০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০২ জুন ২০২৪

সন্দেহজনকভাবে বাড়ছে যেসব কোম্পানির শেয়ার দর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / ৪১৪০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। আর কোন কারণ ছাড়া অস্বাভাবিকহারে এসব কোম্পানির শেয়ার দর বাড়াকে সন্দেহজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। 

তাদের মতে, বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লোকসানি ও দুর্বল কোম্পানিগুলোর দর বাড়া বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ। তাই, শুধু দর বাড়ার কারণ জানতে নোটিশ দিয়েই স্টক এক্সচেঞ্জগুলোকে চুপ থাকলে হবে না। অতিদ্রুত অস্বাভাবিক দর বাড়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা জরুরি।

জানা যায়, ডিএসইর তদন্তে গত কয়েক মাস ধরে কারণ ছাড়া দর বৃদ্ধি পাওয়া দূর্বল কোম্পানি বেড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে (২৬ আগস্ট পর্যন্ত) পাওয়া গেছে এমন ২৪টি কোম্পানি।

কোম্পানিগুলো হলো : সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সালভো কেমিক্যাল, ঢাকা ডাইং, জনতা ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, রিং শাইন টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মেট্রো স্পিনিং, আনলিমা ইয়ার্ন ডাইং, শ্যামপুর সুগার মিলস, সিভিও পেট্রোকেমিক্যাল, স্টাইলক্রাফট, এইচআর টেক্সটাইল, মিথুন নিটিং, মেট্রো স্পিনিংসাফকো স্পিনিং, বিচ হ্যাচারি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও একটিভ ফাইন কেমিক্যালস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত২৫ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, সাউথবাংলা ব্যাংকের শেয়ার দর গত ১১ আগস্ট ছিল ১১ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ১৩৩ শতাংশ বেড়েছে।

সালভো কেমিক্যালের শেয়ার দর গত ১৬ আগস্ট ছিল ৪৩.৩০ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪.৫০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.২০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

ঢাকা ডাইংয়ের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ২৩ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৬.৬০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।

জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ১৬ আগস্ট ছিল ৩৯ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৮.২০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৯.২০ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

x

সন্দেহজনকভাবে বাড়ছে যেসব কোম্পানির শেয়ার দর

আপডেট: ০২:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। আর কোন কারণ ছাড়া অস্বাভাবিকহারে এসব কোম্পানির শেয়ার দর বাড়াকে সন্দেহজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। 

তাদের মতে, বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে লোকসানি ও দুর্বল কোম্পানিগুলোর দর বাড়া বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ। তাই, শুধু দর বাড়ার কারণ জানতে নোটিশ দিয়েই স্টক এক্সচেঞ্জগুলোকে চুপ থাকলে হবে না। অতিদ্রুত অস্বাভাবিক দর বাড়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা জরুরি।

জানা যায়, ডিএসইর তদন্তে গত কয়েক মাস ধরে কারণ ছাড়া দর বৃদ্ধি পাওয়া দূর্বল কোম্পানি বেড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে (২৬ আগস্ট পর্যন্ত) পাওয়া গেছে এমন ২৪টি কোম্পানি।

কোম্পানিগুলো হলো : সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সালভো কেমিক্যাল, ঢাকা ডাইং, জনতা ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, রিং শাইন টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, মেট্রো স্পিনিং, আনলিমা ইয়ার্ন ডাইং, শ্যামপুর সুগার মিলস, সিভিও পেট্রোকেমিক্যাল, স্টাইলক্রাফট, এইচআর টেক্সটাইল, মিথুন নিটিং, মেট্রো স্পিনিংসাফকো স্পিনিং, বিচ হ্যাচারি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেমিনি সী ফুড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও একটিভ ফাইন কেমিক্যালস।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত২৫ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, সাউথবাংলা ব্যাংকের শেয়ার দর গত ১১ আগস্ট ছিল ১১ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৫.৬০ টাকায়। অর্থাৎ এই ৯ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪.৬০ টাকা বা ১৩৩ শতাংশ বেড়েছে।

সালভো কেমিক্যালের শেয়ার দর গত ১৬ আগস্ট ছিল ৪৩.৩০ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪.৫০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.২০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

ঢাকা ডাইংয়ের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ২৩ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৬.৬০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ১৬ শতাংশ বেড়েছে।

জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ১৬ আগস্ট ছিল ৩৯ টাকায়। আর ২৫ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৮.২০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৯.২০ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: