০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

‘পোশাকের দাম কমালে অস্তিত্ব থাকবে না’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • / ৪১৪৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অর্ডার কম আসার দোহাই দিয়ে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাকের অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

আজ শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে বিজিএমইএর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজিএমইএ সভাপতি বলেন, বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমান পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমেছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুন: বাংলাদেশে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

তিনি বলেন, আমরা সবাই বিশ্বের বর্তমান অর্থনৈতিক অবস্থা জানি। এর মধ্যেই আমরা আমাদের কাজ করে যাবো। বাংলাদেশের ক্যাপাসিটি এবং ব্র্যান্ডিংয়ের বিষয়ে এই অনুষ্ঠানে বিদেশি বায়ারের কাছে তুলে ধরা হবে। আমরা যে কাজটি করছি তার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই।

তিনি আরও বলেন, বেশ কিছু ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইন জমা দিয়েছে। এগুলো ফ্যাশন শোতে তুলে ধরা হবে। এছাড়া এখান থেকে আয়ের একটি অংশ দিয়ে সরকারের রাজস্বতে অবদান রাখতে পারবো।

প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে প্রতিষ্ঠানটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

‘পোশাকের দাম কমালে অস্তিত্ব থাকবে না’

আপডেট: ০৪:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: অর্ডার কম আসার দোহাই দিয়ে যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাকের অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

আজ শনিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে বিজিএমইএর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজিএমইএ সভাপতি বলেন, বায়াররা পোশাকের দাম কমায় না, দাম কমান পোশাক কারখানা মালিকরা। বিশ্ব মন্দার কারণে এখন আমাদের অর্ডার কমেছে, এই অজুহাতে যৌক্তিক মূল্যের চেয়েও কম মূল্যে পোশাক রপ্তানির অর্ডার নিচ্ছেন কারখানা মালিকরা। যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে পোশাক রপ্তানির অর্ডার নিলে আমাদের অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুন: বাংলাদেশে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

তিনি বলেন, আমরা সবাই বিশ্বের বর্তমান অর্থনৈতিক অবস্থা জানি। এর মধ্যেই আমরা আমাদের কাজ করে যাবো। বাংলাদেশের ক্যাপাসিটি এবং ব্র্যান্ডিংয়ের বিষয়ে এই অনুষ্ঠানে বিদেশি বায়ারের কাছে তুলে ধরা হবে। আমরা যে কাজটি করছি তার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই।

তিনি আরও বলেন, বেশ কিছু ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইন জমা দিয়েছে। এগুলো ফ্যাশন শোতে তুলে ধরা হবে। এছাড়া এখান থেকে আয়ের একটি অংশ দিয়ে সরকারের রাজস্বতে অবদান রাখতে পারবো।

প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে প্রতিষ্ঠানটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

ঢাকা/টিএ