০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

বিএসইসির উদ্যোগে ৫০ কোটি টাকার ফান্ড পাচ্ছে আইসিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • / ৪১৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ম্যাচিউরড (পরিপক্ক) ঋণ নবায়নের কার্যকরি উদ্যোগের ফলে প্রতিষ্ঠানটিকে এই মুহূর্তে ঋণ পরিশোধ করতে শেয়ার বিক্রির করতে হবে না। বরং আইসিবিকে বিনিয়োগ বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ৫০ কোটি টাকা দেওয়া হবে।

এবার রাশিয়া,ইউক্রেন ও শ্রীলংকার সংকটের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। বাংলাদেশও এর বাহিরে নয়। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ফলে পুঁজিবাজারেও এর প্রভা পড়েছে। এরই মধ্যে আইসিবির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ৭০০ কোটি টাকার ম্যাচিউরড ঋণ পরিশোধের চাপ যোগ হয়েছে। এতে করে সোমবার (১৬ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৫ পয়েন্টের বড় দরপতন হয়। এই পরিস্থিতিতে আইসিবির ম্যাচিউরড ঋণ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিভিন্ন ব্যাংক থেকে গৃহিত ঋণ ম্যাচিউরড হওয়ায় চলতি মাসে আইসিবিকে ৭০০ কোটি টাকা পরিশোধ করার বাধ্যবাধকতা তৈরী হয়েছে। যা পরিশোধে প্রতিষ্ঠানটিকে হাতে থাকা সিকিউরিটিজ বিক্রির চাঁপে পড়তে হয়েছে। কিন্তু পুঁজিবাজারের মন্দাবস্থায় আইসিবির এই পরিস্থিতি অনেকটা মরার উপর খাড়ার ঘাঁয়ের মত। যে কারনে ঋণের ওই টাকা ১ বছরের জন্য নবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সমর্থন ও সহযোগিতা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বাস্তবায়নে আইসিবির এখন ঋণের টাকা পরিশোধ করতে হবে না এবং সিকিউরিটিজ বিক্রির চাপ থাকবে না।

এদিকে আইসিবির শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করতে মঙ্গলবার (১৭ মে) সিএমএসএফ থেকে ৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এসব বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইসিবির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহিত ম্যারিচউরড ঋণ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যা দ্রুতই বাস্তবায়ন হবে। ফলে এই মুহূর্তে আইসিবিকে ৭০০ কোটি টাকার ঋণ পরিশোধের জন্য সিকিউরিটিজ বিক্রি করতে হবে না। এরফলে প্রতিষ্ঠানটির হাতে থাকা নগদ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা সম্ভব হবে। এছাড়া এই বিনিয়োগকে আরও তরান্বিত করার জন্য আগামিকাল সিএমএসএফ থেকে ৫০ কোটি টাকা দেওয়া হবে।

তিনি বলেন, পাশাপাশি শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে মার্চের তুলনায় এপ্রিলে ডিলারদের বিনিয়োগ প্রায় ২০০ কোটি টাকা বেড়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বিএসইসির উদ্যোগে ৫০ কোটি টাকার ফান্ড পাচ্ছে আইসিবি

আপডেট: ১২:২০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ম্যাচিউরড (পরিপক্ক) ঋণ নবায়নের কার্যকরি উদ্যোগের ফলে প্রতিষ্ঠানটিকে এই মুহূর্তে ঋণ পরিশোধ করতে শেয়ার বিক্রির করতে হবে না। বরং আইসিবিকে বিনিয়োগ বাড়াতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ৫০ কোটি টাকা দেওয়া হবে।

এবার রাশিয়া,ইউক্রেন ও শ্রীলংকার সংকটের প্রভাব সারা বিশ্বেই পড়েছে। বাংলাদেশও এর বাহিরে নয়। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ফলে পুঁজিবাজারেও এর প্রভা পড়েছে। এরই মধ্যে আইসিবির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ৭০০ কোটি টাকার ম্যাচিউরড ঋণ পরিশোধের চাপ যোগ হয়েছে। এতে করে সোমবার (১৬ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৫ পয়েন্টের বড় দরপতন হয়। এই পরিস্থিতিতে আইসিবির ম্যাচিউরড ঋণ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিভিন্ন ব্যাংক থেকে গৃহিত ঋণ ম্যাচিউরড হওয়ায় চলতি মাসে আইসিবিকে ৭০০ কোটি টাকা পরিশোধ করার বাধ্যবাধকতা তৈরী হয়েছে। যা পরিশোধে প্রতিষ্ঠানটিকে হাতে থাকা সিকিউরিটিজ বিক্রির চাঁপে পড়তে হয়েছে। কিন্তু পুঁজিবাজারের মন্দাবস্থায় আইসিবির এই পরিস্থিতি অনেকটা মরার উপর খাড়ার ঘাঁয়ের মত। যে কারনে ঋণের ওই টাকা ১ বছরের জন্য নবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সমর্থন ও সহযোগিতা করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বাস্তবায়নে আইসিবির এখন ঋণের টাকা পরিশোধ করতে হবে না এবং সিকিউরিটিজ বিক্রির চাপ থাকবে না।

এদিকে আইসিবির শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার সক্ষমতা বৃদ্ধি করতে মঙ্গলবার (১৭ মে) সিএমএসএফ থেকে ৫০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এসব বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইসিবির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহিত ম্যারিচউরড ঋণ নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যা দ্রুতই বাস্তবায়ন হবে। ফলে এই মুহূর্তে আইসিবিকে ৭০০ কোটি টাকার ঋণ পরিশোধের জন্য সিকিউরিটিজ বিক্রি করতে হবে না। এরফলে প্রতিষ্ঠানটির হাতে থাকা নগদ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা সম্ভব হবে। এছাড়া এই বিনিয়োগকে আরও তরান্বিত করার জন্য আগামিকাল সিএমএসএফ থেকে ৫০ কোটি টাকা দেওয়া হবে।

তিনি বলেন, পাশাপাশি শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে মার্চের তুলনায় এপ্রিলে ডিলারদের বিনিয়োগ প্রায় ২০০ কোটি টাকা বেড়েছে।

ঢাকা/এসএ