০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

ফের নিখোজ আলোচিত খুলনার রহিমা বেগম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ১০২৭৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবারও নিখোঁজ হয়েছেন খুলনার সেই রহিমা বেগম। গত কয়েকদিন ধরেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। তবে পুলিশের দাবি, তারা কিছু জানেন না।

এর আগে ‘আত্মগোপনের’ এক মাস পর ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার হন রহিমা বেগম। পরে মেয়ে মরিয়ম মান্নান তাকে নিয়ে ঢাকায় চলে যান। এখন মরিয়মও বলছেন তিনি মায়ের খোঁজ জানেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সোমবার (১৭ অক্টোবর) খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে রহিমা বেগমের ছেলে মিরাজ আলী শাদী মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

রহিমা আবারও নিখোঁজ সম্পর্কিত প্রশ্নের জবাবে খুলনা পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘আদালতের নির্দেশে রহিমা মেয়ে আদুরীর জিম্মায় থাকার কথা। তিনিই বলতে পারবেন তার মা কোথায়। বিষয়টি আমরা জানি না।’

মরিয়ম মান্নানের মাকে ফরিদপুর থেকে জীবিত উদ্ধার
রহিমা বেগম প্রথম দফা ‘নিখোঁজ’ হওয়ার পর তার সন্ধান চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আলোচনায় আসেন মেয়ে মরিয়ম মান্নান।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল লিজিং ও বিআইএফসি’র আর্থিক কেলেঙ্কারি: দায় এড়াতে পারে না বিএসইসি

এবার মা ‘নিখোঁজের’ খবরে মরিয়ম গণমাধ্যমকে বলেছেন, ‘ভাই-বোনের সিদ্ধান্তেই মাকে ঢাকায় এনেছিলাম। তিনি আর থাকতে চাননি, তাই খুলনায় চলে গেছেন। পরে ভাইয়া জানিয়েছে, মা কোথাও চলে গেছে। তাকে আবার খোঁজার ব্যাপারে কোনো আগ্রহ দেখাইনি।’

এর আগে খুলনার দৌলতপুর থেকে ২৭ আগস্ট নিখোঁজ হন রহিমা বেগম। পরের দিন মেয়ে আদুরী থানায় অপহরণ মামলা করেন। গত ২৪ সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালমারী থেকে রহিমাকে অক্ষত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা আত্মগোপনে ছিলেন।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

ফের নিখোজ আলোচিত খুলনার রহিমা বেগম

আপডেট: ১২:২০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবারও নিখোঁজ হয়েছেন খুলনার সেই রহিমা বেগম। গত কয়েকদিন ধরেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। তবে পুলিশের দাবি, তারা কিছু জানেন না।

এর আগে ‘আত্মগোপনের’ এক মাস পর ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার হন রহিমা বেগম। পরে মেয়ে মরিয়ম মান্নান তাকে নিয়ে ঢাকায় চলে যান। এখন মরিয়মও বলছেন তিনি মায়ের খোঁজ জানেন না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সোমবার (১৭ অক্টোবর) খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়ে রহিমা বেগমের ছেলে মিরাজ আলী শাদী মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

রহিমা আবারও নিখোঁজ সম্পর্কিত প্রশ্নের জবাবে খুলনা পিবিআই পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেছেন, ‘আদালতের নির্দেশে রহিমা মেয়ে আদুরীর জিম্মায় থাকার কথা। তিনিই বলতে পারবেন তার মা কোথায়। বিষয়টি আমরা জানি না।’

মরিয়ম মান্নানের মাকে ফরিদপুর থেকে জীবিত উদ্ধার
রহিমা বেগম প্রথম দফা ‘নিখোঁজ’ হওয়ার পর তার সন্ধান চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আলোচনায় আসেন মেয়ে মরিয়ম মান্নান।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল লিজিং ও বিআইএফসি’র আর্থিক কেলেঙ্কারি: দায় এড়াতে পারে না বিএসইসি

এবার মা ‘নিখোঁজের’ খবরে মরিয়ম গণমাধ্যমকে বলেছেন, ‘ভাই-বোনের সিদ্ধান্তেই মাকে ঢাকায় এনেছিলাম। তিনি আর থাকতে চাননি, তাই খুলনায় চলে গেছেন। পরে ভাইয়া জানিয়েছে, মা কোথাও চলে গেছে। তাকে আবার খোঁজার ব্যাপারে কোনো আগ্রহ দেখাইনি।’

এর আগে খুলনার দৌলতপুর থেকে ২৭ আগস্ট নিখোঁজ হন রহিমা বেগম। পরের দিন মেয়ে আদুরী থানায় অপহরণ মামলা করেন। গত ২৪ সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালমারী থেকে রহিমাকে অক্ষত উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা আত্মগোপনে ছিলেন।

ঢাকা/এসআর