্তানদের এমন নাম দেখে মজা পেলেন বোল্টের ভক্তরা। একজন লিখেছেন, ‘লাইটনিং আর থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে যাচ্ছে?’ আবার আরেকজন লিখল, ‘আপনার নাম বোল্ট আর আপনি বিশ্বের দ্রুততম মানব। এমন নামই তো আপনার পুত্রদের জন্য মানানসই।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: