০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বিতর্কের পর জার্সিতে লেখা হয়েছে ‘বাংলাদেশ’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • / ৪১৫৩ বার দেখা হয়েছে

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় ক্রিকেট দলের একটি জার্সির ডিজাইন নিয়ে বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, তারা ডিজাইনটিতে কিছু পরিবর্তন আনবে।

বিসিবি রোববার রাতে ডিজাইনটির ছবি প্রকাশ করে। তারপর থেকেই বিতর্ক শুরু হয়। ডিজাইনে দেখা যায়, লাল-সবুজ এই জার্সির বুকে বড় করে স্পন্সর প্রতিষ্ঠান ‘বেক্সিমকো’ এবং আরেকটু ছোট করে ‘আকাশ’ লেখা।

বেক্সিমকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্পন্সর। এবং আকাশ বেক্সিমকোরই একটি সহযোগি ব্র্যান্ড। বিতর্কের বিষয়, এত বড় করে স্পন্সরের নাম কেন এবং ‘বাংলাদেশ’ শব্দটি কোথাও লেখা নেই কেন?

বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে অনেকেই এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

কেনো বাংলাদেশের নাম এই ডিজাইনে যোগ করা হয়নি? ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খানের যুক্তি, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো বিষয়টা আয়োজন করে, বাংলাদেশের সব জার্সিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো থাকে ও সেখানে লেখা থাকে ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’।

তিনি বলেন, বাংলাদেশ লিখতে হবে যে এমন কোনো কথা নেই, এটা তো বাংলাদেশই পরছে। বিশ্বকাপে লিখতে হয়, অনেক দেশ খেলে সেখানে।

রোববার রাতে এই জার্সির ডিজাইনের ছবি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে কিছুক্ষণ পর অনেক ব্যবহারকারী আরেকটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় জার্সির সম্মুখভাগে ‘বেক্সিমকো’ শব্দটির নিচে ‘বাংলাদেশ’ লেখা। এই ছবিটির সত্যতা যাচাই করা যায়নি।

কিন্তু আকরাম খান বলছেন, ‘বাংলাদেশ’ শব্দটি জার্সিতে যোগ করার সিদ্ধান্ত হয়েছে। তবে “সামনে না পেছনে যোগ করা হবে সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই।

২০২১ সালে বাংলাদেশ পালন করবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই উপলক্ষেই ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের সীমিত ওভারের ম্যাচগুলোতে এই জার্সি পরার কথা স্বাগতিকদের।

জার্সিটিকে বরাবরের মতোই বাংলাদেশের পতাকায় থাকা লাল ও সবুজ রং দিয়ে ডিজাইন করা হয়েছে। আকরাম খান বলেন, এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। সূত্র: বিবিসি বাংলা। 

শেয়ার করুন

x
English Version

বিতর্কের পর জার্সিতে লেখা হয়েছে ‘বাংলাদেশ’

আপডেট: ০১:০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় ক্রিকেট দলের একটি জার্সির ডিজাইন নিয়ে বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে, তারা ডিজাইনটিতে কিছু পরিবর্তন আনবে।

বিসিবি রোববার রাতে ডিজাইনটির ছবি প্রকাশ করে। তারপর থেকেই বিতর্ক শুরু হয়। ডিজাইনে দেখা যায়, লাল-সবুজ এই জার্সির বুকে বড় করে স্পন্সর প্রতিষ্ঠান ‘বেক্সিমকো’ এবং আরেকটু ছোট করে ‘আকাশ’ লেখা।

বেক্সিমকো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্পন্সর। এবং আকাশ বেক্সিমকোরই একটি সহযোগি ব্র্যান্ড। বিতর্কের বিষয়, এত বড় করে স্পন্সরের নাম কেন এবং ‘বাংলাদেশ’ শব্দটি কোথাও লেখা নেই কেন?

বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে অনেকেই এ নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

কেনো বাংলাদেশের নাম এই ডিজাইনে যোগ করা হয়নি? ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খানের যুক্তি, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো বিষয়টা আয়োজন করে, বাংলাদেশের সব জার্সিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো থাকে ও সেখানে লেখা থাকে ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’।

তিনি বলেন, বাংলাদেশ লিখতে হবে যে এমন কোনো কথা নেই, এটা তো বাংলাদেশই পরছে। বিশ্বকাপে লিখতে হয়, অনেক দেশ খেলে সেখানে।

রোববার রাতে এই জার্সির ডিজাইনের ছবি প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে কিছুক্ষণ পর অনেক ব্যবহারকারী আরেকটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় জার্সির সম্মুখভাগে ‘বেক্সিমকো’ শব্দটির নিচে ‘বাংলাদেশ’ লেখা। এই ছবিটির সত্যতা যাচাই করা যায়নি।

কিন্তু আকরাম খান বলছেন, ‘বাংলাদেশ’ শব্দটি জার্সিতে যোগ করার সিদ্ধান্ত হয়েছে। তবে “সামনে না পেছনে যোগ করা হবে সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই।

২০২১ সালে বাংলাদেশ পালন করবে স্বাধীনতার ৫০ বছর পূর্তি। এই উপলক্ষেই ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের সীমিত ওভারের ম্যাচগুলোতে এই জার্সি পরার কথা স্বাগতিকদের।

জার্সিটিকে বরাবরের মতোই বাংলাদেশের পতাকায় থাকা লাল ও সবুজ রং দিয়ে ডিজাইন করা হয়েছে। আকরাম খান বলেন, এখানে অন্য কোন রং নেই। আমাদের পতাকায় লাল সূর্যটা যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছে, যেভাবে স্বাধীনতার উদযাপন করেছে সেটা এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ আছে ওটাও আমরা ওখানে তুলে ধরেছি। সূত্র: বিবিসি বাংলা।