০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রিং শাইন অধিগ্রহনে বাঁধ সেধেছে বেপজা: বিএসইসির হস্তক্ষেপ কামনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪৩৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলকে কিনে নিতে চাচ্ছে ওয়াইজ স্টার টেক্সটাইল, যেটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ-বেপজা এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মুলত, রিং শাইন বেপজায় অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তারের ক্ষেত্রে তারা যে অর্থ চাইছে তা ওয়াইজ স্টারের কাছে যুক্তিযুক্ত হচ্ছে না। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে তারা।

গত ৯ অক্টোবর কুইন সাউথ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জেমি ইয়াং বিএসইসিতে পাঠানো চিঠিতে বলেছেন, তারা রিং শাইন টেক্সটাইলকে কিনে নিতে চাচ্ছেন। কিন্তু বেপজার দেনা পাওয়ার ইস্যু বিষয়টি কঠিন করে তুলেছে।

আরও পড়ুন: পুঞ্জীভূত লোকসানি কোম্পানির ৪০ শতাংশ ডিভিডেন্ড: খতিয়ে দেখার দাবি

বেপজা বলেছে বর্তমানে রিং শাইনের দায় ৬০০ কোটি টাকা। তবে কোম্পানির সম্পদের পরিমাণ এর চেয়ে কম। আবার এই কোম্পানিকে কিনে নিয়ে চালু করতে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

রিং শাইনের ৬০০ কোটি টাকা দেনার মধ্যে পাওনার তালিকায় আছে বেপজা, ব্যাংক, কাস্টমস ও অন্যান্যরা।

জেমি ইয়াং বলছেন ব্যাংকের সঙ্গে তাদের কথা হয়েছে। ব্যাংক তাদের সঙ্গে সহযোগিতা করছে, কিছু সুদ ছাড়ও দিচ্ছে। বাকি ঋণ ধীরে ধীরে ফেরত নেবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: ৪৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

এনবিআর যে টাকা পায় সে বিষয়ে বৈঠক হচ্ছে সেখানেও অগ্রগতি আছে। কিন্তু বাধ সেধেছে বেপজা। তারা তাদের মোট পাওনার নূন্যতম ৩০ শতাংশ দুই মাসের মধ্যে চেয়েছে। এছাড়া প্রতি মাসে ২ শতাংশ সারচার্জ ধরছে, যার পরিমাণ মাসে প্রায় দেড় লাখ ডলার।

কিন্তু জেমি ইয়াং বলছেন, বেপজার পাওনার কিছু টাকা তারা দিতে পারবেন, আর পুরো টাকা ফেরত দিতে পারবেন ৫ বছরের কিস্তিতে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে তোলা টাকায় যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটানোর কথা ছিল। তবে সেই টাকা তারা ব্যবহার করার আগেই হস্তক্ষেপ করে বিএসইসি।

আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করবে ৩২ কোম্পানি

কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করার আগেই ২০১৯ সালের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। ডিভিডেন্ড ঘোষণার পরবর্তী লেনদেনে সার্কিট ব্রেকার থাকবে কি থাকবে না এমন অবস্থায় কোম্পানিটি নিয়ে তৈরি হয় জটিলতা। ১২ ডিসেম্বর কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে।

পরের বছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ করে ক্যাশ ও স্টক ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করে কিন্তু বার্ষিক সাধারণ সভা আর হয়নি।

তালিকাভুক্তির পরই প্রতারণার অভিযোগ

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে তোলা টাকায় যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটানোর কথা ছিল। তবে সেই টাকা তারা ব্যবহার করার আগেই হস্তক্ষেপ করে বিএসইসি।

কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করার আগেই ২০১৯ সালের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার পরবর্তী লেনদেনে সার্কিট ব্রেকার থাকবে কি থাকবে না এমন অবস্থায় কোম্পানিটি নিয়ে তৈরি হয় জটিলতা। ১২ ডিসেম্বর কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে।

পরের বছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ করে নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করে কিন্তু বার্ষিক সাধারণ সভা আর হয়নি।

যদিও কোম্পানিটি বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করে যার উদ্দেশ্য ছিল প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে তোলা টাকার ব্যবহারের খাত পরিবর্তন।

তখন অভিযোগ উঠে, কোম্পানিটির বিদেশি পরিচালকেরা আইপিওর মাধ্যমে তোলা টাকা নিয়ে নিজ দেশে চলে গেছেন। তবে সেটা সত্য প্রমাণ হয়নি। আর বিএসইসির অনুরোধে ২০২০ সালের জানুয়ারিতে কোম্পানির ব্যাংক হিসাব বন্ধ করে রাখে বাংলাদেশ ব্যাংক।

এই অবস্থায় বিনিয়োগকারীরা তাদের টাকা ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে। বিএসইসি গত বছরের ২৭ জানুয়ারি কোম্পানিটির বোর্ড পুনর্গঠন করে আগের পরিচালকদেরকে বাদ দিয়ে দেয়।

জানা গেছে, রিং সাইনকে উৎপাদনে নিয়ে আসার চেষ্টার পাশাপাশি আইপিওতে আসার আগে টাকা ছাড়া প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে যে অনিয়ম হয়েছিল সেটিরও সুরাহার চেষ্টা করা হচ্ছে।

আইপিওতে আসার আগে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৯ কোটি ৯৫ লাখ টাকা। উদ্যোক্তা বা পরিচালক ও ৭৩ জন সাধারণ শেয়ারধারীর কাছে ২৭৫ কোটি ১০ লাখ টাকার প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে এই পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৫ লাখ টাকা করা হয়। এর বিপরীতে কোনো টাকা পরিশোধ করা হয়নি।

রিংসাইনের বোর্ড পুনর্গঠনের পর তদন্ত করে এই বিষয়টি উদঘাটন করে বিএসইসি। এর পরে এসব শেয়ার বাতিলের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে এরপর এ বিষয়ে কী সিদ্ধান্ত হলো, সে বিষয়ে আর কিছু জানানো হয়নি।

রিং শাইনের পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২০৮ কোটি ৭৯ লাখ টাকা, বাজার মূলধন ৪৯০ কোটি ৩১ লাখ টাকা।

এ কোম্পানির ৫০ কোটি ৩ লাখ ৩ হাজার ৪৩ টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২১ দশমিক ৩২ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১১ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬০ দশমিক ৮০ শতাংশ।

২৭ কোটি ৫১ লাখ শেয়ার বাতিল হলে কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ২২৫ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা হবে ২২ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৪৩টি।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x
English Version

রিং শাইন অধিগ্রহনে বাঁধ সেধেছে বেপজা: বিএসইসির হস্তক্ষেপ কামনা

আপডেট: ১২:১৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলকে কিনে নিতে চাচ্ছে ওয়াইজ স্টার টেক্সটাইল, যেটি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান। কিন্তু বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ-বেপজা এই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মুলত, রিং শাইন বেপজায় অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তারের ক্ষেত্রে তারা যে অর্থ চাইছে তা ওয়াইজ স্টারের কাছে যুক্তিযুক্ত হচ্ছে না। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে তারা।

গত ৯ অক্টোবর কুইন সাউথ টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জেমি ইয়াং বিএসইসিতে পাঠানো চিঠিতে বলেছেন, তারা রিং শাইন টেক্সটাইলকে কিনে নিতে চাচ্ছেন। কিন্তু বেপজার দেনা পাওয়ার ইস্যু বিষয়টি কঠিন করে তুলেছে।

আরও পড়ুন: পুঞ্জীভূত লোকসানি কোম্পানির ৪০ শতাংশ ডিভিডেন্ড: খতিয়ে দেখার দাবি

বেপজা বলেছে বর্তমানে রিং শাইনের দায় ৬০০ কোটি টাকা। তবে কোম্পানির সম্পদের পরিমাণ এর চেয়ে কম। আবার এই কোম্পানিকে কিনে নিয়ে চালু করতে আরও ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।

রিং শাইনের ৬০০ কোটি টাকা দেনার মধ্যে পাওনার তালিকায় আছে বেপজা, ব্যাংক, কাস্টমস ও অন্যান্যরা।

জেমি ইয়াং বলছেন ব্যাংকের সঙ্গে তাদের কথা হয়েছে। ব্যাংক তাদের সঙ্গে সহযোগিতা করছে, কিছু সুদ ছাড়ও দিচ্ছে। বাকি ঋণ ধীরে ধীরে ফেরত নেবে বলে জানিয়েছে।

আরও পড়ুন: ৪৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

এনবিআর যে টাকা পায় সে বিষয়ে বৈঠক হচ্ছে সেখানেও অগ্রগতি আছে। কিন্তু বাধ সেধেছে বেপজা। তারা তাদের মোট পাওনার নূন্যতম ৩০ শতাংশ দুই মাসের মধ্যে চেয়েছে। এছাড়া প্রতি মাসে ২ শতাংশ সারচার্জ ধরছে, যার পরিমাণ মাসে প্রায় দেড় লাখ ডলার।

কিন্তু জেমি ইয়াং বলছেন, বেপজার পাওনার কিছু টাকা তারা দিতে পারবেন, আর পুরো টাকা ফেরত দিতে পারবেন ৫ বছরের কিস্তিতে।

প্রসঙ্গত, ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে তোলা টাকায় যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটানোর কথা ছিল। তবে সেই টাকা তারা ব্যবহার করার আগেই হস্তক্ষেপ করে বিএসইসি।

আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণা করবে ৩২ কোম্পানি

কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করার আগেই ২০১৯ সালের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। ডিভিডেন্ড ঘোষণার পরবর্তী লেনদেনে সার্কিট ব্রেকার থাকবে কি থাকবে না এমন অবস্থায় কোম্পানিটি নিয়ে তৈরি হয় জটিলতা। ১২ ডিসেম্বর কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে।

পরের বছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ করে ক্যাশ ও স্টক ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করে কিন্তু বার্ষিক সাধারণ সভা আর হয়নি।

তালিকাভুক্তির পরই প্রতারণার অভিযোগ

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে তোলা টাকায় যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটানোর কথা ছিল। তবে সেই টাকা তারা ব্যবহার করার আগেই হস্তক্ষেপ করে বিএসইসি।

কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করার আগেই ২০১৯ সালের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। লভ্যাংশ ঘোষণার পরবর্তী লেনদেনে সার্কিট ব্রেকার থাকবে কি থাকবে না এমন অবস্থায় কোম্পানিটি নিয়ে তৈরি হয় জটিলতা। ১২ ডিসেম্বর কোম্পানিটি পুঁজিবাজারে লেনদেন শুরু করে।

পরের বছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ করে নগদ ও বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করে কিন্তু বার্ষিক সাধারণ সভা আর হয়নি।

যদিও কোম্পানিটি বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করে যার উদ্দেশ্য ছিল প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে তোলা টাকার ব্যবহারের খাত পরিবর্তন।

তখন অভিযোগ উঠে, কোম্পানিটির বিদেশি পরিচালকেরা আইপিওর মাধ্যমে তোলা টাকা নিয়ে নিজ দেশে চলে গেছেন। তবে সেটা সত্য প্রমাণ হয়নি। আর বিএসইসির অনুরোধে ২০২০ সালের জানুয়ারিতে কোম্পানির ব্যাংক হিসাব বন্ধ করে রাখে বাংলাদেশ ব্যাংক।

এই অবস্থায় বিনিয়োগকারীরা তাদের টাকা ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে। বিএসইসি গত বছরের ২৭ জানুয়ারি কোম্পানিটির বোর্ড পুনর্গঠন করে আগের পরিচালকদেরকে বাদ দিয়ে দেয়।

জানা গেছে, রিং সাইনকে উৎপাদনে নিয়ে আসার চেষ্টার পাশাপাশি আইপিওতে আসার আগে টাকা ছাড়া প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে যে অনিয়ম হয়েছিল সেটিরও সুরাহার চেষ্টা করা হচ্ছে।

আইপিওতে আসার আগে কোম্পানিটির পরিশোধিত মূলধন ছিল ৯ কোটি ৯৫ লাখ টাকা। উদ্যোক্তা বা পরিচালক ও ৭৩ জন সাধারণ শেয়ারধারীর কাছে ২৭৫ কোটি ১০ লাখ টাকার প্লেসমেন্ট শেয়ার বিক্রির মাধ্যমে এই পরিশোধিত মূলধন ২৮৫ কোটি ৫ লাখ টাকা করা হয়। এর বিপরীতে কোনো টাকা পরিশোধ করা হয়নি।

রিংসাইনের বোর্ড পুনর্গঠনের পর তদন্ত করে এই বিষয়টি উদঘাটন করে বিএসইসি। এর পরে এসব শেয়ার বাতিলের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে এরপর এ বিষয়ে কী সিদ্ধান্ত হলো, সে বিষয়ে আর কিছু জানানো হয়নি।

রিং শাইনের পরিশোধিত মূলধন ৫০০ কোটি ৩১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২০৮ কোটি ৭৯ লাখ টাকা, বাজার মূলধন ৪৯০ কোটি ৩১ লাখ টাকা।

এ কোম্পানির ৫০ কোটি ৩ লাখ ৩ হাজার ৪৩ টি শেয়ার রয়েছে। এর মধ্যে ২১ দশমিক ৩২ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১১ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬০ দশমিক ৮০ শতাংশ।

২৭ কোটি ৫১ লাখ শেয়ার বাতিল হলে কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ২২৫ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা হবে ২২ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৪৩টি।

ঢাকা/এসআর