০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

সাংবাদিক নাদিম হত্যা মামলার নয় আসামির রিমান্ড মঞ্জুর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
  • / ৪১৬৬ বার দেখা হয়েছে

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার নয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে রিমান্ডের আবেদন করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের তোলা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রিমান্ড মঞ্জুর করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী জানান, নয় আসামির মধ্যে পাঁচ জনের তিন দিন এবং চার জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলো- বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মিলন (২৫), নামাপাড়া এলাকার তোফাজ্জল (৪০), একই এলাকার আইনাল হক (৫৫), কফিল উদ্দিন(৫৫), দক্ষিণ কুতুবেরচর এলাকার ফজলু মিয়া (৩৫) ও তার ভাই শহিদ (৪০), মোল্লাপাড়া এলাকার মকবুল (৩৫) এবং সর্দারপাড়া মেরুরচর এলাকার ওহিদুজ্জামান (৩০)।

আরও পড়ুন: যারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙে তারা দেশটাই ভেঙে দেবে: তথ্যমন্ত্রী

গত বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

সাংবাদিক নাদিম হত্যা মামলার নয় আসামির রিমান্ড মঞ্জুর

আপডেট: ০১:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার নয় আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে রিমান্ডের আবেদন করে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের তোলা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রিমান্ড মঞ্জুর করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউসুফ আলী জানান, নয় আসামির মধ্যে পাঁচ জনের তিন দিন এবং চার জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে নেওয়া আসামিরা হলো- বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার গোলাম কিবরিয়া সুমন (৪৩), মালিরচর নয়াপাড়া এলাকার মিলন (২৫), নামাপাড়া এলাকার তোফাজ্জল (৪০), একই এলাকার আইনাল হক (৫৫), কফিল উদ্দিন(৫৫), দক্ষিণ কুতুবেরচর এলাকার ফজলু মিয়া (৩৫) ও তার ভাই শহিদ (৪০), মোল্লাপাড়া এলাকার মকবুল (৩৫) এবং সর্দারপাড়া মেরুরচর এলাকার ওহিদুজ্জামান (৩০)।

আরও পড়ুন: যারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙে তারা দেশটাই ভেঙে দেবে: তথ্যমন্ত্রী

গত বুধবার রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা/এসএ