০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

সিএসইর উদ্যোগে ওএফসি রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৪১৮০ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তিন দিনব্যাপী ‘আদার ফাইন্যান্সিয়াল করপোরেশনস (ওএফসি) রিপোর্টিং’ এর ওপর হ্যান্ডস অন প্রশিক্ষণের আয়োজন করেছে।

গত ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন দুই সেশনে অনুষ্ঠিত এই ট্রেনিংসমূহে সিএসইর ট্রেক হোল্ডারদের প্রায় ১৮০ জন কর্মকর্তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিএসইর চট্টগ্রামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামগুলোর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক মো. শফিকুল ইসলাম ও সহযোগী পরিচালক আমিন বিন হাসিব।

সিএসই’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম, ইন্সপেকশন ও এনফোর্স বিভাগের প্রধান আরিফ আহমেদ, সিএফডি বিভাগের প্রধান মোহাম্মাদ নাজমুল হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসইর ট্রেনিং ও এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, পুঁজিবাজারের উন্নতির জন্য জড়িত সব স্টেকহোল্ডারদের একসাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং খুব প্রয়োজন। বিশেষ করে ব্যবহারকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোর মধ্যকার সম্পর্ককে আরও কার্যকরি ও ফলপ্রসূ করতে আজকের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিওতে ডিভিডেন্ড পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক

প্রশিক্ষণটির অন্যতম রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংকের মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, যদিও দীর্ঘদিন আগে এই রিপোটিং-এর কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গির ও বোধগম্যতার কারণে  এখনও এর উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। তাই বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং তার স্টেক সিএসইর সমন্বিত উদ্যোগে এই আয়োজন আশা করি সব অংশগ্রহণকারীর জন্য যথাযথ রিপোর্ট তৈরি ও প্রদানে সহজ করবে ও সেসব ঘাটতি পূরণে সহায়ক হবে।

উল্লেখ্য, আর্থিক জরিপ কার্যক্রমে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে গত জুন ২০১৮ হতে অভিন্ন রিপোর্ট করার ফরমেট অনুযায়ী প্রস্তুতকৃত রেশিওনালিজড ইনপুট টেম্পলেটের (আরটিআই) মাধ্যমে ষান্মাসিক ভিত্তিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের দায় ও সম্পদের তথ্য/উপাত্তসমূহ, বাংলাদেশ ব্যাংককে প্রেরণ  করছে যা গত মার্চ থেকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সংক্রান্ত তথ্য/উপাত্ত প্রদানের জন্যে যদিও সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কিন্তু বিভিন্ন ট্রেকহোল্ডার কোম্পানির অনুরোধের প্রেক্ষিতে, সিএসই এবং বাংলাদেশ ব্যাংকের ওএফসি এর সার্ভে ইউনিট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

সিএসইর উদ্যোগে ওএফসি রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: ০২:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তিন দিনব্যাপী ‘আদার ফাইন্যান্সিয়াল করপোরেশনস (ওএফসি) রিপোর্টিং’ এর ওপর হ্যান্ডস অন প্রশিক্ষণের আয়োজন করেছে।

গত ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত প্রতিদিন দুই সেশনে অনুষ্ঠিত এই ট্রেনিংসমূহে সিএসইর ট্রেক হোল্ডারদের প্রায় ১৮০ জন কর্মকর্তা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সিএসইর চট্টগ্রামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামগুলোর প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের পরিচালক মো. শফিকুল ইসলাম ও সহযোগী পরিচালক আমিন বিন হাসিব।

সিএসই’র পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম, ইন্সপেকশন ও এনফোর্স বিভাগের প্রধান আরিফ আহমেদ, সিএফডি বিভাগের প্রধান মোহাম্মাদ নাজমুল হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসইর ট্রেনিং ও এওয়ারনেস বিভাগের প্রধান এম সাদেক আহমেদ।

স্বাগত বক্তব্যে বক্তারা বলেন, পুঁজিবাজারের উন্নতির জন্য জড়িত সব স্টেকহোল্ডারদের একসাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে এই ধরনের ট্রেনিং খুব প্রয়োজন। বিশেষ করে ব্যবহারকারী এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোর মধ্যকার সম্পর্ককে আরও কার্যকরি ও ফলপ্রসূ করতে আজকের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিওতে ডিভিডেন্ড পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক

প্রশিক্ষণটির অন্যতম রিসোর্স পার্সন বাংলাদেশ ব্যাংকের মো. শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, যদিও দীর্ঘদিন আগে এই রিপোটিং-এর কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গির ও বোধগম্যতার কারণে  এখনও এর উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। তাই বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং তার স্টেক সিএসইর সমন্বিত উদ্যোগে এই আয়োজন আশা করি সব অংশগ্রহণকারীর জন্য যথাযথ রিপোর্ট তৈরি ও প্রদানে সহজ করবে ও সেসব ঘাটতি পূরণে সহায়ক হবে।

উল্লেখ্য, আর্থিক জরিপ কার্যক্রমে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে গত জুন ২০১৮ হতে অভিন্ন রিপোর্ট করার ফরমেট অনুযায়ী প্রস্তুতকৃত রেশিওনালিজড ইনপুট টেম্পলেটের (আরটিআই) মাধ্যমে ষান্মাসিক ভিত্তিতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ তাদের দায় ও সম্পদের তথ্য/উপাত্তসমূহ, বাংলাদেশ ব্যাংককে প্রেরণ  করছে যা গত মার্চ থেকে ত্রৈমাসিক ভিত্তিতে প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এরই ধারাবাহিকতায় এ সংক্রান্ত তথ্য/উপাত্ত প্রদানের জন্যে যদিও সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে, কিন্তু বিভিন্ন ট্রেকহোল্ডার কোম্পানির অনুরোধের প্রেক্ষিতে, সিএসই এবং বাংলাদেশ ব্যাংকের ওএফসি এর সার্ভে ইউনিট কর্মকর্তাদের তত্ত্বাবধানে এই হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করেছে।

ঢাকা/এসএ