০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো মার্কিন হাউজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • / ৪১৯৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-পরিচালিত ডিভাইস থেকে নিষিদ্ধ করা হয়েছে চীনের জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক-কে। হাউজের প্রশাসনিক শাখার মতে, শীঘ্রই যুক্তরাষ্ট্র সরকারের সমস্ত ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়ন করা হবে। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতা ও কর্মীদের কাছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার (সিএও) পাঠানো এক বার্তার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, হাউজের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সিএও) মঙ্গলবার সমস্ত আইন প্রণেতা এবং কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, হাউজ দ্বারা পরিচালিত সমস্ত ডিভাইস থেকে অ্যাপটি মুছে ফেলতে হবে। অ্যাপটিকে “বেশ কয়েকটি নিরাপত্তা সমস্যার কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ” বলে মনে করা হয়।

কর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, কারো ডিভাইসে টিকটক থাকলে, এটি সরানোর বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং ভবিষ্যতে অ্যাপটির ডাউনলোড নিষিদ্ধ করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার মূল্যের সর্বজনীন ব্যয় বিল (অমনিবাস বিল) পাস হয়েছে। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারকে এ তহবিল দেওয়া হবে। এ বিলের আওতায় কেন্দ্রীয়ভাবে টিকটক অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার একটি বিধি অন্তর্ভুক্ত আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারকে অর্থায়নের জন্য গত সপ্তাহে পাস করা ১৬ হাজার ৬০০ কোটি ডলারের সর্বজনীন ব্যয় বিলে, কেন্দ্রীয়ভাবে পরিচালিত ডিভাইসগুলিতে অ্যাপটিকে নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত আছে। প্রেসিডেন্ট জো বাইডেন আইনে স্বাক্ষর করলে, বিলটি কার্যকর হবে৷

নতুন নিয়ম সম্পর্কে টিকটক-এর পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা দেশব্যাপী অ্যাপটির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন: মেট্রোরেলের স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি

 

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো মার্কিন হাউজ

আপডেট: ১২:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-পরিচালিত ডিভাইস থেকে নিষিদ্ধ করা হয়েছে চীনের জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক-কে। হাউজের প্রশাসনিক শাখার মতে, শীঘ্রই যুক্তরাষ্ট্র সরকারের সমস্ত ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করার জন্য একটি আইন প্রণয়ন করা হবে। মঙ্গলবার প্রতিনিধি পরিষদের আইনপ্রণেতা ও কর্মীদের কাছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার (সিএও) পাঠানো এক বার্তার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, হাউজের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সিএও) মঙ্গলবার সমস্ত আইন প্রণেতা এবং কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় বলেছেন, হাউজ দ্বারা পরিচালিত সমস্ত ডিভাইস থেকে অ্যাপটি মুছে ফেলতে হবে। অ্যাপটিকে “বেশ কয়েকটি নিরাপত্তা সমস্যার কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ” বলে মনে করা হয়।

কর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় বলা হয়েছে, কারো ডিভাইসে টিকটক থাকলে, এটি সরানোর বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হবে এবং ভবিষ্যতে অ্যাপটির ডাউনলোড নিষিদ্ধ করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার মূল্যের সর্বজনীন ব্যয় বিল (অমনিবাস বিল) পাস হয়েছে। ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারকে এ তহবিল দেওয়া হবে। এ বিলের আওতায় কেন্দ্রীয়ভাবে টিকটক অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার একটি বিধি অন্তর্ভুক্ত আছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের পর বিলটি আইনে পরিণত হবে।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারকে অর্থায়নের জন্য গত সপ্তাহে পাস করা ১৬ হাজার ৬০০ কোটি ডলারের সর্বজনীন ব্যয় বিলে, কেন্দ্রীয়ভাবে পরিচালিত ডিভাইসগুলিতে অ্যাপটিকে নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত আছে। প্রেসিডেন্ট জো বাইডেন আইনে স্বাক্ষর করলে, বিলটি কার্যকর হবে৷

নতুন নিয়ম সম্পর্কে টিকটক-এর পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা দেশব্যাপী অ্যাপটির উপর নিষেধাজ্ঞা কার্যকর করার প্রস্তাব দিয়েছেন।

আরও পড়ুন: মেট্রোরেলের স্টেশনে যাত্রীদের দীর্ঘ সারি

 

ঢাকা/এসএম