০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

ম্যাচ সেন্টার: সৌম্য বিহীন মাঠে নামছে টাইগাররা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ৪১৪৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাত সকালে এল লঙ্কান দলে করোনার খবর। তাতে সৃষ্টি হয় শঙ্কাও। তবে শেষমেশ সব শঙ্কা উড়িয়ে দিয়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। 

সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তাকে ছাড়াই সিরিজের শুরুতে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ 

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, সাইফ উদ্দীন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিরিজ জয়ের হাতছানি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী এক দল। আর দেশের মাঠে তো ৫০ ওভারের ক্রিকেটে দল দুর্দান্ত ছন্দে। এবার নতুন চেহারার শ্রীলঙ্কার মুখোমুখি পূর্ণ শক্তির বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা তিন জয়ে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগে যাত্রা টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠার দারুণ সুযোগ তামিম ইকবালদের। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির লড়াই। দলে ফিরেছেন সাকিব আল হাসান। নিশ্চিত করেই স্বস্তি দিচ্ছে তামিম ইকবালকে। আছেন অন্য সেরা তারকারাও। সব মিলিয়ে সিরিজ জয়ের হাতছানি নিয়েই আজ মাঠে টাইগাররা।

লক্ষ্য ৩০ পয়েন্ট

আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচ। প্রতি ম্যাচেই জয়ী দল পাবে ১০ পয়েন্ট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে জিতে বাংলাদেশ এরইমধ্যে তুলেছে ৩০ পয়েন্ট। প্রতিপক্ষ শ্রীলঙ্কা স্বস্তিতে নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হারিয়েছে ৩০ পয়েন্ট। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে সুপার লিগের শীর্ষ ৮ দলের মধ্যে থাকা বাধ্যতামূলক। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সমান ৪০ পয়েন্ট নিয়ে এরপরই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। 

সাত সকালে করোনা-নাটকীয়তা

করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কান দলের তিন সদস্যের শরীরে। আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর মোটে চার ঘণ্টা আগে রোববার এ খবরে রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা নেই। আর যাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল, তার দুটোই ছিল ‘ভিত্তিহীন’। আর অন্যজনের ব্যাপারে ধারণা করা হচ্ছে তিনি ফলস পজিটিভ। ফলে সূচি অনুসারে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

ম্যাচ সেন্টার: সৌম্য বিহীন মাঠে নামছে টাইগাররা

আপডেট: ১২:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
বিজনেস জার্নাল প্রতিবেদক: সাত সকালে এল লঙ্কান দলে করোনার খবর। তাতে সৃষ্টি হয় শঙ্কাও। তবে শেষমেশ সব শঙ্কা উড়িয়ে দিয়েই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। 

সৌম্যকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

প্রথম ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তাকে ছাড়াই সিরিজের শুরুতে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ 

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, সাইফ উদ্দীন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিরিজ জয়ের হাতছানি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী এক দল। আর দেশের মাঠে তো ৫০ ওভারের ক্রিকেটে দল দুর্দান্ত ছন্দে। এবার নতুন চেহারার শ্রীলঙ্কার মুখোমুখি পূর্ণ শক্তির বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টানা তিন জয়ে আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগে যাত্রা টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে হারের ধাক্কা সামলে উঠার দারুণ সুযোগ তামিম ইকবালদের। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির লড়াই। দলে ফিরেছেন সাকিব আল হাসান। নিশ্চিত করেই স্বস্তি দিচ্ছে তামিম ইকবালকে। আছেন অন্য সেরা তারকারাও। সব মিলিয়ে সিরিজ জয়ের হাতছানি নিয়েই আজ মাঠে টাইগাররা।

লক্ষ্য ৩০ পয়েন্ট

আইসিসি ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচ। প্রতি ম্যাচেই জয়ী দল পাবে ১০ পয়েন্ট। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে জিতে বাংলাদেশ এরইমধ্যে তুলেছে ৩০ পয়েন্ট। প্রতিপক্ষ শ্রীলঙ্কা স্বস্তিতে নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হারিয়েছে ৩০ পয়েন্ট। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে সুপার লিগের শীর্ষ ৮ দলের মধ্যে থাকা বাধ্যতামূলক। ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সমান ৪০ পয়েন্ট নিয়ে এরপরই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার। বাংলাদেশের সমান ৩০ পয়েন্ট নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। 

সাত সকালে করোনা-নাটকীয়তা

করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল শ্রীলঙ্কান দলের তিন সদস্যের শরীরে। আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ মাঠে গড়ানোর মোটে চার ঘণ্টা আগে রোববার এ খবরে রীতিমতো হুমকির মুখে পড়ে গিয়েছিল প্রথম ওয়ানডে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা নেই। আর যাদের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল, তার দুটোই ছিল ‘ভিত্তিহীন’। আর অন্যজনের ব্যাপারে ধারণা করা হচ্ছে তিনি ফলস পজিটিভ। ফলে সূচি অনুসারে ঠিক সময়েই মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: