০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পুলিশের কড়া নজরদারিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৪১৩৭ বার দেখা হয়েছে

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে আজ আবার সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় পুলিশের কড়া নজরদারিতে রয়েছে সায়েন্স ল্যাবরেটরি এলাকা। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও। পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। যেকোনো ধরনের সংঘাত কিংবা অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সূত্র বলছে, থানা পুলিশের পাশাপাশি ঢাকা কলেজের সামনে ২০ জন, ঢাকা সিটি কলেজের সামনে ১০ জন এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ৩০ জনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে ঢাকা কলেজের ১০-১৫ জন শিক্ষককেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গত বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে আজ যেন কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না হয় সেটির জন্য নিবিড়ভাবে এই এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবসময় শিক্ষার্থীদের শান্ত পরিবেশ বজায় রেখে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য উৎসাহিত করি।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অ্যালার্ট রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য  আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

মূলত, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুরের আগে-পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির ঘটনায় বাস ও লেগুনাও ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের খেলা শেষ, এবার হবে রাজনীতির খেলা: ওবায়দুল কাদের

দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x
English Version

পুলিশের কড়া নজরদারিতে সায়েন্স ল্যাবরেটরি এলাকা

আপডেট: ১১:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে আজ আবার সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় পুলিশের কড়া নজরদারিতে রয়েছে সায়েন্স ল্যাবরেটরি এলাকা। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় নিউমার্কেট ও ধানমন্ডি থানার পাশাপাশি রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সদস্যরাও। পুরো এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা। যেকোনো ধরনের সংঘাত কিংবা অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সূত্র বলছে, থানা পুলিশের পাশাপাশি ঢাকা কলেজের সামনে ২০ জন, ঢাকা সিটি কলেজের সামনে ১০ জন এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ৩০ জনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে ঢাকা কলেজের ১০-১৫ জন শিক্ষককেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, গত বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে আজ যেন কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না হয় সেটির জন্য নিবিড়ভাবে এই এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবসময় শিক্ষার্থীদের শান্ত পরিবেশ বজায় রেখে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য উৎসাহিত করি।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অ্যালার্ট রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য  আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

মূলত, গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেটের ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন দুপুরের আগে-পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারির ঘটনায় বাস ও লেগুনাও ভাঙচুর করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের খেলা শেষ, এবার হবে রাজনীতির খেলা: ওবায়দুল কাদের

দুই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়। এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা/এসএইচ