০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে ৩ মাসে সর্বোচ্চ দরপতন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • / ৪১৭৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত লকডাউনের ইস্যুকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের পুঁজিবাজারে। আর তাতে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির হিড়িক পড়ে। এই শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিল।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০০ পয়েন্ট। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ পতন। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ডিএসইর প্রধান সূচক ১৮২ পয়েন্ট কমেছিল। ডিএসইর পাশাপাশি অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৯৮ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং মিউচ্যুয়াল ফান্ডসহ সবকটি খাতের শেয়ার বিক্রির হিড়িক পড়ে। তাতে লেনদেনের প্রথম ৫ মিনিটে সূচক কমে ৭২ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারাও শেয়ার বিক্রি করে নগদ টাকা উত্তোলন করতে শুরু করেন। লেনদেনের এই ধারা দুপুর সোয়া ২টা পর্যন্ত অব্যাহত ছিল।

দিন শেষে ডিএসইতে মোট ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার আগের দিনের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ২৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের। এরপর ক্রমান্বয়ে রয়েছে মালেক স্পিনিং, কাট্টালী টেক্সটাইল, ম্যাক্সন স্পিনিং, আরগন ডেমিন, কুইন সাউথ টেক্সটাইল, মতিন স্পিনিং, ড্রাগন সোয়েটার এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ২১০ কোটি ৮ লাখ ২৫ হাজার ৯৭৭ টাকা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x

লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে ৩ মাসে সর্বোচ্চ দরপতন

আপডেট: ০৫:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকার ঘোষিত লকডাউনের ইস্যুকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশের পুঁজিবাজারে। আর তাতে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ জুন) লেনদেনের শুরুতেই শেয়ার বিক্রির হিড়িক পড়ে। এই শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ সময় পর্যন্ত অব্যাহত ছিল।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ১০০ পয়েন্ট। যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ পতন। এর আগে চলতি বছরের ৪ এপ্রিল ডিএসইর প্রধান সূচক ১৮২ পয়েন্ট কমেছিল। ডিএসইর পাশাপাশি অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৯৮ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, সকাল ১০টা থেকে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং মিউচ্যুয়াল ফান্ডসহ সবকটি খাতের শেয়ার বিক্রির হিড়িক পড়ে। তাতে লেনদেনের প্রথম ৫ মিনিটে সূচক কমে ৭২ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারাও শেয়ার বিক্রি করে নগদ টাকা উত্তোলন করতে শুরু করেন। লেনদেনের এই ধারা দুপুর সোয়া ২টা পর্যন্ত অব্যাহত ছিল।

দিন শেষে ডিএসইতে মোট ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৩০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। লেনদেন হয়েছে ১ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ৯৫ লাখ টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রোববার আগের দিনের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০০ পয়েন্ট কমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ২৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ২ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের। এরপর ক্রমান্বয়ে রয়েছে মালেক স্পিনিং, কাট্টালী টেক্সটাইল, ম্যাক্সন স্পিনিং, আরগন ডেমিন, কুইন সাউথ টেক্সটাইল, মতিন স্পিনিং, ড্রাগন সোয়েটার এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৮ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৮টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ২১০ কোটি ৮ লাখ ২৫ হাজার ৯৭৭ টাকা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: