০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ায় বৃত্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / ৪২০১ বার দেখা হয়েছে

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা আজকাল অনেক শিক্ষার্থীর স্বপ্ন। সঠিক পরিকল্পনার অভাবে ও বাস্তব জ্ঞান না থাকার কারণে এই স্বপ্ন মাঝে মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়। বিদেশে পড়াশোনা করতে চাইলে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে।

শতভাগ স্কলারশিপ নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা

ওপেন ডোরস বা উন্মুক্ত দরজা হলো রাশিয়ান একটি স্কলারশিপ প্রকল্প, যা রাশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিয়ে থাকে।

‘গ্লোবাল ইউনিভার্সিটিস’ সমিতি এবং রাশিয়ান শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ওপেন ডোরস নামক রাশিয়ান বৃত্তি দেওয়া হয়। এ স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীদের একটি অনলাইন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়; যা কেবল মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য দেওয়া হয়। এই প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপরা রাশিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি পান ও তাদের টিউশন ফি রাশিয়ার সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে। এ স্কলারশিপের উদ্দেশ্য হলো, বৈশ্বিক গবেষণা এবং শিক্ষাব্যবস্থায় রাশিয়ার অবস্থান বাড়ানো। এসব বিশ্ববিদ্যালয়ে ২১ জন নোবেল পুরস্কার বিজয়ী প্রভাষক ও ৩ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ালেখা করেন। ডক্টরাল ট্র্যাকটিতে একটি অতিরিক্ত রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের সম্ভাব্য গবেষণা উপদেষ্টাদের সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে হবে। যদি সাক্ষাৎকারটি সফল হয়, তবে অংশগ্রহণকারী যারা মনোনীত করেছেন তাদের মধ্য থেকে একজন গবেষণা উপদেষ্টা বেছে নিতে পারবেন।

যারা স্কলারশিপ পাবেন তারা যে বিষয়ে পড়তে পারবেন:

>> গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা

>> ক্লিনিক্যাল মেডিসিন ও জনস্বাস্থ্য

>> কম্পিউটার ও ডাটা বিজ্ঞান

>> ব্যবসা ব্যবস্থাপনা

>> রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক

>> জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তি

>> স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞান

>> শারীরিক বিজ্ঞান

>> ভাষাতত্ত্ব এবং আধুনিক ভাষা

>> রসায়ন ও পদার্থ বিজ্ঞান

>> অর্থনীতি এবং একনোমেট্রিক্স

>> প্রকৌশলী বিদ্যা

>> ভূ-বিজ্ঞান

>> শিক্ষা

সুযোগ-সুবিধাগুলো

যারা স্কলারশিপ পাবেন তারা সবাই রাশিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন- সেইসঙ্গে তাদের যাবতীয় খরচ রাশিয়ার সরকার বহন করবে। অর্থাৎ তারা ১০০ শতাংশ স্কলারশিপ পাবেন।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রিধারী (মাস্টার্স ট্র্যাকের জন্য) বা মাস্টার্স ডিগ্রি (ডক্টরাল ট্র্যাকের জন্য) অংশগ্রহণকারীদের রাশিয়ান বা ইংরেজি ভাষায় পড়ালেখা করতে হবে। তাই যে কোনো এক ভাষায় দক্ষ হতে হবে। রাশিয়ান ছাড়া সবাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ১০। বিস্তারিত: https://od.globaluni.ru/en/

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সিএসইআরআই ফেলোশিপ ২০২১-২২

সেন্টার ফর স্টাডি অব অ্যাথনিটিসিটি, রেস অ্যান্ড ইমিগ্রেশন (সিএসইআরআই) ১২ অক্টোবর, ২০২০ থেকে সামাজিক বিজ্ঞানে এক বছরের পোস্ট ডক্টোরাল গবেষণা ফেলোশিপের (দ্বিতীয় বছরের জন্য সম্ভাব্য নবায়নসহ) জন্য অ্যাপ্লিকেশন পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করেছে।

সিএসইআরআই হলো পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এবং স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস দ্বারা সমর্থিত একটি কেন্দ্রীয় উদ্যোগ। এই পোস্ট ডক্টরাল ফেলোশিপ ছাড়াও, সিএসইআরআই ভিজিটিং স্কলারসদের আমন্ত্রণ জানায় এবং স্নাতক শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় অনুষদ উপদেষ্টা কাউন্সিল ও সহযোগী সংস্থাগুলো এবং পেনের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক বিজ্ঞান গবেষণার কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করে থাকে।

২০২১-২০২২-এর সিএসইআরআই পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো অনুষদ স্নাতক ছাত্রদের জন্য কর্মশালার আয়োজন ও অংশগ্রহণ নিশ্চিত করবে, স্নাতক শিক্ষার্থী এবং স্নাতকোত্তরদের গবেষণা অনুদানপ্রাপ্তির অগ্রগতির মূল্যায়নে সহায়তা দেবে। তবে এই ফেলো যিনি হবেন তিনি নিজস্ব গবেষণা চালানোর পাশাপাশি মূলত পেন স্কলারস সম্প্রদায়ের বুদ্ধিবৃত্তিক চর্চায় আরও ব্যাপকভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ সময় বাধ্যতামূলক শিক্ষাদানের কোনো দায়িত্ব নেই, তবে পোস্ট-ডকরট অবস্থায় আবাসিকভাবে থাকার বাধ্যকতা রয়েছে।

এই প্রোগ্রাম অভ্যন্তরীণ বিভিন্ন জ্ঞান শাখায় গবেষণা, সহযোগিতা এবং সাহচর্যকে মূল্যায়ন করে, একটি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্প্রদায় হিসেবে পরিচিত হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্থান: যুক্তরাষ্ট্র

সুযোগ-সুবিধাগুলো

পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য স্টাইপেন্ড ৫৩ হাজার ডলারের সঙ্গে সম্পর্কিত ফি এবং স্বতন্ত্র স্বাস্থ্য বীমা। অতিরিক্ত তহবিলের জন্য আবেদনের সুযোগসহ এ অবস্থানটি গবেষণা সহায়তায় ২ হাজার ৫০০ ডলার প্রদান।

আবেদনের যোগ্যতা

অ্যাপ্লিকেশনগুলো শুধু তাদের কাছ থেকে গ্রহণ করা হচ্ছে, যারা সামাজিক বিজ্ঞানবিষয়ক ক্ষেত্রগুলোয় তাদের পিএইচডি করেছেন বা বিগত দুই বছরে সমমানের ডিগ্রিতে রয়েছেন (২০১৯ সালের আগে নয়), যারা ২০২১ সালের জুলাইয়ের মধ্যে তাদের ডিগ্রি শেষ করার প্রত্যাশা করেন।

বিশেষ দক্ষতা মূলত পরিসংখ্যানগত বিশ্নেষণ, গুণগত সফটওয়্যার, জিআইএস, পরীক্ষামূলক এবং অন্যান্য পদ্ধতির দক্ষতা থাকা প্রয়োজনীয়, তবে বাঞ্ছনীয় নয়। নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের আবেদন পাঠানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ২১, ২০২০। বিস্তারিত : https://web.sas.upenn.edu/cseri/opportunities/post-doctoral-fellowship/

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়। দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে বুড্ডিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। এ স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আবেদন কবে?

২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় কত শতাংশ ব্যয় বহন করবে?

স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য প্রতি শিক্ষাবছর ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা।

স্কলারশিপ পেতে যা লাগবে

এ স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। শিক্ষার্থীকে নিজ থেকে বুড্ডিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। সেই সঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠানপ্রধান থেকে সন্তোষজনক ছাড়পত্র নিতে হবে। বিস্তারিত: https://www.sydney.edu.au/scholarships/ b/the-khyentse-foundation-scholarship.html

শেয়ার করুন

x

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়ায় বৃত্তি

আপডেট: ০২:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করা আজকাল অনেক শিক্ষার্থীর স্বপ্ন। সঠিক পরিকল্পনার অভাবে ও বাস্তব জ্ঞান না থাকার কারণে এই স্বপ্ন মাঝে মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়। বিদেশে পড়াশোনা করতে চাইলে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকতে হবে।

শতভাগ স্কলারশিপ নিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা

ওপেন ডোরস বা উন্মুক্ত দরজা হলো রাশিয়ান একটি স্কলারশিপ প্রকল্প, যা রাশিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিয়ে থাকে।

‘গ্লোবাল ইউনিভার্সিটিস’ সমিতি এবং রাশিয়ান শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ওপেন ডোরস নামক রাশিয়ান বৃত্তি দেওয়া হয়। এ স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীদের একটি অনলাইন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়; যা কেবল মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য দেওয়া হয়। এই প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপরা রাশিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি পান ও তাদের টিউশন ফি রাশিয়ার সরকার কর্তৃক দেওয়া হয়ে থাকে। এ স্কলারশিপের উদ্দেশ্য হলো, বৈশ্বিক গবেষণা এবং শিক্ষাব্যবস্থায় রাশিয়ার অবস্থান বাড়ানো। এসব বিশ্ববিদ্যালয়ে ২১ জন নোবেল পুরস্কার বিজয়ী প্রভাষক ও ৩ লাখ ৬০ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়ালেখা করেন। ডক্টরাল ট্র্যাকটিতে একটি অতিরিক্ত রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের সম্ভাব্য গবেষণা উপদেষ্টাদের সঙ্গে একটি সাক্ষাৎকার দিতে হবে। যদি সাক্ষাৎকারটি সফল হয়, তবে অংশগ্রহণকারী যারা মনোনীত করেছেন তাদের মধ্য থেকে একজন গবেষণা উপদেষ্টা বেছে নিতে পারবেন।

যারা স্কলারশিপ পাবেন তারা যে বিষয়ে পড়তে পারবেন:

>> গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা

>> ক্লিনিক্যাল মেডিসিন ও জনস্বাস্থ্য

>> কম্পিউটার ও ডাটা বিজ্ঞান

>> ব্যবসা ব্যবস্থাপনা

>> রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক

>> জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তি

>> স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞান

>> শারীরিক বিজ্ঞান

>> ভাষাতত্ত্ব এবং আধুনিক ভাষা

>> রসায়ন ও পদার্থ বিজ্ঞান

>> অর্থনীতি এবং একনোমেট্রিক্স

>> প্রকৌশলী বিদ্যা

>> ভূ-বিজ্ঞান

>> শিক্ষা

সুযোগ-সুবিধাগুলো

যারা স্কলারশিপ পাবেন তারা সবাই রাশিয়ার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন- সেইসঙ্গে তাদের যাবতীয় খরচ রাশিয়ার সরকার বহন করবে। অর্থাৎ তারা ১০০ শতাংশ স্কলারশিপ পাবেন।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রিধারী (মাস্টার্স ট্র্যাকের জন্য) বা মাস্টার্স ডিগ্রি (ডক্টরাল ট্র্যাকের জন্য) অংশগ্রহণকারীদের রাশিয়ান বা ইংরেজি ভাষায় পড়ালেখা করতে হবে। তাই যে কোনো এক ভাষায় দক্ষ হতে হবে। রাশিয়ান ছাড়া সবাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ১০। বিস্তারিত: https://od.globaluni.ru/en/

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সিএসইআরআই ফেলোশিপ ২০২১-২২

সেন্টার ফর স্টাডি অব অ্যাথনিটিসিটি, রেস অ্যান্ড ইমিগ্রেশন (সিএসইআরআই) ১২ অক্টোবর, ২০২০ থেকে সামাজিক বিজ্ঞানে এক বছরের পোস্ট ডক্টোরাল গবেষণা ফেলোশিপের (দ্বিতীয় বছরের জন্য সম্ভাব্য নবায়নসহ) জন্য অ্যাপ্লিকেশন পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করেছে।

সিএসইআরআই হলো পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এবং স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস দ্বারা সমর্থিত একটি কেন্দ্রীয় উদ্যোগ। এই পোস্ট ডক্টরাল ফেলোশিপ ছাড়াও, সিএসইআরআই ভিজিটিং স্কলারসদের আমন্ত্রণ জানায় এবং স্নাতক শিক্ষার্থীদের জন্য কর্মশালার আয়োজন করে কেন্দ্রীয় অনুষদ উপদেষ্টা কাউন্সিল ও সহযোগী সংস্থাগুলো এবং পেনের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক বিজ্ঞান গবেষণার কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করে থাকে।

২০২১-২০২২-এর সিএসইআরআই পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো অনুষদ স্নাতক ছাত্রদের জন্য কর্মশালার আয়োজন ও অংশগ্রহণ নিশ্চিত করবে, স্নাতক শিক্ষার্থী এবং স্নাতকোত্তরদের গবেষণা অনুদানপ্রাপ্তির অগ্রগতির মূল্যায়নে সহায়তা দেবে। তবে এই ফেলো যিনি হবেন তিনি নিজস্ব গবেষণা চালানোর পাশাপাশি মূলত পেন স্কলারস সম্প্রদায়ের বুদ্ধিবৃত্তিক চর্চায় আরও ব্যাপকভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ সময় বাধ্যতামূলক শিক্ষাদানের কোনো দায়িত্ব নেই, তবে পোস্ট-ডকরট অবস্থায় আবাসিকভাবে থাকার বাধ্যকতা রয়েছে।

এই প্রোগ্রাম অভ্যন্তরীণ বিভিন্ন জ্ঞান শাখায় গবেষণা, সহযোগিতা এবং সাহচর্যকে মূল্যায়ন করে, একটি সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ বুদ্ধিবৃত্তিক সম্প্রদায় হিসেবে পরিচিত হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ।

স্থান: যুক্তরাষ্ট্র

সুযোগ-সুবিধাগুলো

পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য স্টাইপেন্ড ৫৩ হাজার ডলারের সঙ্গে সম্পর্কিত ফি এবং স্বতন্ত্র স্বাস্থ্য বীমা। অতিরিক্ত তহবিলের জন্য আবেদনের সুযোগসহ এ অবস্থানটি গবেষণা সহায়তায় ২ হাজার ৫০০ ডলার প্রদান।

আবেদনের যোগ্যতা

অ্যাপ্লিকেশনগুলো শুধু তাদের কাছ থেকে গ্রহণ করা হচ্ছে, যারা সামাজিক বিজ্ঞানবিষয়ক ক্ষেত্রগুলোয় তাদের পিএইচডি করেছেন বা বিগত দুই বছরে সমমানের ডিগ্রিতে রয়েছেন (২০১৯ সালের আগে নয়), যারা ২০২১ সালের জুলাইয়ের মধ্যে তাদের ডিগ্রি শেষ করার প্রত্যাশা করেন।

বিশেষ দক্ষতা মূলত পরিসংখ্যানগত বিশ্নেষণ, গুণগত সফটওয়্যার, জিআইএস, পরীক্ষামূলক এবং অন্যান্য পদ্ধতির দক্ষতা থাকা প্রয়োজনীয়, তবে বাঞ্ছনীয় নয়। নারী, সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের আবেদন পাঠানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ২১, ২০২০। বিস্তারিত : https://web.sas.upenn.edu/cseri/opportunities/post-doctoral-fellowship/

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়। দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে বুড্ডিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে। এ স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আবেদন কবে?

২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় কত শতাংশ ব্যয় বহন করবে?

স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য প্রতি শিক্ষাবছর ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা।

স্কলারশিপ পেতে যা লাগবে

এ স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। শিক্ষার্থীকে নিজ থেকে বুড্ডিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। সেই সঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠানপ্রধান থেকে সন্তোষজনক ছাড়পত্র নিতে হবে। বিস্তারিত: https://www.sydney.edu.au/scholarships/ b/the-khyentse-foundation-scholarship.html