১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

বাতিস্তার কথায় কষ্ট পেয়েছেন জন সিনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রেসলিং ভক্তদের নিশ্চয়ই মনে আছে ডেভ বাতিস্তার কথা। একসময় নিয়মিত ডব্লিউডব্লিউইর মঞ্চ কাঁপাতেন এই আমেরিকান রেসলার। ২০১০ সালে রেসলিং ছাড়ার পর অধিকাংশ পেশাদার রেসলারের মতই ব্যস্ত হয়ে পড়েছেন সিনেমা নিয়ে। তবে সম্প্রতি একরকম বোমা ফাটালেন জনপ্রিয় এই সাবেক রেসলার। সাফ জানিয়ে দিয়েছেন তার সাবেক দুই সতীর্থ জন সিনা ও রকের (ডোয়েইন জনসন) সঙ্গে বড় পর্দায় কাজ করার কোন ইচ্ছেই নেই তার।

ডব্লিউডব্লিউইর ইতিহাসের অন্যতম সেরা দুই কিংবদন্তি সম্বন্ধে বাতিস্তার এমন মনোভাবের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আবার তাদের ওপর ঝাপিয়ে পড়তে চাই না।’ তিনি শুধুমাত্র অ্যাকশন তারকা নন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন চরিত্র অভিনেতা।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাতিস্তার এই উক্তি নিয়ে ভক্তদের প্রশ্নের জবাবে সিনা জানান এমন কথায় নাকি কষ্ট পেয়েছেন তিনি। ১৭ বারের এই ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন বলেন, ‘আমি তার কথায় খুবই কষ্ট পেয়েছি। ডেভ (বাতিস্তা) একজন ঈশ্বরপ্রদত্ত অভিনেতা। সে অসাধারণ কিছু কাজ করেছে। তবে আমার মতে কেউ যখন এভাবে বলে তখন তার দিক থেকে ব্যাপারগুলো চিন্তা করা উচিৎ।’

বাতিস্তাকে খুবই পরিশ্রমী একজন অভিনয়শিল্পী উল্লেখ করে সিনা বলেন, ‘সে চরিত্রের প্রয়োজনে অনেক পরিশ্রম করে। আমি একশভাগ নিশ্চিত সে খুবই একাগ্রতার সাথে তার চরিত্র বাস্তবায়ন করে। এভাবেই সিনেমায় সে তার পরিচিতি গড়ে তুলেছে।’ 

বাতিস্তার এই কথা যথেষ্ট অসম্মানজনক হলেও তার ওপর কোন ক্ষোভ নেই সিনার। তিনি বলেন, ‘ডেভ খুবই চমৎকার ও সুন্দর মনের একজন মানুষ। আমার তার সাথে কোন সমস্যা নেই এবং আমি নিশ্চিত তারও আমার উপর কোন বিরুপ মনোভাব নেই। সে তার কাজকে ভালবাসে এবং কাজের মাধ্যমেই জনপ্রিয় হতে চায়। সেজন্য আমি তাকে সাধুবাদ জানাই।’

বাতিস্তার সাহসের প্রশংসা করে সিনা বলেন, ‘এমন কিছু বলার জন্য সত্যিই অনেক সাহসী হওয়া লাগে। এই সাহসই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং আমি তা সমর্থন করি।’

বাতিস্তার আসল নাম ডেভিড বাউতিস্তা। রেসলিংয়ের মঞ্চে বাতিস্তা নামেই অধিক পরিচিত তিনি। ছয়বারের ডব্লিউডব্লিউই হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বাতিস্তা ২০১০ সালে তার ডব্লিউডব্লিউই ক্যারিয়ারের ইতি টানেন। বর্তমানে তিনি পুরোপুরি মন দিয়েছেন অভিনয়ে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

`ডিসেম্বরের মধ্যে ৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে’

কোম্পানি ডুবছে, শেয়ারের দাম উড়ছে

ঋণ পরিশোধে আবারো বড় সুযোগ

সপ্তাহজুড়ে লোকসান গুনেছে যেসব কোম্পানির বিনিয়োগকারীরা

সপ্তাহজুড়ে ভালো রিটার্ন পেয়েছে যেসব কোম্পানির বিনিয়োগকারীরা

ট্যাগঃ

শেয়ার করুন

x

বাতিস্তার কথায় কষ্ট পেয়েছেন জন সিনা

আপডেট: ০৭:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: রেসলিং ভক্তদের নিশ্চয়ই মনে আছে ডেভ বাতিস্তার কথা। একসময় নিয়মিত ডব্লিউডব্লিউইর মঞ্চ কাঁপাতেন এই আমেরিকান রেসলার। ২০১০ সালে রেসলিং ছাড়ার পর অধিকাংশ পেশাদার রেসলারের মতই ব্যস্ত হয়ে পড়েছেন সিনেমা নিয়ে। তবে সম্প্রতি একরকম বোমা ফাটালেন জনপ্রিয় এই সাবেক রেসলার। সাফ জানিয়ে দিয়েছেন তার সাবেক দুই সতীর্থ জন সিনা ও রকের (ডোয়েইন জনসন) সঙ্গে বড় পর্দায় কাজ করার কোন ইচ্ছেই নেই তার।

ডব্লিউডব্লিউইর ইতিহাসের অন্যতম সেরা দুই কিংবদন্তি সম্বন্ধে বাতিস্তার এমন মনোভাবের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি আবার তাদের ওপর ঝাপিয়ে পড়তে চাই না।’ তিনি শুধুমাত্র অ্যাকশন তারকা নন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন চরিত্র অভিনেতা।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাতিস্তার এই উক্তি নিয়ে ভক্তদের প্রশ্নের জবাবে সিনা জানান এমন কথায় নাকি কষ্ট পেয়েছেন তিনি। ১৭ বারের এই ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন বলেন, ‘আমি তার কথায় খুবই কষ্ট পেয়েছি। ডেভ (বাতিস্তা) একজন ঈশ্বরপ্রদত্ত অভিনেতা। সে অসাধারণ কিছু কাজ করেছে। তবে আমার মতে কেউ যখন এভাবে বলে তখন তার দিক থেকে ব্যাপারগুলো চিন্তা করা উচিৎ।’

বাতিস্তাকে খুবই পরিশ্রমী একজন অভিনয়শিল্পী উল্লেখ করে সিনা বলেন, ‘সে চরিত্রের প্রয়োজনে অনেক পরিশ্রম করে। আমি একশভাগ নিশ্চিত সে খুবই একাগ্রতার সাথে তার চরিত্র বাস্তবায়ন করে। এভাবেই সিনেমায় সে তার পরিচিতি গড়ে তুলেছে।’ 

বাতিস্তার এই কথা যথেষ্ট অসম্মানজনক হলেও তার ওপর কোন ক্ষোভ নেই সিনার। তিনি বলেন, ‘ডেভ খুবই চমৎকার ও সুন্দর মনের একজন মানুষ। আমার তার সাথে কোন সমস্যা নেই এবং আমি নিশ্চিত তারও আমার উপর কোন বিরুপ মনোভাব নেই। সে তার কাজকে ভালবাসে এবং কাজের মাধ্যমেই জনপ্রিয় হতে চায়। সেজন্য আমি তাকে সাধুবাদ জানাই।’

বাতিস্তার সাহসের প্রশংসা করে সিনা বলেন, ‘এমন কিছু বলার জন্য সত্যিই অনেক সাহসী হওয়া লাগে। এই সাহসই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং আমি তা সমর্থন করি।’

বাতিস্তার আসল নাম ডেভিড বাউতিস্তা। রেসলিংয়ের মঞ্চে বাতিস্তা নামেই অধিক পরিচিত তিনি। ছয়বারের ডব্লিউডব্লিউই হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বাতিস্তা ২০১০ সালে তার ডব্লিউডব্লিউই ক্যারিয়ারের ইতি টানেন। বর্তমানে তিনি পুরোপুরি মন দিয়েছেন অভিনয়ে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

`ডিসেম্বরের মধ্যে ৭ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে’

কোম্পানি ডুবছে, শেয়ারের দাম উড়ছে

ঋণ পরিশোধে আবারো বড় সুযোগ

সপ্তাহজুড়ে লোকসান গুনেছে যেসব কোম্পানির বিনিয়োগকারীরা

সপ্তাহজুড়ে ভালো রিটার্ন পেয়েছে যেসব কোম্পানির বিনিয়োগকারীরা