০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

ভারতীয় নারীদের জন্য অনিরাপদ শহর দিল্লি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / ৪১৫২ বার দেখা হয়েছে

এনসিআরবির তথ্য অনুযায়ী, নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ১৯টি মহানগরীতে হওয়া মোট মামলার ৩২ দশমিক ২০ শতাংশই দিল্লিতে নথিবদ্ধ হয়েছে। এসব মহানগরে গত বছর এ ধরনের মোট মামলা হয়েছে ৪৩ হাজার ৪১৪।

নারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে দিল্লির পরই রয়েছে আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। এ ধরনের ৫ হাজার ৫৪৩টি মামলা হয়েছে এ শহরে। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে হয়েছে ৩ হাজার ১২৭টি মামলা।

মোট ১৯টি মহানগরীতে হওয়া এ ধরনের মামলার ১২ দশমিক ৭৬ শতাংশ নথিবদ্ধ হয়েছে মুম্বাইতে। আর বেঙ্গালুরুতে হয়েছে ৭ দশমিক ২ শতাংশ মামলা।

২০ লাখের বেশি মানুষের বসবাস আছে, এমন মহানগরগুলোর সঙ্গে তুলনায় নারী অপহরণ (৩,৯৪৮), স্বামী কর্তৃক নির্যাতন (৪,৬৭৪) এবং নাবালিকা ধর্ষণের (৮৩৩) ক্ষেত্রেও সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজধানী দিল্লিতে। এ মহানগরে ২০২১ সালে দিনে দুজন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে।

গত বছর দিল্লিতে যৌতুকসংক্রান্ত ১৩৬টি মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ১৯টি মহানগরীতে হওয়া এ ধরনের মোট মামলার হিসাবে এ সংখ্যা ৩৬ দশমিক ২৬ শতাংশ।

এ ছাড়া পোশাক পরিধানসংক্রান্ত বিষয় নিয়ে গত বছর নারীদের ওপর ২ হাজার ২২টি হামলার ঘটনা ঘটেছে বলেও এনসিআরবির তথ্যে উঠে এসেছে।

আরো পড়ুন: রাশিয়া থেকে তেল কিনতে চুক্তি করতে যাচ্ছে তালেবান

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

ভারতীয় নারীদের জন্য অনিরাপদ শহর দিল্লি

আপডেট: ০৬:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

এনসিআরবির তথ্য অনুযায়ী, নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ১৯টি মহানগরীতে হওয়া মোট মামলার ৩২ দশমিক ২০ শতাংশই দিল্লিতে নথিবদ্ধ হয়েছে। এসব মহানগরে গত বছর এ ধরনের মোট মামলা হয়েছে ৪৩ হাজার ৪১৪।

নারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনে দিল্লির পরই রয়েছে আর্থিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। এ ধরনের ৫ হাজার ৫৪৩টি মামলা হয়েছে এ শহরে। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুতে হয়েছে ৩ হাজার ১২৭টি মামলা।

মোট ১৯টি মহানগরীতে হওয়া এ ধরনের মামলার ১২ দশমিক ৭৬ শতাংশ নথিবদ্ধ হয়েছে মুম্বাইতে। আর বেঙ্গালুরুতে হয়েছে ৭ দশমিক ২ শতাংশ মামলা।

২০ লাখের বেশি মানুষের বসবাস আছে, এমন মহানগরগুলোর সঙ্গে তুলনায় নারী অপহরণ (৩,৯৪৮), স্বামী কর্তৃক নির্যাতন (৪,৬৭৪) এবং নাবালিকা ধর্ষণের (৮৩৩) ক্ষেত্রেও সবচেয়ে বেশি মামলা হয়েছে রাজধানী দিল্লিতে। এ মহানগরে ২০২১ সালে দিনে দুজন করে নাবালিকা ধর্ষণের শিকার হয়েছে।

গত বছর দিল্লিতে যৌতুকসংক্রান্ত ১৩৬টি মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ১৯টি মহানগরীতে হওয়া এ ধরনের মোট মামলার হিসাবে এ সংখ্যা ৩৬ দশমিক ২৬ শতাংশ।

এ ছাড়া পোশাক পরিধানসংক্রান্ত বিষয় নিয়ে গত বছর নারীদের ওপর ২ হাজার ২২টি হামলার ঘটনা ঘটেছে বলেও এনসিআরবির তথ্যে উঠে এসেছে।

আরো পড়ুন: রাশিয়া থেকে তেল কিনতে চুক্তি করতে যাচ্ছে তালেবান

ঢাকা/এসএ