১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নাটকীয়তা জমিয়ে তুলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
  • / ৪১৪৫ বার দেখা হয়েছে

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে আজ রাতে লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লিগের ২৫তম রাউন্ডে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এস্তাদিও আলফ্রেদো দি স্টেফানোয় দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময় ইপিএলে সাউদাম্পটনকে আতিথ্য দেবে এভারটন। 

জমে উঠেছে স্প্যানিশ লিগ। তিন জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে টান টান উত্তেজনার প্রতিযোগিতা। শীর্ষে আছে অ্যাতলেটিকো। কয়েক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে বার্সা। তারপর রিয়াল। এবার ব্যবধানটা কমিয়ে নিতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। 

দু’দলের হেড টু হেডের পরিসংখ্যানে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের বিপক্ষে জিতেছে ২৯টি ম্যাচ। ড্র হয়েছে ১০ টি আর হেরেছে ১২ টি ম্যাচে। এছাড়া নিজেদের শেষ ৬ ম্যাচের দৌড়ে ৫টিতে জয় আছে মাদ্রিদিস্তাদের। তাই এ ম্যাচে এগিয়ে রাখা যায় তাদেরকেই। 

কিন্তু ইনজুরির দীর্ঘ লাইনটা বেশ চিন্তায় ফেলেছে রিয়াল বস জিদানকে। হ্যাজার্ড, কারভাহাল, রামোস, ভালভার্দের মত তারকারা নেই। থাকছেন না মার্সেলো, বেনজেমারাও। তাই ইসকো, মদ্রিচ, নাচোদের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচকে। ঘরের মাটিতে নিজেরা ফেবারিট হলেও সতর্ক জিজু।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, ‘আমরা ম্যাচটি নিয়ে অবশ্যই সতর্ক। কারণ রিয়াল সোসিয়েদাদ বেশ ভালো দল। লিগে তারা ভালো করছে এবং তারা তাদের প্রতিপক্ষ সম্পর্কে জানে। দিনশেষে আমাদের ওপর সবকিছু নির্ভর করছে। মাঠে আমরা কেমন করি সেটাই আসল কথা। আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে মাঠে নামবে এভারটন। ২৫তম রাউন্ডে তারা আতিথ্য দেবে সাউদাম্পটনকে। 

সব রকম প্রতিযোগিতা মিলিয়ে সাউদাম্পটনের বিপক্ষে এভারটনের জয় আছে ৪২টিতে। ২০টি ড্র আর হেরেছে ২৭ ম্যাচ। এভারটন কোচ অ্যানচেলত্তি তার সেরা একাদশে রাখতে পারেন ইনজুরি কাটিয়ে ফেরা কালভার্ট ও অ্যালানকে। শঙ্কা আছে মিনা ও ফিলিপেকে নিয়ে। সব মিলিয়ে ৪-৩-৩ ফরমেশন সাজিয়ে জয় পেতে ছক কষছেন কোচ।   

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

নাটকীয়তা জমিয়ে তুলতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

আপডেট: ০৭:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে আজ রাতে লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লিগের ২৫তম রাউন্ডে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এস্তাদিও আলফ্রেদো দি স্টেফানোয় দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। একই সময় ইপিএলে সাউদাম্পটনকে আতিথ্য দেবে এভারটন। 

জমে উঠেছে স্প্যানিশ লিগ। তিন জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে চলছে টান টান উত্তেজনার প্রতিযোগিতা। শীর্ষে আছে অ্যাতলেটিকো। কয়েক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে বার্সা। তারপর রিয়াল। এবার ব্যবধানটা কমিয়ে নিতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। 

দু’দলের হেড টু হেডের পরিসংখ্যানে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের বিপক্ষে জিতেছে ২৯টি ম্যাচ। ড্র হয়েছে ১০ টি আর হেরেছে ১২ টি ম্যাচে। এছাড়া নিজেদের শেষ ৬ ম্যাচের দৌড়ে ৫টিতে জয় আছে মাদ্রিদিস্তাদের। তাই এ ম্যাচে এগিয়ে রাখা যায় তাদেরকেই। 

কিন্তু ইনজুরির দীর্ঘ লাইনটা বেশ চিন্তায় ফেলেছে রিয়াল বস জিদানকে। হ্যাজার্ড, কারভাহাল, রামোস, ভালভার্দের মত তারকারা নেই। থাকছেন না মার্সেলো, বেনজেমারাও। তাই ইসকো, মদ্রিচ, নাচোদের ওপরই ভরসা রাখতে হচ্ছে কোচকে। ঘরের মাটিতে নিজেরা ফেবারিট হলেও সতর্ক জিজু।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, ‘আমরা ম্যাচটি নিয়ে অবশ্যই সতর্ক। কারণ রিয়াল সোসিয়েদাদ বেশ ভালো দল। লিগে তারা ভালো করছে এবং তারা তাদের প্রতিপক্ষ সম্পর্কে জানে। দিনশেষে আমাদের ওপর সবকিছু নির্ভর করছে। মাঠে আমরা কেমন করি সেটাই আসল কথা। আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে মাঠে নামবে এভারটন। ২৫তম রাউন্ডে তারা আতিথ্য দেবে সাউদাম্পটনকে। 

সব রকম প্রতিযোগিতা মিলিয়ে সাউদাম্পটনের বিপক্ষে এভারটনের জয় আছে ৪২টিতে। ২০টি ড্র আর হেরেছে ২৭ ম্যাচ। এভারটন কোচ অ্যানচেলত্তি তার সেরা একাদশে রাখতে পারেন ইনজুরি কাটিয়ে ফেরা কালভার্ট ও অ্যালানকে। শঙ্কা আছে মিনা ও ফিলিপেকে নিয়ে। সব মিলিয়ে ৪-৩-৩ ফরমেশন সাজিয়ে জয় পেতে ছক কষছেন কোচ।   

 

আরও পড়ুন: