১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

নির্বাচনের বিজয় জনগণের কাছে পৌঁছে দিতে হবে: তথ্যমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৪১৪১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমরা তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। জাতির পিতার স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা। কিন্তু বিএনপি জামায়াত এই উন্নয়নের যাত্রা থামিয়ে দিতে চায়। তাই আমাদের সচেতন হতে হবে, নির্বাচনের এ বিজয় জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

আজ বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. হাছান মাহমুদ  বলেন, ১৯৭২ সালের এই দিনে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। মানুষ যখন কারাগার থেকে মুক্তি পায়, তখন তারা পরিবারের কাছে ছুটে যায়। কিন্তু ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর শেখ মুজিবুর রহমান পরিবারের কাছে যাননি।

আরও পড়ুন: নির্বাচনের খেলা শেষ, এবার শুরু ভিন্ন খেলা: ওবায়দুল কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে এসে জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, ‘তোমরা দেশের জন্য যুদ্ধ করেছে,আমাকে কারাগার থেকে মুক্ত করে এনেছ। এর ঋণ আমি প্রয়োজনে রক্ত দিয়ে শোধ করব।’ তিনি তার বুকের রক্ত দিয়ে কেবল ঋণই শোধ করেননি বরং আমাদেরও ঋণী করে গেছেন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

নির্বাচনের বিজয় জনগণের কাছে পৌঁছে দিতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট: ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমরা তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। জাতির পিতার স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা। কিন্তু বিএনপি জামায়াত এই উন্নয়নের যাত্রা থামিয়ে দিতে চায়। তাই আমাদের সচেতন হতে হবে, নির্বাচনের এ বিজয় জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।

আজ বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ড. হাছান মাহমুদ  বলেন, ১৯৭২ সালের এই দিনে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। মানুষ যখন কারাগার থেকে মুক্তি পায়, তখন তারা পরিবারের কাছে ছুটে যায়। কিন্তু ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর শেখ মুজিবুর রহমান পরিবারের কাছে যাননি।

আরও পড়ুন: নির্বাচনের খেলা শেষ, এবার শুরু ভিন্ন খেলা: ওবায়দুল কাদের

সোহরাওয়ার্দী উদ্যানে এসে জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। বলেছিলেন, ‘তোমরা দেশের জন্য যুদ্ধ করেছে,আমাকে কারাগার থেকে মুক্ত করে এনেছ। এর ঋণ আমি প্রয়োজনে রক্ত দিয়ে শোধ করব।’ তিনি তার বুকের রক্ত দিয়ে কেবল ঋণই শোধ করেননি বরং আমাদেরও ঋণী করে গেছেন।

ঢাকা/এসএম