১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কমতে পারে রাতের তাপমাত্রা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • / ৪১৭২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নভেম্বরের মাঝামাঝি থেকে রাতে ও সকালে ঠাণ্ডা অনুভব করলেও আস্তে আস্তে শীতের আমেজটা বাড়ছে। এছাড়া ইতি মধ্যেই উত্তরাঞ্চলে শীত পড়ে গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতে তাপমাত্রা কমে যায়। এই অবস্থার মধ্যে মঙ্গলবার থেকে ভোরে দেশের বিভিন্ন অঞ্চল কিছুটা কুয়াশা দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছে, কিছুদিন ধরে দেশের কিছু এলাকায় কুয়াশার মতো দেখা গেলেও তা কুয়াশা নয়। মূলত জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ মাসের শেষ থেকে কুয়াশা পড়া শুরু হবে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

কমতে পারে রাতের তাপমাত্রা

আপডেট: ০১:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: নভেম্বরের মাঝামাঝি থেকে রাতে ও সকালে ঠাণ্ডা অনুভব করলেও আস্তে আস্তে শীতের আমেজটা বাড়ছে। এছাড়া ইতি মধ্যেই উত্তরাঞ্চলে শীত পড়ে গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা বেশি থাকলেও রাতে তাপমাত্রা কমে যায়। এই অবস্থার মধ্যে মঙ্গলবার থেকে ভোরে দেশের বিভিন্ন অঞ্চল কিছুটা কুয়াশা দেখা গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছে, কিছুদিন ধরে দেশের কিছু এলাকায় কুয়াশার মতো দেখা গেলেও তা কুয়াশা নয়। মূলত জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ মাসের শেষ থেকে কুয়াশা পড়া শুরু হবে।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/এমটি