১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

বিশ্ববাজারে পর্যটন খাতকে আকর্ষণপূর্ণ করতে নানা উদ্যোগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১০৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল ডেস্ক: বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্ববাজারে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল করতে দুবাই এক্সপোকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে সম্ভাবনাময় বাংলাদেশকে অনন্যরূপে তুলে ধরা হয়।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার দুপুরে দুবাই এক্সপো প্রাঙ্গণে বাংলাদেশ প্যাভিলিয়নে ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ‘এক্সফ্লোর মুজিব বাংলাদেশ-এ হিডেন গেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সম্ভাবনা ও অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয় বিশ্ববাসীর সামনে।
 
সেমিনারে পর্যটন খাত থেকে আসা জিডিপির ৪ দশমিক ৪ ভাগকে বাড়িয়ে কীভাবে অধিক করা যায় সে ব্যাপারে বর্তমান সরকার মনোযোগী বলে উল্লেখ করা হয়। পাশাপাশি গার্মেন্টস, রেমিট্যান্স, কৃষি খাতের সমকক্ষে পর্যটনশিল্পকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হতে সেমিনারে আহ্বান জানান আলোচকরা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সিইও জাবেদ আহমেদ বলেন, এখানে আমাদের একটি অসাধারণ সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। আমরা আমাদের দেশের পর্যটনের সম্ভাবনা ও সম্পদকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ড. এ কে আবদুল মোমেন বলেন, আমাদের কালচারটা অনেকেই বাইরের দেশে ভালো করে জানে না, সেটা ইমপ্রুভ করার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি।

অনুষ্ঠানে কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলোর ভিজুয়াল ক্যালিগ্রাফি বিদেশিদের সামনে উপস্থাপন করা হয়। পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
সূত্র: সময় নিউজ
ঢাকা/এমআর

শেয়ার করুন

x
English Version

বিশ্ববাজারে পর্যটন খাতকে আকর্ষণপূর্ণ করতে নানা উদ্যোগ

আপডেট: ১২:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্ববাজারে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল করতে দুবাই এক্সপোকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে সম্ভাবনাময় বাংলাদেশকে অনন্যরূপে তুলে ধরা হয়।  

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শনিবার দুপুরে দুবাই এক্সপো প্রাঙ্গণে বাংলাদেশ প্যাভিলিয়নে ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ‘এক্সফ্লোর মুজিব বাংলাদেশ-এ হিডেন গেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সম্ভাবনা ও অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয় বিশ্ববাসীর সামনে।
 
সেমিনারে পর্যটন খাত থেকে আসা জিডিপির ৪ দশমিক ৪ ভাগকে বাড়িয়ে কীভাবে অধিক করা যায় সে ব্যাপারে বর্তমান সরকার মনোযোগী বলে উল্লেখ করা হয়। পাশাপাশি গার্মেন্টস, রেমিট্যান্স, কৃষি খাতের সমকক্ষে পর্যটনশিল্পকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হতে সেমিনারে আহ্বান জানান আলোচকরা।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সিইও জাবেদ আহমেদ বলেন, এখানে আমাদের একটি অসাধারণ সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। আমরা আমাদের দেশের পর্যটনের সম্ভাবনা ও সম্পদকে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ড. এ কে আবদুল মোমেন বলেন, আমাদের কালচারটা অনেকেই বাইরের দেশে ভালো করে জানে না, সেটা ইমপ্রুভ করার জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি।

অনুষ্ঠানে কক্সবাজার, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের পর্যটন স্থাপনাগুলোর ভিজুয়াল ক্যালিগ্রাফি বিদেশিদের সামনে উপস্থাপন করা হয়। পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
সূত্র: সময় নিউজ
ঢাকা/এমআর