সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে

- আপডেট: ০৬:০১:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১০৩৫৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে ৩.২১ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৪২ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকার বা ৩.২১ শতাংশ লেনদেন কমেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬১ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ বেড়েছে।
আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ২ হাজার ৪২৩ পয়েন্টে উঠেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ২.৩০ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ১৪৩টির। আর ১১টির দাম ছিল অপরিবর্তিত।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৮৫২ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকার বা দশমিক ৩৪ শতাংশ।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮৯ হাজার ৭২১ কোটি ৬২ লাখ ৪ হাজার টাকায়।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: