০১:৩০ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

পুঁজিবাজারে মূলধন কমেছে ৬৬ হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ৪২৫৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ফ্লোর প্রাইজ প্রতাহারের প্রথম সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন ৬৬ হাজার ২৬৩ কোটি ৪১ লাখ টাকা কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা বা ৩৩.৪০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, রোববার (২১ জানিয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জানিয়ারি) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩২ হাজার ৯৩৮ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকা কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ৩ হাজার ৬৩৭ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ২১৪ কোটি ৯১ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪০ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮০ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৫৬ পয়েন্টে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮০.৩৫ পয়েন্ট বা ২.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৬.৪১ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে বেড়েছে বাজারমূলধনের শীর্ষ৩০ সূচক ১৫.১০ পয়েন্ট বা ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১১৪.৬১ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক ৩৬.০১ পয়েন্ট বা ২.৫৯ শতাংশ কমে ১ হাজার ৩৫২.২৯ পয়েন্টে।

আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৯ কোম্পানি

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২৫৪.২৪ পয়েন্ট বা ৬.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫২.১২পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ৯২ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৫২৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ২৭৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৯ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৫২ টাকা বা ৭৫ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহে সিএসইতে ৩৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২৪৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৬টির কোম্পানির।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৯ হাজার ৪৩৫ কোটি ৫৭ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ৭৬০ কোটি ৩৮ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩৩ হাজার ৩২৪ কোটি ৮১ লাখ টাকা কমেছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

পুঁজিবাজারে মূলধন কমেছে ৬৬ হাজার কোটি টাকা

আপডেট: ০১:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

ফ্লোর প্রাইজ প্রতাহারের প্রথম সপ্তাহে (২১ থেকে ২৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসই ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন ৬৬ হাজার ২৬৩ কোটি ৪১ লাখ টাকা কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা বা ৩৩.৪০ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, রোববার (২১ জানিয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৭ হাজার ৯০৪ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জানিয়ারি) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭ লাখ ৬৫ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩২ হাজার ৯৩৮ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকা কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয় ৩ হাজার ৬৩৭ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ১ হাজার ২১৪ কোটি ৯১ লাখ টাকা বা ৩৩ দশমিক ৪০ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮০ দশমিক ৩৫ পয়েন্ট কমেছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ১৫৬ পয়েন্টে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮০.৩৫ পয়েন্ট বা ২.৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৬.৪১ পয়েন্টে।

আলোচ্য সপ্তাহে বেড়েছে বাজারমূলধনের শীর্ষ৩০ সূচক ১৫.১০ পয়েন্ট বা ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১১৪.৬১ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক ৩৬.০১ পয়েন্ট বা ২.৫৯ শতাংশ কমে ১ হাজার ৩৫২.২৯ পয়েন্টে।

আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৯ কোম্পানি

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৩০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২৫৪.২৪ পয়েন্ট বা ৬.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫২.১২পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে ৯২ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৫২৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ২৭৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩৯ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৫২ টাকা বা ৭৫ শতাংশ বেড়েছে।

আলোচ্য সপ্তাহে সিএসইতে ৩৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, দর কমেছে ২৪৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৬টির কোম্পানির।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৯ হাজার ৪৩৫ কোটি ৫৭ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ৭৬০ কোটি ৩৮ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩৩ হাজার ৩২৪ কোটি ৮১ লাখ টাকা কমেছে।

ঢাকা/টিএ