বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় যেসব কোম্পানি

- আপডেট: ০৪:০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
- / ১০৩৬৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫২টির বা ৪০.৬৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার সিভিও পেট্রোকেমিক্যালের ক্লোজিং দর ছিল ১৫৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসবিএসি ব্যাংকের ৯.৮৭ শতাংশ, আইপিডিসির ৯.৮৬ শতাংশ, পদ্মা লাইফের ৯.৮৫ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৮৫ শতাংশ, ইসলামি ফাইন্যান্সের ৯.৩৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.৮৪ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৮.৪৯ শতাংশ, আরামিট লিমিটেডের ৭.৯৪ শতাংশ এবং সালভো কেমিক্যালের ৭.৯২ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: