০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাজস্থানের তৃতীয় ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ৪০৯৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্কঃ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। সোমবার (১৯ এপ্রিল) রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

চেন্নাই-রাজস্থান, দু’দলেরই এ মৌসুমের শুরুটা হয়েছে অনেকটা একই ভাবে। প্রথম ম্যাচ হারলেও, পরের ম্যাচে জয় পেয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। আসরের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান এবার টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে।
চোটের কারণে ছিটকে গেছেন বেন স্টোকস, এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন জফরা আর্চার। তবে ডেভিড মিলার সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। দিল্লির বিপক্ষে করেন ৪৩ বলে ৬২ রান। রাজস্থানের হয়ে এ ম্যাচেও মোস্তাফিজের একাদশে থাকা অনেকটা নিশ্চিত।

গেলো ম্যাচে দুই উইকেট নেন কাটার মাস্টার। ১৬ কোটি দামের যথার্থতা দিয়েছেন ক্রিস মরিস। পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। মানান ভোরার স্থানে দেখা যেতে পারে ইয়াশাভি জেসওয়ালকে।
অন্যদিকে, চেন্নাই স্বাগত জানাতে প্রস্তুত লুঙ্গি এনগিডিকে। যদিও ওয়াংখেড়েতে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামার সম্ভাবনা মহেন্দ্র সিং ধোনির। মুখোমুখি ২৩ দেখায় ১৪ জয়ে এগিয়ে চেন্নাই। তিনবারের চ্যাম্পিয়নদের বাড়তি আত্মবিশ্বাস দিবে, রাজস্থানের বিপক্ষে সুরেশ রায়নার দুর্দান্ত ফর্ম।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

রাজস্থানের তৃতীয় ম্যাচে অনিশ্চিত মোস্তাফিজ

আপডেট: ১২:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল ডেস্কঃ আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। সোমবার (১৯ এপ্রিল) রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

চেন্নাই-রাজস্থান, দু’দলেরই এ মৌসুমের শুরুটা হয়েছে অনেকটা একই ভাবে। প্রথম ম্যাচ হারলেও, পরের ম্যাচে জয় পেয়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। আসরের প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান এবার টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে।
চোটের কারণে ছিটকে গেছেন বেন স্টোকস, এখনো খেলার জন্য পুরোপুরি ফিট নন জফরা আর্চার। তবে ডেভিড মিলার সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন। দিল্লির বিপক্ষে করেন ৪৩ বলে ৬২ রান। রাজস্থানের হয়ে এ ম্যাচেও মোস্তাফিজের একাদশে থাকা অনেকটা নিশ্চিত।

গেলো ম্যাচে দুই উইকেট নেন কাটার মাস্টার। ১৬ কোটি দামের যথার্থতা দিয়েছেন ক্রিস মরিস। পরিবর্তন আসতে পারে ওপেনিংয়ে। মানান ভোরার স্থানে দেখা যেতে পারে ইয়াশাভি জেসওয়ালকে।
অন্যদিকে, চেন্নাই স্বাগত জানাতে প্রস্তুত লুঙ্গি এনগিডিকে। যদিও ওয়াংখেড়েতে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামার সম্ভাবনা মহেন্দ্র সিং ধোনির। মুখোমুখি ২৩ দেখায় ১৪ জয়ে এগিয়ে চেন্নাই। তিনবারের চ্যাম্পিয়নদের বাড়তি আত্মবিশ্বাস দিবে, রাজস্থানের বিপক্ষে সুরেশ রায়নার দুর্দান্ত ফর্ম।

ঢাকা/এসএ