০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

ফেব্রুয়ারিতেও রেকর্ড ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স আহরণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / ৪১৩৯ বার দেখা হয়েছে

চলতি ২০২১ বছরের ফেব্রুয়ারি মাসেও দেশে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।এই মাসে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৪৫ কোটি ডলার পাঠিয়েছিলেন। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

দেশে প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

এ ব্যাপারে ‍বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে  এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যানুযায়ী,গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স  বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

ফেব্রুয়ারিতেও রেকর্ড ১৭৮ কোটি ডলার রেমিট্যান্স আহরণ

আপডেট: ১০:৩৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

চলতি ২০২১ বছরের ফেব্রুয়ারি মাসেও দেশে রেকর্ড পরিমাণ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।এই মাসে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৪৫ কোটি ডলার পাঠিয়েছিলেন। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

দেশে প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্সের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ ৪৪ দশমিক ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

এ ব্যাপারে ‍বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি এই আট মাসে রেমিট্যান্স এসেছে  এক হাজার ৬৬৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৪৯ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক বলছে, গত আট মাসে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যানুযায়ী,গত জানুয়ারি মাসে প্রবাসীরা ১৯৬ কোটি ডলার পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স  বেড়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা।

 

আরও পড়ুন: