০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

সংক্রমণ কমায় পশ্চিমবঙ্গে ​লকডাউন শিথিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
  • / ৪১৭৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: গোটা ভারতের মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনার প্রকোপ কিছুটা কমেছে। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সংবাদ সম্মেলনে করে মহামারি নিয়ন্ত্রণে জারি কিছু বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, অর্ধেক যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা এই ঘোষণা দিয়েছেন।

ব্যবসায়ী সংগঠনগুলোর কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে অন্য অন্য দোকানগুলো খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মমতার ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন ও পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও অর্ধেক গ্রাহক প্রবেশ করতে পারবে। শরীরচর্চাকেন্দ্রগুলো ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলার অনুমতি পেয়েছে।

অর্ধেক কর্মী নিয়ে বেসরকারি অফিসগুলো চালু করা যাবে। আর সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সে ক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিয়ের মৌসুমের কথা ভেবে অনুষ্ঠানে ৫০ অতিথি সমাগমের অনুমতি দিয়েছে রাজ্য। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ​ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। রাত ৯টা থেকে ভোর ৫টা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো নিষিদ্ধ থাকছে।

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

সংক্রমণ কমায় পশ্চিমবঙ্গে ​লকডাউন শিথিল

আপডেট: ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: গোটা ভারতের মতো বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনার প্রকোপ কিছুটা কমেছে। আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সংবাদ সম্মেলনে করে মহামারি নিয়ন্ত্রণে জারি কিছু বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, অর্ধেক যাত্রী নিয়ে সরকারি-বেসরকারি বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ জুলাই পর্যন্ত লোকাল ট্রেন এবং মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা এই ঘোষণা দিয়েছেন।

ব্যবসায়ী সংগঠনগুলোর কথা মাথায় রেখে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবজি এবং মাছের বাজার খোলা রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে অন্য অন্য দোকানগুলো খোলা রাখা যাবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মমতার ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত, ৭ ঘণ্টা সেলুন ও পার্লার খোলা রাখা যাবে। তবে সেখানেও অর্ধেক গ্রাহক প্রবেশ করতে পারবে। শরীরচর্চাকেন্দ্রগুলো ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলার অনুমতি পেয়েছে।

অর্ধেক কর্মী নিয়ে বেসরকারি অফিসগুলো চালু করা যাবে। আর সরকারি দফতর খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সে ক্ষেত্রে কর্মীদের যাতায়াতের ব্যবস্থা সংস্থাকেই করতে হবে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিয়ের মৌসুমের কথা ভেবে অনুষ্ঠানে ৫০ অতিথি সমাগমের অনুমতি দিয়েছে রাজ্য। সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মসূচির ​ক্ষেত্রে ২০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। রাত ৯টা থেকে ভোর ৫টা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো নিষিদ্ধ থাকছে।

আরও পড়ুন: