পুঁজিবাজারে লেনদেনের উত্থানের নেপথ্যে ৪ খাত

- আপডেট: ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১০৩৮৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে আগের সপ্তাহের পতন কাটিয়ে চলতি সপ্তাহের প্রথম কর্মদিসে পুঁজিবাজারে ব্যাপক উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ২ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা আগের কর্মদিবস থেকে ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ২ হাজার ৭০০ কোটি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৯ আগস্ট ডিএসইতে ২ হাজার ২১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে চার খাতে লেনদেন বেড়েছে। খাত ৪টির উপর ভর করে ডিএসইতে লেনদেনে চাঙ্গাভাব বিরাজ করছে। খাত ৪টি হলো-বস্ত্র, ব্যাংক, প্রকৌশল এবং জ্বালানি খাত।
বস্ত্র খাত: বস্ত্র খাতে আজ লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৫০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২৮ কোটি ৬০ লাখ টাকা।
ব্যাংক খাত: ব্যাংক খাতে আজ লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৭০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ১২৪ কোটি ৭০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি টাকা।
প্রকৌশল খাত: প্রকৌশল খাতে আজ লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৬০ লাখ টাকা।
জ্বালানি খাত: জ্বালানি খাতে আজ লেনদেন হয়েছে ৯৬ কোটি ১০ লাখ টাকা। আগেরদিন লেনদেন হয়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ১৮ কোটি ৩০ লাখ টাকা।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: