০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বারবার ন্যাড়া হলেই কি নতুন চুল গজায়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাড়ির শিশুর চুল পাতলা হলে অনেকেই মনে করেন, তাদের বারবার ন্যাড়া করলে চুল হয়তো ঘন হবে। আবার কেউ মনে করেন, বারবার ন্যাড়া না করলে চুলের গোড়া দুর্বল থেকে যাবে। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এসব চিন্তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা। প্রকৃত অর্থে, চুল নিয়ে এমন অনেক প্রচলিত ধারণা রয়েছে যা সত্যি নয়। বরং সেসব ধারণার কারণে উপকারের থেকে ক্ষতিই বেশি হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ন্যাড়া হওয়া: বারবার ন্যাড়া হলেই যে চুল ঘন হবে তা নয়। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাধারণত ফলিকল থেকে চুল গজায়। ফলিকল মাথার তালুর কয়েক মিলিমিটার নিচে থাকে। যে কারণে ন্যাড়া হওয়ার পরও ফলিকলের উপর চুল গজানোর জন্য কোনো প্রভাব পড়ে না।

পাকা চুল তোলা: মাথার পাকা চুল তুলে ফেললে আরও চুল পেকে যাবে⎯ এমন ধারণা ভুল। কোনো গবেষণায় এখন পর্যন্ত এমন প্রমাণ পাওয়া যায়নি। চুল আলাদা আলাদা ফলিকল থেকে গজায়। এ জন্য একটি পাকা চুল তুললে সেই ফলিকল থেকে আবারও চুল গজাবে, আর সেটিও সাদা হবে। তবে ওই একটির কারণে অন্য কোনো ফলিকলের উপর প্রভাব পড়বে না। সাধারণত লাইফস্টাইল এবং জিনগত কারণে চুল পেকে যায়।

নিয়মিত তেল নেয়া: অনেকের ধারণা, প্রতিদিন মাথায় তেল দেয়ায় দ্রুত চুল গজাবে। আসলে তা নয়। বরং মাথার তালু তৈলাক্ত থাকলে এতে ধুলো-বালি-ময়লা লেগে থাকে এবং চুল পড়া বৃদ্ধি পায়। মাথায় স্বাভাবিক নিয়মে সপ্তাহে দুই-তিন দিন তেল নিলেই যথেষ্ট। এতে মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া আগের থেকে মজবুত হবে। তবে অবশ্যই গোসলের আগে তেল লাগাতে হবে মাথায়।

বারবার চুল কাটানো: কেউ কেউ মনে করেন, বারবার চুল কাটলে চুল বাড়বে। এ জন্য কেউ কেউ নিয়মিত মাথার চুল কাটিয়ে থাকেন। তবে কয়েক মাস পর পর চুল কাটতে বলার কারণ হচ্ছে⎯  চুল কাটার ফলে ডগা ফেটে যাওয়া চুলের নিচের দিক পাতলা হয়। তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর সাধারণত গোড়ার দিক থেকে বৃদ্ধি পায় চুল। পাশাপাশি বাকি সব নির্ভর করে জিনের উপর, চুলের প্রতি যত্ন নেয়ার উপর। সূত্র: হার্পারস বাজার

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

বারবার ন্যাড়া হলেই কি নতুন চুল গজায়

আপডেট: ০৬:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাড়ির শিশুর চুল পাতলা হলে অনেকেই মনে করেন, তাদের বারবার ন্যাড়া করলে চুল হয়তো ঘন হবে। আবার কেউ মনে করেন, বারবার ন্যাড়া না করলে চুলের গোড়া দুর্বল থেকে যাবে। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এসব চিন্তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা। প্রকৃত অর্থে, চুল নিয়ে এমন অনেক প্রচলিত ধারণা রয়েছে যা সত্যি নয়। বরং সেসব ধারণার কারণে উপকারের থেকে ক্ষতিই বেশি হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ন্যাড়া হওয়া: বারবার ন্যাড়া হলেই যে চুল ঘন হবে তা নয়। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সাধারণত ফলিকল থেকে চুল গজায়। ফলিকল মাথার তালুর কয়েক মিলিমিটার নিচে থাকে। যে কারণে ন্যাড়া হওয়ার পরও ফলিকলের উপর চুল গজানোর জন্য কোনো প্রভাব পড়ে না।

পাকা চুল তোলা: মাথার পাকা চুল তুলে ফেললে আরও চুল পেকে যাবে⎯ এমন ধারণা ভুল। কোনো গবেষণায় এখন পর্যন্ত এমন প্রমাণ পাওয়া যায়নি। চুল আলাদা আলাদা ফলিকল থেকে গজায়। এ জন্য একটি পাকা চুল তুললে সেই ফলিকল থেকে আবারও চুল গজাবে, আর সেটিও সাদা হবে। তবে ওই একটির কারণে অন্য কোনো ফলিকলের উপর প্রভাব পড়বে না। সাধারণত লাইফস্টাইল এবং জিনগত কারণে চুল পেকে যায়।

নিয়মিত তেল নেয়া: অনেকের ধারণা, প্রতিদিন মাথায় তেল দেয়ায় দ্রুত চুল গজাবে। আসলে তা নয়। বরং মাথার তালু তৈলাক্ত থাকলে এতে ধুলো-বালি-ময়লা লেগে থাকে এবং চুল পড়া বৃদ্ধি পায়। মাথায় স্বাভাবিক নিয়মে সপ্তাহে দুই-তিন দিন তেল নিলেই যথেষ্ট। এতে মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং চুলের গোড়া আগের থেকে মজবুত হবে। তবে অবশ্যই গোসলের আগে তেল লাগাতে হবে মাথায়।

বারবার চুল কাটানো: কেউ কেউ মনে করেন, বারবার চুল কাটলে চুল বাড়বে। এ জন্য কেউ কেউ নিয়মিত মাথার চুল কাটিয়ে থাকেন। তবে কয়েক মাস পর পর চুল কাটতে বলার কারণ হচ্ছে⎯  চুল কাটার ফলে ডগা ফেটে যাওয়া চুলের নিচের দিক পাতলা হয়। তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর সাধারণত গোড়ার দিক থেকে বৃদ্ধি পায় চুল। পাশাপাশি বাকি সব নির্ভর করে জিনের উপর, চুলের প্রতি যত্ন নেয়ার উপর। সূত্র: হার্পারস বাজার

ঢাকা/এসএম