০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

শর্ত সাপেক্ষে রাজধানীতে বিএনপিকে গণমিছিলের অনুমতি: ডিএমপি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • / ৪২৩০ বার দেখা হয়েছে

বিশৃঙ্খলা না করার শর্তে ৩০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় গণমিছিল করার জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে মহানগর পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ অনুমতি পায়। তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি।

রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে আসেন আমাদের সঙ্গে বৈঠক করতে। দলটির পক্ষ থেকে আগামী ৩০ ডিসেম্বর তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল করতে চান। আমরা সার্বিক বিষয় বিবেচনা করে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গণমিছিলকে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কি না প্রসঙ্গে কমিশনার বলেন, ‘বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না। তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতার চেষ্টা করা হয়। তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বিএনপির নির্ধারিত ৩০ ডিসেম্বরের গণমিছিল নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে মঙ্গলবার প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান বিএনপির ভাইস- চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে,নির্দিষ্ট রুটেই শুরু হবে।’

আরও পড়ুন: স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন আজ

বিএনপির এই নেতা আরও বলেন,‘গণমিছিল যেন বিএনপির পছন্দে রুটেই করতে পারি। সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে কোনও আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘এখানে আশ্বাস বা নিরাশার কোনও বিষয় না।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দফতরে আসেন বিএনপির ভাইস- চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় এ কথা বলেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

শর্ত সাপেক্ষে রাজধানীতে বিএনপিকে গণমিছিলের অনুমতি: ডিএমপি

আপডেট: ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

বিশৃঙ্খলা না করার শর্তে ৩০ ডিসেম্বর রাজধানীতে বিভাগীয় গণমিছিল করার জন্য বিএনপিকে অনুমতি দিয়েছে মহানগর পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে এ অনুমতি পায়। তবে গণমিছিল করার জন্য বিএনপিকে রুট নির্দিষ্ট করে দিয়েছে ডিএমপি।

রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে আসেন আমাদের সঙ্গে বৈঠক করতে। দলটির পক্ষ থেকে আগামী ৩০ ডিসেম্বর তাদের পূর্বঘোষিত দলীয় কর্মসূচি গণমিছিল করতে চান। আমরা সার্বিক বিষয় বিবেচনা করে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত গণমিছিল করার অনুমতি দিয়েছি।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গণমিছিলকে ঘিরে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা দেখছেন কি না প্রসঙ্গে কমিশনার বলেন, ‘বিএনপির দলীয় গণমিছিল কর্মসূচি উপলক্ষে আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিশৃঙ্খলা বা অরাজকতার আশঙ্কা করছি না। তারা (বিএনপি) আমাদের সুশৃঙ্খল গণমিছিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও যদি কেউ বিশৃঙ্খলা বা অরাজকতার চেষ্টা করা হয়। তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে বিএনপির নির্ধারিত ৩০ ডিসেম্বরের গণমিছিল নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে মঙ্গলবার প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান বিএনপির ভাইস- চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বিএনপির নির্ধারিত গণমিছিল নির্দিষ্ট সময়ে,নির্দিষ্ট রুটেই শুরু হবে।’

আরও পড়ুন: স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন আজ

বিএনপির এই নেতা আরও বলেন,‘গণমিছিল যেন বিএনপির পছন্দে রুটেই করতে পারি। সে ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে কোনও আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘এখানে আশ্বাস বা নিরাশার কোনও বিষয় না।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে ডিএমপির সদর দফতরে আসেন বিএনপির ভাইস- চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ঘণ্টাখানেক বৈঠক শেষে সন্ধ্যা ৭টার দিকে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় এ কথা বলেন।

ঢাকা/এসএ