০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফেসবুক জিহাদিদের পাল্লায় পড়েছে: তসলিমা নাসরিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / ৪১২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশি হিন্দুদের পক্ষে প্রতিবাদ মূলক কথা বলার কারণেই ফেসবুক থেকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। এবার এমনই অভিযোগ উঠালেন তিনি। তসলিমার আইডিতে একের পর এক রিপোর্ট করা হয়। সেই রিপোর্টের প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ তসলিমার আইডি এক সপ্তাহের জন্য ব্যান করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

ব্যান তুলে নেওয়ার পর তসলিমা নিজের সোশ্যাল আইডিতে দাবি করেছেন, আবারও ফেসবুকের জারি করা সাতদিনের ব্যান কাটালাম। ফেসবুক জিহাদিদের পাল্লায় পড়েছে, এ আমি নিশ্চিত। জিহাদিদের বহু পুরোনো টার্গেট আমি। জিহাদি লিঙ্গপালেরা যখন রিপোর্ট করে, সদলবলে করে। আর ফেসবুকে যে জিহাদিরা কর্মরত, তারা তো উল্লসিত টার্গেট কতল করার সুযোগ পেয়ে। ফেসবুককে এই লিঙ্গপালেরা একদিন হয়তো জিহাদিস্থান বানিয়ে ছাড়বে। মানব কল্যাণের জন্য কথা বলার অনুমতি মেলে না, কিন্তু মানুষকে কুপিয়ে মারার অস্ত্রগুলো ধারালো করার অনুমতি ঠিকই মেলে।

 

 

এর আগে ফেসবুক আইডি ব্যান হওয়ার পর টুইটারে তসলিমা লিখেছিলেন, সত্যি কথা বলার জন্যই তাকে নিষিদ্ধ করা হয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। এই নিয়ে তিনি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এদিন একটি টুইট করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।’ পরে অপর একটি টুইটে বিস্তারিত ভাবে তিনি লেখেন, ‘ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছে এটা লেখার জন্য – ইসলামপন্থী উগ্রবাদীরা বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ধ্বংস করেছে এই বিশ্বাস করে যে হিন্দুরা হনুমানের পায়ের ওপর কোরআন রেখেছে। কিন্তু যখন জানা গেল ইকবাল হোসেন সেটা করেছেন, হিন্দুরা নয়, ইসলামপন্থীরা চুপ হয়ে গেছে। তারা ইকবালের বিরুদ্ধে কিছু বলেনি বা কিছু করেনি…’

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

ফেসবুক জিহাদিদের পাল্লায় পড়েছে: তসলিমা নাসরিন

আপডেট: ১২:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: সম্প্রতি বাংলাদেশি হিন্দুদের পক্ষে প্রতিবাদ মূলক কথা বলার কারণেই ফেসবুক থেকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে। এবার এমনই অভিযোগ উঠালেন তিনি। তসলিমার আইডিতে একের পর এক রিপোর্ট করা হয়। সেই রিপোর্টের প্রেক্ষিতে ফেসবুক কর্তৃপক্ষ তসলিমার আইডি এক সপ্তাহের জন্য ব্যান করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

ব্যান তুলে নেওয়ার পর তসলিমা নিজের সোশ্যাল আইডিতে দাবি করেছেন, আবারও ফেসবুকের জারি করা সাতদিনের ব্যান কাটালাম। ফেসবুক জিহাদিদের পাল্লায় পড়েছে, এ আমি নিশ্চিত। জিহাদিদের বহু পুরোনো টার্গেট আমি। জিহাদি লিঙ্গপালেরা যখন রিপোর্ট করে, সদলবলে করে। আর ফেসবুকে যে জিহাদিরা কর্মরত, তারা তো উল্লসিত টার্গেট কতল করার সুযোগ পেয়ে। ফেসবুককে এই লিঙ্গপালেরা একদিন হয়তো জিহাদিস্থান বানিয়ে ছাড়বে। মানব কল্যাণের জন্য কথা বলার অনুমতি মেলে না, কিন্তু মানুষকে কুপিয়ে মারার অস্ত্রগুলো ধারালো করার অনুমতি ঠিকই মেলে।

 

 

এর আগে ফেসবুক আইডি ব্যান হওয়ার পর টুইটারে তসলিমা লিখেছিলেন, সত্যি কথা বলার জন্যই তাকে নিষিদ্ধ করা হয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে। এই নিয়ে তিনি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এদিন একটি টুইট করে তসলিমা নাসরিন লিখেছেন, ‘সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।’ পরে অপর একটি টুইটে বিস্তারিত ভাবে তিনি লেখেন, ‘ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছে এটা লেখার জন্য – ইসলামপন্থী উগ্রবাদীরা বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ধ্বংস করেছে এই বিশ্বাস করে যে হিন্দুরা হনুমানের পায়ের ওপর কোরআন রেখেছে। কিন্তু যখন জানা গেল ইকবাল হোসেন সেটা করেছেন, হিন্দুরা নয়, ইসলামপন্থীরা চুপ হয়ে গেছে। তারা ইকবালের বিরুদ্ধে কিছু বলেনি বা কিছু করেনি…’

ঢাকা/এমটি